0

মৌলের ইলেক্ট্রন বিন্যাস করে বহি:স্থ স্তরে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে দুইটি মৌলের যৌগ গঠন সম্ভব কি না তা গঠনের সক্ষমতা। Ability to form compounds of two elements by arranging electrons in the element and exchanging electrons at the external level. ক্লাস 8 Science 4th Week Assignment Answer, 4th Soptaho Biggan Somadhan / Uttor, অষ্টম শ্রেণীর বিজ্ঞান ৪র্থ সপ্তাহের এসাইনমেন্ট সমাধান, ক্লাস ৮ম চতুর্থ সপ্তাহের বিজ্ঞান প্রশ্নের উত্তর।

ছক:

মৌল পারমানবিক সংখ্যা ভর সংখ্যা
X ১৭ ৩৫
Y ১১ ২৩
Z ১৪

নির্দেশনাঃ মৌলের ইলেক্ট্রন বিন্যাস করে বহি:স্থ স্তরে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে দুইটি মৌলের যৌগ গঠন সম্ভব কি না তা গঠনের সক্ষমতা।

২।

ঘ. মৌলের ইলেক্ট্রন বিন্যাস করে বহি:স্থ স্তরে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে দুইটি মৌলের যৌগ গঠন সম্ভব কি না তা গঠনের সক্ষমতা।

ঘ নং প্রশ্নের উত্তর

ইলেকট্রন গ্রহন বা বর্জনের মাধ্যমে পরমানু আয়নে পরিণত হয়। দুটি পরমানুর মধ্যে যেটি ইলেকট্রন বর্জণ করে সেটি ক্যাটায়নে বা ধনাত্নক আযনে এবং যেটি ইলেকট্রন গ্রহন করে সেটি FYvZœK  আয়নে বা অ্যায়নে পরিণত হয়। ফলে তাদের মধ্যে একটি আকর্ষণ বল কাজ করে এবং তারা একে অন্যের সাথে বন্ধনে আবদ্দ হয়। এভাবে দুটি ভিন্ন মৌলের পরমানু থেকে যৌগ তৈরি হয়।

Na–>Na+ + e‑

F+e–>F-

NaF–>Na+F- বা NaF

 

Class 8 Science 4th Week Assignment All Answer