Dhaka University B Unit Bangla MCQ Question Solution 2021
১. ‘ব্যর্থ” শব্দের সন্ধি-বিচেছদ হলাে –
ক. বি + অর্থ
খ. ব্য + অর্থ
গ. ব্য + র্থ
ঘ. বি + র্থ
২. A cat in gloves catches no mice’-এর সমার্থক বাংলা প্রবাদ –
ক. বেড়ালের গলায় দণ্টা বাধা সহজ নয়
খ. বিনা মেঘে বজ্রপাত
গ. সােজা আঙ্গুলে ঘি ওঠে না
গ. অতি দর্পে হত লঙ্কা
৩. “এখন থেকে কারও শান্তিতে আর কোনাে রকম বিঘ্ন ঘটবে না।” সিরাজউদ্দৌলা নাটকে যিনি এই আশাবাদ ব্যক্ত করেছেন-
ক. মিরজাফর
খ. ক্লাইভ
গ. মিরন
ঘ. উমিচাদ
৪ .“ফেব্রুয়ারি ১৯৬৯” কবিতায় রক্তের বুন্ধু’ বলতে বােঝানাে হয়েছে –
ক. রক্তের তেজ
খ. শহিদের স্মৃতি
গ. অবিনাশী বর্ণমালা
ঘ. কৃষ্ণচূড়া ফুল
৫. ‘জাদু’ শব্দটি যে ভাষার –
ক. আরবি
খ. ফারসি
গ. উর্দু
ঘ. বাংলা
৬.. বৃক্ষ যে কেবল বৃদ্ধির ইশারা তা নয়, এটি –
ক. পরিপকৃতারও ইঙ্গিত
খ. সহিষ্ণুতারও ইঙ্গিত
গ. প্রজ্ঞারও ইঙ্গিত
ঘ. প্রশান্তিরও ইঙ্গিত
৭. .“আহবান” গল্পে বৃদ্ধার কবর প্রসঙ্গে উল্লেখিত শরতের কটুতিক্ত গন্ধ ওঠা বনঝোপ” পদবন্ধটি সঞ্চার করে –
ক. নিগৃঢ় বেদনা
খ. স্মৃতিকাতরতা
গ. বিহবলতা
ঘ.অনুশােচনা
৮. “মিলিটরি যাদের পছন্দ করছে তাদের ঠেলে দিচ্ছে পেছনে দাঁড়ানাে একটি লরির দিকে।’ উক্তিটির অন্তর্নিহিত অর্থে প্রকাশিত হয়েছে –
ক. শ্লেষ
খ. কৌতুক
গ. ক্ষোভ
ঘ. অনিশ্চয়তা
০৯. লালসালু উপন্যাসে মজিদ চরিত্র সম্পর্কে প্রাসঙ্গিক নয় –
ক. শেকড়হীন বৃক্ষপ্রতিম অবস্থান
খ. সংসার ঔদাসীন্য
গ. অন্তহীন নৈসঙ্গ্য
ঘ. মানুষিক অন্তর্দ্বন্দ্ব
১০. সিরাজউদ্দৌলা নাটকে ‘স্ট্যান্ডিং লাইক পিলার্স’ বলতে বােঝানাে হয়েছে – A
ক. ইংরেজ সৈন্যদের
খ. নবাবের সৈন্যদের
গ. রাজকর্মচারীদের
ঘ. নিরাপত্তা প্রহরীদের
১১. লালসালু উপন্যাসে সম্পত্তি নিয়ে স্বার্থবুদ্ধি প্রকাশক একটি উদ্ধৃতি হলো –
ক. ঠ্যাঙ বেটিরে, ঠ্যাঙা
খ. যতসব শয়তানি, বেদাতিকাজ-কারবার।
গ. কলমা জানস না ব্যাটা
ঘ. নাফরমানি করিও না
১২. ‘চক্ষুর দ্বারা গৃহীত’-এর এক কথায় প্রকাশিত রূপ –
ক. চক্ষুম্মান
খ. দশীয়
গ. গোচর
ঘ. অনিমেষ
১৩.. যে সম্পর্কটি বিসদৃশ –
ক. ঠাট্টা : শ্লেষ
খ. হর্ষ : পরিতােষ
গ. অভিলাষ : বাঞ্চা
ঘ. নিবন্ধ : নিবিড়
১৪. ‘মানুষ স্বার্থের জন্য অন্ধ হয়ে যায়। যে রচনার উদ্ধৃতি –
ক. রেইনকোট
খ. নেকলেস
গ. বায়ান্নর দিনগুলাে
ঘ. অপরিচিত
১৫. .আভিধানিক ক্রম অনুসারে সজ্জিত শব্দগুছে –
ক. নদী, সাগর, বন
খ. ফুল, ফল, পাখি
গ.আলাে, মাটি, বায়ু
ঘ. চাঁদ, তারা, সূর্য