২৬শে মার্চ বঙ্গবন্ধুকে গ্রেফতার করে কোথায় নেওয়া হয়?

ক্ষমতা হস্তান্তর প্রশ্নে ১৯৭১ সালের ১৬ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে প্রেসিডেন্ট ইয়াহিয়ার বৈঠক শুরু হয়। আলোচনার জন্য ভুট্টোও ঢাকায় আসেন। ২২শে মার্চ বঙ্গবন্ধু-ইয়াহিয়া-ভুট্টোর আলোচনা হয়। কিন্তু সব আলোচনাই শেষ পর্যন্ত ব্যর্থ হয়। ২৫শে মার্চ সন্ধ্যায় ইয়াহিয়া ঢাকা ত্যাগ করেন। এ রাতেই নিরস্ত্র বাঙালির ওপর পাকিস্তান সেনাবাহিনী হামলা করে। ২৬শে মার্চ প্রথম প্রহরে (রাত ১২টা ২০ মিনিটে) বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন বঙ্গবন্ধু। পাকিস্তান সেনাবাহিনী রাত ১টা ৩০ মিনিটে বঙ্গবন্ধুকে ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বাসভবন থেকে গ্রেফতার করে। বঙ্গবন্ধুকে গ্রেফতার করে কোথায় নেওয়া হয়?

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কিুইজ প্রকিযোগিতার আয়োজন করা রয়েছে। এই কুইজ ১০০ দিন ধরে চলবে। প্রিয় ডট কম এই কুইজ প্রতিযোগিতাটি পরিচালনা করছে। প্রতিদিন ১০০জন করে বিজয়ী হবেন এবং অনেক পুরুস্কার রয়েছে।

বঙ্গবন্ধু কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহন করা খুবই সহজ। আপনিও চাইলে কুইজের উত্তর দিয়ে জিতে নিতে পারেন ল্যাপটপ, মোবাইল ফোন সহ ১০০ জিবি মোবাইল ডাটা। প্রিয় কুইজে অংশ নিতে এবং প্রশ্নের উত্তর দিতে মাত্র ৩০ সেকেন্ড সময় লাগবে। তাই আর দেরি না করে আজকের প্রশ্নের উত্তর দিয়ে দিন।

২৮-০১-২০২১, আজকের প্রশ্ন হলো:

বঙ্গবন্ধুকে গ্রেফতার করে কোথায় নেওয়া হয়?

ক্ষমতা হস্তান্তর প্রশ্নে ১৯৭১ সালের ১৬ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে প্রেসিডেন্ট ইয়াহিয়ার বৈঠক শুরু হয়। আলোচনার জন্য ভুট্টোও ঢাকায় আসেন। ২২শে মার্চ বঙ্গবন্ধু-ইয়াহিয়া-ভুট্টোর আলোচনা হয়। কিন্তু সব আলোচনাই শেষ পর্যন্ত ব্যর্থ হয়। ২৫শে মার্চ সন্ধ্যায় ইয়াহিয়া ঢাকা ত্যাগ করেন। এ রাতেই নিরস্ত্র বাঙালির ওপর পাকিস্তান সেনাবাহিনী হামলা করে। ২৬শে মার্চ প্রথম প্রহরে (রাত ১২টা ২০ মিনিটে) বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন বঙ্গবন্ধু। পাকিস্তান সেনাবাহিনী রাত ১টা ৩০ মিনিটে বঙ্গবন্ধুকে ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বাসভবন থেকে গ্রেফতার করে। বঙ্গবন্ধুকে গ্রেফতার করে কোথায় নেওয়া হয়?

  1. চট্টগ্রাম সেনানিবাস
  2. ঢাকা সেনানিবাস
  3. সাভার সেনানিবাস
  4. কুমিল্লা সেনানিবাস

উত্তরঃ ২৬শে মার্চ রাত ১টা ৩০ মিনিটে বঙ্গবন্ধুকে ধানমন্ডির ৩২ নম্বর বাসভবন থেকে গ্রেফতার করে ঢাকা সেনানিবাসে নেওয়া হয়েছিল।

কীভাবে প্রিয় / বঙ্গবন্ধু কুইজে অংশ নিবেন?

বঙ্গবন্ধু কুইজে অংশগ্রহণ করতে হলে আপনার প্রিয়.কমে একটি একাউন্ট লাগবে।

এই ক্ষেত্রে এই লিঙ্কে গিয়ে একটি একাইন্ট তৈরি করুন।

তারপর, আপনার ছবি, নাম, জন্ম তারিখ, ঠিকানা, ইত্যাদি সঠিক তথ্য দিয়ে প্রোফাইল আপডেট করুন।

তারপরে বর্তমান কুইজের প্রশ্ন দেখতে পাবেন। সেই প্রশ্নের উত্তর দিয়ে শেয়ার করুন।

সকল সঠিক উত্তরদ্বাতা দের মধ্যে থেকে লটারি করে বিজয়ীদের নির্বাচন করা হবে।

বঙ্গবন্ধু কুইজের ফলাফল কিভাবে জানবেন?

কুইজের রেজাল্ট বা বিজয়ীদের তালিকা একদিন পরে প্রিয়-ডট-কমে প্রকাশ করা হবে।

প্রথম ৫ জন বিজয়ী পাবেন একটি করে মোবাইল ফোন।

৯৫ জন বিজয়ী পাবেন মোবাইল ডাটা।

প্রিয় কুইজের ফলাফল দেখুন এখানে।

Where was Bangabandhu arrested from his residence No. 32 in Dhanmondi on March 26 at 1.30 pm?

A quiz competition has been organized on the occasion of the birth centenary of Bangabandhu Sheikh Mujibur Rahman. This quiz will last for 100 days. Priyo.com is conducting this quiz competition. There will be 100 winners every day and there are many prizes.

It is very easy to participate in Bangabandhu Quiz competition. If you want, you can also win 100 GB mobile data including laptop, mobile phone by answering the quiz. It only takes 30 seconds to take part in the favorite quiz and answer the question. So answer today’s question without delay.

28 January 2021, Today’s question is:

Where was Bangabandhu arrested and given?

President Yahya’s meeting with Bangabandhu Sheikh Mujibur Rahman began on 17 March 1971 on the issue of transfer of power. Bhutto also came to Dhaka for talks. On March 22, Bangabandhu-Yahya-Bhutto talks were held. But all talks failed in the end. Yahya left Dhaka on the evening of 25 March. On the same night, the Pakistan army attacked the unarmed Bengalis. In the early hours of March 26, at 12:20 pm, Bangabandhu declared the independence of Bangladesh. The Pakistan Army arrested Bangabandhu at 1.30 pm from his residence on Road No. 32 in Dhanmondi. Where was Bangabandhu arrested and taken?

  1. Chittagong Cantonment
  2. Dhaka Cantonment
  3. Savar Cantonment
  4. Comilla Cantonment

 

Answer: Bangabandhu was arrested from Dhanmondi House No. 32 at 1.30 pm on March 26 and taken to Dhaka Cantonment.

How to take part in the Priyo Quiz?

To participate in Bangabandhu Quiz, you will need an account at Priyo.com.

In this case go to this link and create an account.

Then, update the profile with the correct information like your picture, name, date of birth, address, etc.

Then you will see the current quiz questions. Share with the answer to that question.

Winners will be selected by lottery from among all the correct respondents.

Priyo / Bangabandhu Sheikh Mujibur Rahman Quiz Results?

The results of the quiz or the list of winners will be published a day later on Priyo.com.

5 winners will get one mobile phone each.

100 winners will get mobile data.

See the results of the favorite quiz here.

Leave a Comment