৭ম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এসাইনমেন্টের উত্তর। তদানীন্তন পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম-পাকিস্তানীরা যে সব বৈষম্য সৃষ্টি করেছিল তার একটিতুলনামূলক চিত্র উপস্থাপন কর। Class Seven Bangladesh and World Identity Assignment Answer. Describe the two great contributions of the Persians in the history of civilization.
তদানীন্তন পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানিরা যেসব বৈষম্য সৃষ্টি করেছিল:
গরুটি পূর্ব পাকিস্তানের বর্তমান বাংলাদেশে এখানে ঘাস খাচ্ছে আর দুধ দোহন করে নিয়ে যাচ্ছে পশ্চিম পাকিস্তানীরা। অর্থাৎ উৎপাদন হয় পূর্ব পাকিস্তান এয়ার অর্থ চলে যায় পশ্চিম পাকিস্তানের।
বাংলাদেশের কৃষক শ্রমিক দিনমজুর অক্লান্ত পরিশ্রম করে ফসল উৎপাদন শিল্প কারখানায় পণ্য উৎপাদন সহ বিভিন্ন উৎপাদনশীল কার্যক্রম করতেন আর সেগুলোর সুফল ভোগ করতেন পাকিস্তানিরা।
এরূপ আরো কয়েকটি বৈষম্যের নাম নিম্নরূপ:
- রাজনৈতিক বৈষম্য
- প্রশাসনিক বৈষম্য
- সামরিক ক্ষেত্রে বৈষম্য
- সাংস্কৃতিক বৈষম্য ও
- অর্থনৈতিক বৈষম্য