0

Grocery Shopping Experience

Assignment: Have you ever visited any grocery shop? Why did you go there and who with? What did you see there? If you are yet to visit such a shop, what are the reasons behind? In that case narrate any of your shopping experience in 300 words. Class 6 Assignment Answer.

Grocery Shopping Experience

Grocery Shopping Experience Paragraph

We need many things in our daily life. Everything we cannot generate ourselves. So we have to buy a lot of things in need. Buying groceries from a grocery store is called grocery shopping. Grocery stores are everywhere in the world. However, the type of grocery store varies from place to place. Almost everything is available in grocery stores. Such as- rice, pulses, oil, eggs, biscuits chanachur, cold drinks, ice etc.

I go to the grocery store almost every day with my father or uncle. I am describing the events of one day. I went to the grocery store with my dad for some family shopping. Mother had already given us the list of necessary items. The shop was a little far from our house. It was late evening, so we walked without a rickshaw. The shop was very well decorated and large. It was getting dark when we reached the shop. There were small beautiful chandeliers in front of the shop which made the shop very attractive.

A doorman greeted us as Dad and I entered the store. I went inside and saw that the shop was very nicely decorated. Different items are arranged in different places so it is convenient for us to find them. Then we walked around the store and bought things according to Mom’s list. I like ice cream so Dad bought me ice cream and bought chocolates for my little sister. Then I came out of the shop with the bill at the reception. After finishing all the work, we came home by rickshaw without any delay.

The day was to go to the grocery store with my first dad after I was smart. So the day has become memorable to me.

বাংলায় অনুবাদ

দৈনন্দিন জীবনে আমাদের অনেক জিনিসপত্রের প্রয়োজন হয়। সবকিছু আমরা নিজেরা উৎপন্ন করতে পারিনা। তাই প্রয়োজনের তাগিদে আমাদের অনেক কিছু কিনতে হয়। নিত্যপ্রয়োজনীয় জিনিস কোন মুদি দোকান থেকে কেনাকেই মুদি সপিং বলা হয়। মুদি দোকান বিশ্বে সকল জায়গাতেই থাকে। তবে জায়গা ভেদে মুদি দোকানের ধরন ভিন্ন হয়। মুদি দোকানে প্রায় সকল জিনিসই পাওয়া যায়। যেমন- চাল, ডাল, তেল, ডিম, বিস্কুট চানাচুর, কোল্ড ড্রিংকস, বরফ ইত্যাদি।

আমি প্রায় দিনই মুদি দোকানে যাই আমার বাবা বা চাচার সাথে। একদিনের ঘটনা বর্ণনা করছি। পরিবারের কিছু কেনাকাটার জন্য আমি আমার বাবার সাথে মুদি দোকানে গিয়েছিলাম। প্রয়োজনীয় দ্রব্যাদীর তালিকা মা আমাদের আগে থেকেই জানিয়ে দিয়েছিলো। দোকানটি ছিল আমাদের বাসা থেকে কিছুটা দূরে। সময়টা ছিল প্রোয় সন্ধা, তাই আমরা রিক্সা না নিয়ে হেটে হেটেই গিয়েছিলাম। দোকানটি ছিল অনেক সাজ-সজ্জিত এবং বড়। দোকানে পৌছোতে পৌছতে অন্ধকার নেমে এলো। দোকানের সামনে ছোট ছোট সুন্দর সুন্দর ঝাওবাতি ছিল যা দোকাকে অনেক আকর্ষনীয় করেছিল।

আমি এবং বাবা যখন দোকানটির ভেতরে প্রবেশ করছিলাম তখন একজন দারোয়ান আমাদের অভ্যর্থনা জানালো। ভেতরে ঢুকে দেখলাম দোকানটি অনেক সুন্দর করে সাজানো। বিভিন্ন দ্রব্যাদি বিভিন্ন জায়গায় সাজানো রয়েছে ফলে আমাদের খুজে পেতে সুবিধা হলো। তারপর পুরো দোকান ঘুরে ঘুরে তোলিকা অনুযায়ী জিনিসপত্র কিনলাম। আমি আইসক্রিম পছন্দ করি এজন্য বাবা আমাকে আইসক্রিম কিনে দিল এবং আমার ছোট বোনের জন্য চকলেট কিনলো। তারপর রেসিপশনে বিল দিয়ে দোকান থেকে বেরিয়ে এলাম। সব কাজ শেষ করার পরে আর দেরি না করে আমরা রিক্সা করে বাড়ি চলে আসলাম।

দিনটি ছিল বুদ্ধি হবার পরে আমার প্রথম বাবার সাথে মুদি দোকানে যাওয়ার। তাই দিনটি আমার কাছে স্মরনীয় হয়ে আছে।