0

নিরীহ বাঙালি (Niriho Bangali) – রােকেয়া সাখাওয়াত হােসেন (Rokeya Sakhawat Hossain) গল্পের (MCQ) বহুনির্বাচনি প্রশ্ন। নবম ও দশম শ্রেণীর পাঠ্য বই।

১। বেগম রােকেয়া সাখাওয়াত হােসেন কাকে মূর্তিমান কাব্য বলেছেন?

ক. নারীকে

খ. পুরুষকে

গ. বাঙালিকে

ঘ. ইংরেজদের

২। নিরীহ বাঙালি’ প্রবন্ধে লেখিকা ‘পাস বিক্রয়’ বলতে কী বুঝিয়েছেন?

ক. শিক্ষাকে

খ. ব্যক্তিকে

গ. ব্যক্তিত্বকে

ঘ. মূল্যবােধকে

উদ্দীপকটি পড়ে ৩ ও ৪-সংখ্যক প্রশ্নের উত্তর দাও

কর্মস্পৃহার অভাবে আজ আমরা হয়ে আছি সকলের চেয়ে দীন। যে বাঙালি সারা পৃথিবীর লােককে দিনের পর দিন নিমন্ত্রণ করে খাওয়াতে পারে, তারাই আজ হচ্ছে সকলের দ্বারে ভিখারি।

[Ads]

৩। উদ্দীপকে নিরীহ বাঙালি প্রবন্ধে বাঙালি চরিত্রের প্রতিফলিত দিকটি হলাে –

  1. ভােজনপ্রিয়তা
  2. অলসতা
  3. কর্মবিমুখতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

৪। এ চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে বাঙালি আজ কোন পরিচয়ে পরিচিত?

ক. মূর্তিমান

খ. পদ্মিনী

গ. পুরুষিকা

ঘ. নায়িকা

নিরীহ বাঙালি অধ্যায়ের সম্ভাব্য বহুনির্বাচনী

১. নবনীতে কোমলতা থাকার কারণে বাঙালিদের স্বভাবে কী বেশি?
ক) সাহসিকতা
খ) ভীরুতা
গ) স্নিগ্ধতা
ঘ) কঠোরতা
সঠিক উত্তর: (খ)

২. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে পাওয়া যায় –
i. দুর্বল
ii. অবলা
iii. নিরীহ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৩. বাঙালি বাণিজ্যকে সহজ ও স্বল্পায়াস সাধ্য করে নিয়েছে যে কারণে তা হলো –
i. ভালোবেসে
ii. পরিশ্রমে অনীহা
iii. নিজেদের সুবিধায়
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) ii ও iii
সঠিক উত্তর: (খ)

৪. আমাদের দেশের প্রধান ফলগুলো কেমন?
ক) রসালো
খ) তিতা
গ) পানসে
ঘ) টক
সঠিক উত্তর: (ক)

৫. ‘ভাঙ্গাকুলা’ বলতে লেখিকা কোনটি ব্যবহার করেছেন?
ক) জীর্ণ কাঁথা
খ) কালিডোর
গ) কুন্তলীন
ঘ) ভগ্ন শূর্প
সঠিক উত্তর: (ঘ)

৬. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে লেখিকা বাঙালি নারীর প্রতি যে মনোভাব ব্যক্ত করেছেন তা হলো –
ক) ইতিবাচক
খ) নেতিবাচক
গ) হাস্যরসাত্মক
ঘ) প্রশংসাবাচক
সঠিক উত্তর: (খ)

[Ads]

৭. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে বাঙালির পশ্চাৎপদতার স্বরূপ হিসেবে চিহ্নিত করা হয়েছে –
i. অলসপ্রিয়তা
ii. পরিশ্রমে অনীহা
iii. বাগাড়ম্বর আচরণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৮. মুসলমান মেয়েদেরকে শিক্ষা গ্রহণে উৎসাহিত করতে লেখিকা –
i. সাহিত্য রচনা করেছেন
ii. বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন
iii. উপবৃত্তি প্রদান করেছেন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৯. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে কারা সবই সহ্য করতে পারে?
ক) পুরুষরা
খ) নারীরা
গ) ধনীরা
ঘ) দরিদ্ররা
সঠিক উত্তর: (ক)

১০. ৯ ডিসেম্বরের সাথে রোকেয়া সাখাওয়াত হোসেনের সম্পর্ক –
i. জন্মে
ii. মৃত্যুতে
iii. বিবাহে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

১১. আবীর সাহেব একজন বড় ব্যবসায়ী। তিনি শ্বশুরের টাকায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এখানে ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধের যে দিকটি প্রতিফলিত –
i. শ্বশুরের সম্পত্তি ভোগের লালসা
ii. পাস বিক্রয়
iii. ভিক্ষা গ্রহণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

[Ads]

১২. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধ পড়ে শিক্ষার্থীরা ধারণা পাবে –
i. বাঙালি নারী-পুরুষের মনস্তাত্ত্বিক দিক সম্পর্কে
ii. সমাজে নারী-পুরুসের বৈষম্য সম্পর্কে
iii. নারীর মানসিক দাসত্ব সম্পর্কে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৩. ‘বাঙালির গুণের কথা লিখতে হেইলে অনন্ত মসী, কাগজ, অক্লান্ত লেখকের আবশ্যক’ – এখানে ‘গুণ’ বলতে কী বোঝানো হয়েছে?
ক) বৈচিত্র‌্য
খ) মর্যাদা
গ) বৈশিষ্ট্য
ঘ) দোষ
সঠিক উত্তর: (ঘ)

