0

উদ্যম ও পরিশ্রম (Uddom O Porisrom) – মোহাম্মদ লুৎফর রহমান (Mohammad Lutfur Rahman) গল্পের (MCQ) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর। নবম ও দশম শ্রেণীর পাঠ্য বই।

১। ‘উদ্যম ও পরিশ্রম’ প্রবন্ধটি লেখকের কোন গ্রন্থ থেকে সংগৃহীত?

ক. উচ্চ জীবন

খ. মহৎ জীবন

গ. উন্নত জীবন

ঘ. মানব জীবন

২। ‘সময়ের যারা সদ্ব্যবহার করে তারা জিতবেই’-একথা দ্বারা কী বোঝানো হয়েছে?

ক. পরিশ্রমীরা বিজয়ী হবে

খ. আলস্য ত্যাগ করা উচিত

গ. কাজকে ঘৃণা করা অনুচিত

ঘ. সৎশ্রমের কোন বিকল্প নেই

নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও

[Ads]

পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি।

৩। ‘উদ্যম ও পরিশ্রম’ প্রবন্ধের যে চরিত্রের মাঝে উদ্দীপকের প্রতিফলন দেখা যায় তিনি হলেন-

i. আরভিং

ii. ড. জনশন

iii. প্লেটো

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. ii ও iii

গ. i ও iii

ঘ. i, ii ও iii

৪। উক্ত প্রতিফলনের কারণ কী?

ক. সততা ও পরিশ্রম

খ. উদ্যম ও পরিশ্রম

গ. উদ্যম ও সাহস

ঘ. পরিশ্রম ও নিষ্ঠা