0

নবম শ্রেণীর পদার্থ বিজ্ঞান এসাইনমেন্টর সমাধান। Class 9 Physics Assignment Answers For 2nd Week .

This is the 1st assignment of physics.

১। স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 600kg ভরের একটি গাড়ি 0.2m/S2 সুষম ত্বরণে 60s চলার পর 400kg ভরের একটি স্থির পিকআপ ভ্যানের সাথে ধাক্কা খেয়ে আটকে একত্রে 7.2m/s বেগে চলতে থাকে।

ক. নিউটনের তৃতীয় সূত্রটি বিবৃত কর।

খ. বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে থেমে যায় না কেন- ব্যাখ্যা কর।

গ. প্রথম গাড়িতে প্রযুক্ত বলের মান নির্ণয় কর।

ঘ. উদ্দীপকের ঘটনা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র। সমর্থন করে কি? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও।

মূল্যায়ন নির্দেশক

ক. নিউটনের ৩য় সূত্রটি সঠিকভাবে লিখতে পারা।

খ. গতি জড়তার আলােকে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারা।

গ. সঠিক সূত্র লিখে প্রযুক্ত বলের মান নির্ণয় করতে পারা।

ঘ. উদ্দীপকের আলােকে আদি ভরবেগ ও শেষ ভরবেগ নির্ণয়পূর্বক সঠিক মতামত প্রদান করতে পারা।