0

Dhaka University B Unit Bangla MCQ Question Solution 2021

Dhaka University (DU) B Unit Question Solution

১. ‘ব্যর্থ” শব্দের সন্ধি-বিচেছদ হলাে –

ক. বি + অর্থ

খ. ব্য + অর্থ

গ. ব্য + র্থ

ঘ. বি + র্থ

২. A cat in gloves catches no mice’-এর সমার্থক বাংলা প্রবাদ –

ক. বেড়ালের গলায় দণ্টা বাধা সহজ নয়

খ. বিনা মেঘে বজ্রপাত

. সােজা আঙ্গুলে ঘি ওঠে না

গ. অতি দর্পে হত লঙ্কা

৩. “এখন থেকে কারও শান্তিতে আর কোনাে রকম বিঘ্ন ঘটবে না।” সিরাজউদ্দৌলা নাটকে যিনি এই আশাবাদ ব্যক্ত করেছেন-

ক. মিরজাফর

খ. ক্লাইভ

গ. মিরন

ঘ. উমিচাদ

৪ .“ফেব্রুয়ারি ১৯৬৯” কবিতায় রক্তের বুন্ধু’ বলতে বােঝানাে হয়েছে –

ক. রক্তের তেজ

খ. শহিদের স্মৃতি

. অবিনাশী বর্ণমালা

ঘ. কৃষ্ণচূড়া ফুল

৫. ‘জাদু’ শব্দটি যে ভাষার –

ক. আরবি

খ. ফারসি

গ. উর্দু

ঘ. বাংলা

৬.. বৃক্ষ যে কেবল বৃদ্ধির ইশারা তা নয়, এটি –

ক. পরিপকৃতারও ইঙ্গিত

খ. সহিষ্ণুতারও ইঙ্গিত

গ. প্রজ্ঞারও ইঙ্গিত

ঘ. প্রশান্তিরও ইঙ্গিত

৭. .“আহবান” গল্পে বৃদ্ধার কবর প্রসঙ্গে উল্লেখিত শরতের কটুতিক্ত গন্ধ ওঠা বনঝোপ” পদবন্ধটি সঞ্চার করে –

ক. নিগৃঢ় বেদনা

খ. স্মৃতিকাতরতা

গ. বিহবলতা

ঘ.অনুশােচনা

৮. “মিলিটরি যাদের পছন্দ করছে তাদের ঠেলে দিচ্ছে পেছনে দাঁড়ানাে একটি লরির দিকে।’ উক্তিটির অন্তর্নিহিত অর্থে প্রকাশিত হয়েছে –

ক. শ্লেষ

খ. কৌতুক

গ. ক্ষোভ

ঘ. অনিশ্চয়তা

০৯. লালসালু উপন্যাসে মজিদ চরিত্র সম্পর্কে প্রাসঙ্গিক নয় –

ক. শেকড়হীন বৃক্ষপ্রতিম অবস্থান

খ. সংসার ঔদাসীন্য

গ. অন্তহীন নৈসঙ্গ্য

ঘ. মানুষিক অন্তর্দ্বন্দ্ব

১০. সিরাজউদ্দৌলা নাটকে ‘স্ট্যান্ডিং লাইক পিলার্স’ বলতে বােঝানাে হয়েছে – A

ক. ইংরেজ সৈন্যদের

খ. নবাবের সৈন্যদের

গ. রাজকর্মচারীদের

ঘ. নিরাপত্তা প্রহরীদের

১১. লালসালু উপন্যাসে সম্পত্তি নিয়ে স্বার্থবুদ্ধি প্রকাশক একটি উদ্ধৃতি হলো –

ক. ঠ্যাঙ বেটিরে, ঠ্যাঙা

খ. যতসব শয়তানি, বেদাতিকাজ-কারবার।

গ. কলমা জানস না ব্যাটা

ঘ. নাফরমানি করিও না

১২. ‘চক্ষুর দ্বারা গৃহীত’-এর এক কথায় প্রকাশিত রূপ –

ক. চক্ষুম্মান

খ. দশীয়

গ. গোচর

ঘ. অনিমেষ

১৩.. যে সম্পর্কটি বিসদৃশ –

ক. ঠাট্টা : শ্লেষ

. হর্ষ : পরিতােষ

গ. অভিলাষ : বাঞ্চা

ঘ. নিবন্ধ : নিবিড়

১৪. ‘মানুষ স্বার্থের জন্য অন্ধ হয়ে যায়। যে রচনার উদ্ধৃতি –

ক. রেইনকোট

খ. নেকলেস

গ. বায়ান্নর দিনগুলাে

ঘ. অপরিচিত

১৫. .আভিধানিক ক্রম অনুসারে সজ্জিত শব্দগুছে –

ক. নদী, সাগর, বন

খ. ফুল, ফল, পাখি

গ.আলাে, মাটি, বায়ু

ঘ. চাঁদ, তারা, সূর্য