ক্লাস নাইনের বিজ্ঞান এসাইনমেন্ট। উদ্দীপকে পছন্দনীয় ও অপছন্দনীয় খাবারগুলো খোকনের শারীরিক দক্ষতা অটুট রাখতে কী ধরনের ভূমিকা পালন করবে বিশ্লেষণ করো। Class Nine Science / Biggan Assignment.
উদ্দীপক
খোকন একজন দক্ষ ও অত্যন্ত পরিশ্রমী ফুটবল খেলোয়াড়। তার ওজন ৬৮ কেজি এবং উচ্চতা ১৭০ সেন্টিমিটার। সে রুটি, আলু, বাদাম, ডিমের কুসুম খেতে পছন্দ করে। শাকসবজি, ফলমূল ও মাছ, মাংস খেতে পছন্দ করেনা।
সুস্থ জীবনযাপন করার জন্য মানব শরীরে সঠিক বি এম আই প্রয়োজন। সুস্বাস্থ্যের জন্য বি এম আই এর আদর্শ মান হচ্ছে ১৮.৫ থেকে ২৪.৯। এদিকে খোকনের বি এম আই এর মান হচ্ছে ২৩.৫২ যা সুস্বাস্থ্যের মানদণ্ড।
খোকনের বি এম আই এর মান ঠিক রাখতে তাকে প্রচুর পরিমাণে শাকসবজি, ফলমূল ও মাছ, মাংস ইত্যাদি খাওয়ার অভ্যাস করতে হবে। কিন্তু খোকন এসব খাদ্য পছন্দ করেনা। খোকন যে খাদ্য পছন্দ করে সে খাদ্যে খোকনের বি এম আই বেড়ে যাবে। এতে তার স্থূলতা হবে এবং শারীরিক দক্ষতা অটুট থাকবে না। শারীরিক দক্ষতা অটুট রাখার জন্য শর্করা ও প্রোটিনের পাশাপাশি আমিষজাতীয় খাবরা ও সবুজ শাকসবজি খেতে হবে এবং শারীরিক ব্যায়াম করা উচিত।