0

3rd Week’s Class 6 Home Science Assignment Syllabus & Answer. তৃতীয় সপ্তাহের ক্লাস সিক্স / ষষ্ঠ শ্রেীণর গার্হস্থ্য বিজ্ঞান এসাইনমেন্ট সিলেবাস এবং উত্তর।

Home Science / Garostho 1st Assigned Task

অধ্যায় ও বিষয়বস্তুর শিরােনাম

প্রথম অধ্যায়: গৃহ ও গৃহ পরিবেশের প্রাথমিক ধারণা

তৃতীয় অধ্যায়: গৃহ ব্যবস্থাপনা

অষ্টম অধ্যায়: খাদ্য, পুষ্টি ও স্বাস্থ্য

এ্যাসাইনমেন্ট / নির্ধারিত কাজ

সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন:

১। গৃহ কী? গৃহ না থাকলে তােমরা কী কী সমস্যার সম্মুখীন হবে?

২। গৃহের পরিবেশ রক্ষায় ও সৌন্দর্য বর্ধনে তুমি কীভাবে ভূমিকা রাখবে?

৩। সৃজনশীল প্রশ্ন: করিম সাহেব মেয়ের বিয়ের অনুষ্ঠান কীভাবে সম্পন্ন করবেন সেটা চিন্তা করে সবাইকে কাজ বুঝিয়ে দিলেন কিন্তু কে কীভাবে কাজ করছে তার কোনাে খোঁজ নিলেন না। ফলে কাজের তেমন অগ্রগতিই হলাে না। তখন তাঁর বড় ভাই বিষয়টি বুঝে সবার সাথে আলােচনা করে অনুষ্ঠানটি কীভাবে খুব ভালােভাবে শেষ করা যায় সে বিষয়ে সবাইকে বুঝিয়ে খোঁজ খবর নিয়ে অনুষ্ঠান শেষ করলেন।

গ) করিম সাহেব তাঁর মেয়ের বিয়েতে গৃহ ব্যবস্থাপনার কোন ধাপটি অনুসরণ করেননি- ব্যাখ্যা কর।

ঘ) করিম সাহেবের ভাই যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটি কী ঠিক ছিল? যুক্তিসহকারে তােমার মতামত দাও।

৪। প্রতিবেদন তৈরি: তুমি এক সপ্তাহে প্রতিদিন সকাল, দুপুর ও রাতে যেসব খাবার গ্রহণ কর তা তােমার বয়স ও চাহিদা অনুযায়ী সঠিক কী না পাঠ্যপুস্তকের আলােকে মন্তব্য কর।

মূল্যায়ন নির্দেশক

১।

 • বিষয়বস্তুর ধারণা প্রদান
 • কমপক্ষে ৫টি সমস্যা উল্লেখ

২।

 • গৃহ পরিবেশ রক্ষায় ও সৌন্দর্যবর্ধনে ৫টি ভূমিকা উল্লেখ
 • ব্যাখ্যা প্রদান

৩। ক)

 • সঠিক ধারণা (ধাপ) প্রদান
 • পাঠ্যপুস্তক ও উদ্দীপকের আলােকে ধারণার সঠিক ব্যাখ্যা প্রদান

খ)

 • বিষয়বস্তুর সঠিক ধারণা প্রদান
 • পাঠ্যপুস্তক ও উদ্দীপকের আলােকে ধারণার সঠিক ব্যাখ্যা প্রদান
 • বিষয়বস্তুর ধারণার আলােকে সংশ্লেষণ/বিশ্লেষণ/মন্তব্য প্রদান

৪। নিম্নে প্রদত্ত ছকটি সঠিকভাবে পূরণ করে সঠিক মন্তব্য করতে হবে।

দিন সকাল বিকাল
১ম    
২য়    
৩য়    
৪র্থ    
৫ম    
৬য়    
৭ম    

শিক্ষার্থীর মন্তব্য:

 • ছকটি পূরণে সঠিকতা
 • তথ্য প্রদানে সততা
 • নির্ভুল তথ্য উপস্থাপন
 • মন্তব্য প্রদানে যথার্থতা