0

Class 6 Krishi 3rd Week Assignment Syllabus & Answer has been publish on official website and also our website. Now on of most discussion topic is DSHE Assignment 2020. This is the focus of all students. Everyone is preparing and submitting their assignments with interest. Assignment activities have started on November 1 and will continue till December 15. Work is currently underway to submit the third week assignment. The students have shown very good performance in the assignments of the last 2 weeks. I hope the rest of the week will be better. And for that we are always by the side of the students. Our expert team always work on it. We are trying to discuss the answers to each question accurately and in detail. So stay with us without being afraid. Check out your timely answers to all the questions below. Try to submit the assignment within the specified time. Don’t neglect the assignment, you may have problems later.

[Tapos]

Class 6 Krishi 3rd Week Assignment

We will discuss in detail the details of Class 6 Krishi 3rd Week Assignment. This will enable us to answer all your questions. I think agriculture is a favorite subject for all students. The main occupation of the people of Bangladesh is agriculture. We have to survive on agriculture. Reading agriculture is very fun. You will learn how a farmer produces crops from the soil. So whatever the Class 6 Krishi 3rd Week assignment is all that remains. Chapter 1: Agriculture in our lives, Lesson-1 Scope and scope of agriculture, Lesson-2 Crop, fish, livestock and forestry, Chapter 2: Agricultural Technology and Machinery, Lesson-4 Use of hand operated advanced equipment, Lesson-5 Use of powered agricultural machinery, Lesson-9 Local agricultural machinery and use in mechanical production. If one has the right idea about agriculture or if one’s father is involved in agricultural work then agricultural education is a good thing for him.

[Tapos]

3rd Week's Class 6 Agriculture / Krishi Sikkha Assignment Syllabus & Answer. তৃতীয় সপ্তাহের ক্লাস সিক্স / ষষ্ঠ শ্রেীণর কৃষি শিক্ষা এসাইনমেন্ট সিলেবাস এবং উত্তর।

Class 6 Krishi 3rd Week Assignment Answer

3rd Week’s Class 6 Agriculture / Krishi Sikkha Assignment Syllabus & Answer. তৃতীয় সপ্তাহের ক্লাস সিক্স / ষষ্ঠ শ্রেীণর কৃষি শিক্ষা এসাইনমেন্ট সিলেবাস এবং উত্তর।

1st Assignment or Task of Krisi Sikkha.

অধ্যায় ও বিষয়বস্তুর শিরােনাম

১ম অধ্যায়: আমাদের জীবনে কৃষি

পাঠ-১ কৃষির পরিধি ও পরিসর

পাঠ-২ ফসল, মৎস্য, পশু পাখি বনায়ন

২য় অধ্যায়: কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতি

পাঠ-৪ হস্ত চালিত উন্নত যন্ত্রপাতির ব্যবহার

পাঠ-৫ শক্তি চালিত কৃষি যন্ত্রপাতির ব্যবহার

পাঠ-৯ যান্ত্রিক উৎপাদনে স্থানীয় কৃষি যন্ত্রপাতি ও ব্যবহার

এ্যাসাইনমেন্ট / নির্ধারিত কাজ

সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন:

ক) কৃষি বিষয়ক তথ্য পেতে কোন উৎসের বিকল্প নেই, কেন?

খ) বনায়ন কাকে বলে?

গ) নিচের ছকে ৫টি করে মাঠ ফসল ও উদ্যান ফসল এর নাম লিখ

উদ্যান শব্দের অর্থ বাগান বা বাগিচা। বাগানে যেসব ফসল ফলানো হয় তা-ই উদ্যান ফসল। অর্থাৎ বাড়ির আশপাশে উঁচু স্থানে বা ছোট পরিসরের কোনো জমি বা বাগানে যত্ন সহকারে যেসব ফসল ফলানো হয় তাকে উদ্যান ফসল বলে। বিভিন্ন ধরনের শাকসবজি, ফল, ফুল, মসলা ইত্যাদি উদ্যান ফসলের অন্তর্ভুক্ত।

মাঠ শব্দের অর্থ ময়দান, সুবিস্তীর্ণ ক্ষেত্র। কৃষি ক্ষেত্রে মাঠ বলতে বোঝায় এমন একটি স্থান, যেখানে বড় পরিসরে চাষাবাদের কাজ করা হয়। আর মাঠ ফসল হচ্ছে সেসব ফসল, যেগুলো সুপরিসর একটি মাঠে নির্দিষ্ট সময় ধরে চাষ করা হয় এবং ওই ফসলের ওপর কৃষকের জীবন ও জীবিকা নির্ভর করে। অর্থাৎ মাঠপর্যায়ে ব্যাপকভাবে চাষাবাদকৃত ফসলকেই মাঠ ফসল বলে।

  ফসলের নাম
উদ্যান ফসল লাউ, শিম, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, আলু, চালকুমড়া, ঝিঙা, চিচিঙ্গা, কচু, পটোল, করলা, আম, কাঁঠাল, লিচু, জাম, ইত্যাদি
মাঠ ফসল ধান, গম, ভুট্টা, পাট, তুলা, ইত্যাদি

ঘ) নিচের কৃষি কাজগুলাে করতে যে সকল যন্ত্রপাতি ব্যবহার করা হয় তা ছকে উল্লেখ কর:

কাজের ধরন যন্ত্রপাতি
জমি চাষ লাঙল, পাওয়ার টিলার, আঁচড়া বা বিদা, নিড়ানি
বীজ বপন বারি বীজ বপন যন্ত্র
ঔষধ ছিটানাে ন্যাপস্যাক স্পেয়ার
ফসলের মাঠে সেচ বারি পাম্প, সেন্ট্রিফিউগাল পাম্প

মূল্যায়ন নির্দেশক

১) ক)

  • বিষয়বস্তুর ধারণা
  • বিষয়বস্তুর ধরণা সম্পর্কে পাঠ্যপুস্তকের আলােকে সঠিক ব্যাখ্যা প্রদান

খ)

  • বিষয়বস্তুর ধারণা/সংঙ্গা
  • বিষয়বস্তুর ধারণার ব্যাখ্যা

গ)

  • সঠিক তথ্য সহকারে ছক পূরণ

ঘ)

  • কাজের ধরন অনুযায়ী সঠিক তথ্য সহকারে ছক পূরণ

Last Word

If you have any question then inform us. We try to solve your any issue as soon as fast. By the way waiting for the next Assignment. In addition prepare yourself for Class 6 Krishi 4th Week Assignment. The Ministry of Education will keep it running until a vaccine for the corona virus is discovered.