১৪. দেশের দুর্ভিক্ষ নিবারণের জন্য তুমি কী করবে?
ক) আমেরিকায় ভিক্ষা করব
খ) পরিশ্রম করব
গ) বিশৃঙ্খলার সৃষ্টি করব
ঘ) সেনাবাহিনীতে যোগ দেব
সঠিক উত্তর: (খ)

১৫. স্বাস্থ্যের উন্নতির দ্বারা সম্ভব হয় –
i. মুখম্রীর প্রফুল্লতা
ii. মনুষ্যত্ববোধ জাগ্রত করা
iii. সৌন্দর্য বর্ধন করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

১৬. সৌকমুার্য শব্দের অর্থ কী?
ক) সৌন্দর্য
খ) আনন্দ
গ) আকাশ
ঘ) বন
সঠিক উত্তর: (ক)

১৭. বাঙালির খাদ্যসামগ্রীর গুণ হলো – i. সরস ii. সুস্বাদু iii. মধুর নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

[Ads]

১৮. আমাদের খাদ্যদ্রব্যগুলো আসলে কী?
ক) পুঁইশাকের ডাঁটা, সজিনা
খ) ফ্রাইড রাইস, নুডুলস
গ) স্যুপ, চিকেন ফ্রাই
ঘ) রুটি, ডাল
সঠিক উত্তর: (ক)

১৯. নারীরা নিজেদের সর্বদা কী প্রমাণ করার জন্য চেষ্টা চালায়?
ক) স্নেহময়ী রূপ
খ) কঠোর রূপ
গ) অবলা
ঘ) বন্ধুত্বের রূপ
সঠিক উত্তর: (গ)

২০. বেগম রোকেয়ার সাহিত্য রচনার মূল সুর কী?
ক) সমাজসংস্কার
খ) নারী জাগরণ
গ) নারী জাতির মূল্যায়ন
ঘ) ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে সোচ্চার
সঠিক উত্তর: (খ)

২১. কোন ভাইয়ের তত্ত্বাবধানে রোকেয়া ইংরেজি শেখেন?
ক) বড় ভাই
খ) মেজ ভাই
গ) সেজ ভাই
ঘ) ছোট ভাই
সঠিক উত্তর: (ক)

২২. ‘নিরীহ বাঙালি’ কী জাতীয় রচনা?
ক) বিজ্ঞান বিষয়ক
খ) হাস্যরসাত্মক
গ) তথ্য প্রযুক্তি বিষয়ক
ঘ) নারীর উন্নতি বিষয়ক
সঠিক উত্তর: (খ)

২৩. দুর্ভিক্ষ নিবারণ অপেক্ষা ভিক্ষা চাওয়া সহজ কেন?
ক) না চাইতেই পাওয়া যায় বলে
খ) সহজেই পাওয়া যায় বলে
গ) চাইলেই পাওয়া যায় বলে
ঘ) বিনা পরিশ্রমে পাওয়া যায় বলে
সঠিক উত্তর: (ঘ)

২৪. বাঙালির গুণের কথা লিখতে আবশ্যক –
i. অনন্ত মসী
ii. কাগজ
iii. অক্লান্ত লেখক
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

২৫. লেখকার মতে বাঙালিদের ধনবৃদ্ধির উপায় কী?
ক) কৃষি
খ) মৃৎশিল্প
গ) তাঁতশিল্প
ঘ) বস্ত্রশিল্প
সঠিক উত্তর: (ক)

[Ads]

২৬. বাঙালির খাদ্যসামগ্রী হলো –
i. ত্রিগুণাত্মক
ii. সুস্বাদু
iii. মধুর
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) ii ও iii
সঠিক উত্তর: (ক)

২৭. ‘আজি কালি কোন জিনিষটার নকল না হয়?’ লেখিকা এই উক্তিটি করেছেন কেন?
ক) ভেজালের চাহিদা বেশি বলে
খ) ভেজাল সহজলভ্য বলে
গ) ভেজালের অল্পতা বোঝাতে
ঘ) ভেজাল দ্রব্য সস্তা বলে
সঠিক উত্তর: (খ)

২৮. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে আরব্য উপন্যাসের কোন চরিত্রের উল্লেখ রয়েছে?
ক) আলিবাবা
খ) আলাদিন
গ) সিন্ধবাদ
ঘ) হারুন-অর-রশিদ
সঠিক উত্তর: (গ)

২৯. সমকালীন মুসলমান সমাজের কীসের বিরুদ্ধে তিনি লেখনী ধারণ করেন?
ক) কুসংস্কার
খ) দারিদ্র‌্য
গ) শিক্ষা
ঘ) অর্থনীতি
সঠিক উত্তর: (ক)

৩০. ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে লেখিকা ‘পাস বিক্রয়’ বলতে কী বুঝিয়েছেন?
ক) শিক্ষাকে
খ) ব্যক্তিকে
গ) ব্যক্তিত্বকে
ঘ) মূল্যবোধকে
সঠিক উত্তর: (ক)