0

তৃতীয় সপ্তাহের ক্লাস ৭ম / সেভেন / সপ্তম শ্রেীণর গার্হস্থ্য বিজ্ঞান এসাইনমেন্ট সিলেবাস এবং উত্তর। 3rd Week’s Class 7 Home Science / Garhosto Biggan Assignment Syllabus & Answer.

Class 7 Home Science Assignment AnswerHome Science / Garosto Biggan 1st Assigned Task

প্রথম এসাইনমেন্ট

১ম অধ্যায়: গৃহ ব্যবস্থাপনার স্তর ও গৃহ সম্পদ

নির্ধারিত কাজ ১

সংক্ষিপ্ত প্রশ্ন:

https://newresultbd.com

১. ক) সম্পদের বৈশিষ্ট্য অনুযায়ী তােমার পরিবারের সম্পদগুলাে চিহ্নিত করাে।

খ) অর্থ দিয়ে কোন কোন কাজগুলাে করা যায়? ব্যাখ্যা করাে।

গ) তােমার ঘর পরিপাটি ও পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে কাজ সহজকরণের কোন কলাকৌশলগুলাে অবলম্বন করবে তা উল্লেখ করাে।

মূল্যায়ন নির্দেশক

ক)

  • বিষয়বস্তুর ধারণা
  • প্রকারভেদ অনুযায়ী কমপক্ষে ৩টি করে সম্পদ চিহ্নিতকরণ

খ)

  • বিষয়বস্তুর ধারণা
  • বিষয় বস্তুর কার্যকারিতা ব্যাখ্যা

গ)

  • বিষয়বস্তুরধারণা
  • ধারণার ব্যাখ্যা প্রদান
  • কমপক্ষে ৩টি কৌশল উল্লেখ

দ্বিতীয় এসাইনমেন্ট

২য় অধ্যায়: গৃহ সামগ্রী ক্রয়

নির্ধারিত কাজ ২

সৃজনশীল প্রশ্ন:

করিম সাহেব তাড়াহুড়া করে লেখাপড়ার সামগ্রী ক্রয়ের জন্য বাজারে গেলেন। বাজার থেকে নিজে চিন্তা করে প্রয়ােজনীয় সামগ্রী ক্রয় করে আনলেন বাড়িতে আসার পর তাঁর ছেলে স্কেল চাইলে তিনি স্কেল দিতে অসামর্থ্য হন। তাছাড়া তিনি যে কোম্পানীর কলম চেয়েছিলেন তা না দিয়ে বিক্রেতা তাকে নকল কোম্পানীর কলম দেন। কলম ফেরত দিতে গেলে বিক্রেতা তা ফেরত নিতে অস্বীকৃতি জানান।

২. ক) করিম সাহেব ক্রয়ের কোন নীতি অনুসরণ করেননি বলে তুমি মনে করাে, ব্যাখ্যা করাে।

খ) কলম কিনতে গিয়ে ভােক্তার অধিকার ক্ষুন্ন হয়েছে বিশ্লেষণ করাে।

মূল্যায়ন নির্দেশক

ক)

  • বিষয়বস্তুর ধারণা
  • পাঠ্যপুস্তক ও উদ্দীপকের আলােকে ধারণার সঠিক ব্যাখ্যা

খ)

  • বিষয়বস্তুর ধারণা
  • পাঠ্যপুস্তক ও উদ্দীপকের আলােকে ধারণার সঠিক ব্যাখ্যা
  • বিষয়বস্তুর ধারণা ব্যাখ্যা ও উদ্দীপকের আলােকে সংশ্লেষণ/বিশ্লেষণ/সিদ্ধান্ত গ্রহণ

তৃতীয় এসাইনমেন্ট

৩য় অধ্যায়: গৃহকে মনােরম ও আকর্ষণীয় করার নীতি

নির্ধারিত কাজ ৩

৩. গৃহ সজ্জার শিল্পনীতি অনুসরণে ৫টি চিত্র অংকন করে উজ্জ্বল রং-এর প্রয়ােগ দেখাও।

মূল্যায়ন নির্দেশক

  • অংকন দক্ষতা ও নিপূনতা
  • রঙের যথার্থ ব্যবহার
  • পরিষ্কার পরিচ্ছনতা

চতুর্থ এসাইনমেন্ট

৫ম অধ্যায়: শিশুর বিকাশে খেলাধূলা

নির্ধারিত কাজ ৪

সংক্ষিপ্ত প্রশ্ন:

৪. বর্তমান বিশ্ব পরিস্থিতিতে তুমি ঘরের বাইরে বের হতে পারছে না। শখ পূরণের মাধ্যমে কিভাবে তােমার বুদ্ধিমত্তা ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে পারাে।

মূল্যায়ন নির্দেশক

  • বিষয়বস্তুর ধারণা
  • বিষয়বস্তুর ধারণা সাপেক্ষে কমপক্ষে ৫টি নাম উল্লেখ করে ব্যাখ্যা প্রদান