একটি প্রশ্ন: টাকায় পাওয়া যায় না এমন কিছু কি আছে? এই বিষয়ে কোরা (Quora) থেকে কয়েকজন ব্যবহারকারীর উত্তর নিচে দেওয়া হলো। আপনি চাইলে আপনার মতামতটিও জানাতে পারেন।
সাবাহ আজমান নাহিয়ান এর মতে টাকা দিয়ে যা যা পাওয়া যায়না:
আল্লাহর সন্তুষ্টি
রক্তের বাবা-মা
ভালোবাসা
স্বস্তির বিশ্বাস
শান্তি
জীবন
সময়
মেধা-প্রজ্ঞা-যোগ্যতা
টাকা দিয়ে যা-ই পান, এই অষ্টরত্ন হারালে জীবনটাই ম্লান।
Rabbatul Bait এর মতে টাকা দিয়ে যা যা পাওয়া যায়না:
অনেক কিছু আছে জা আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না।যেমন:- আল্লাহ প্রাপ্ত হেদায়াত, সুখ, একজন দ্বিনদার স্বামী/স্ত্রী, সন্তান, হায়াত…
জয়রাম এর মতে টাকা দিয়ে যা যা পাওয়া যায়না:
করোনা ভাইরাসের ভ্যাকসিন, আপনি টাকা দিলেও পাবেন না। আপনার নাম্বার এলে তবেই পাবেন।
সূর্যের আলো, রাতের বেলায় অথবা মেঘলা দিনে সূর্যের আলো চেয়ে দেখুন তো। টাকা দিয়েও পাবেন না। আপনাকে সকাল পর্যন্ত অথবা আকাশ পরিষ্কার হওয়ার অপেক্ষা করতেই হবে।
সময়, একবার চলে গেলে আর ফিরে পাওয়া যায় না। টাকা দিলেও পাবেন না।
পূর্ণিমার চাঁদ, নির্দিষ্ট দিনেই আপনি পূর্ণিমার চাঁদ উপভোগ করতে পারবেন। সারা জীবনের অর্থ ব্যয় করলেও পূর্ণিমার চাঁদ টাকার বিনিময় পাবেন না।
ভালো মনের মানুষ, আপনি টাকার বিনিময় ভালো দেখতে মানুষ পেয়ে যাবেন। কিন্তু ভালো মনের মানুষ পাবেন না।
ভোরবেলায় ঘাসের উপর শিশির বিন্দু, এটি একটি অনন্যসাধারণ অভিজ্ঞতা। সম্ভব হলে একদিন ভোরে ঘাসের উপরে শিশিরবিন্দুর অনুভূতি নিয়ে দেখুন। টাকা এর কাছে তুচ্ছ।
মায়ের হাতের রান্নার স্বাদ, আপনি বড় রেস্টুরেন্টে টাকার বিনিময় সুস্বাদু খাবার পেয়ে যাবেন, কিন্তু মায়ের হাতের স্বাদ পাবেন কি?
প্রেমের অনুভূতি, এটাতো ঈশ্বরের সৃষ্টি। কি করে আপনি টাকা দিয়ে কিনবেন!!!
মরুভূমিতে জল, অসম্ভব
সাদমান সাকীব এর মতে টাকা দিয়ে যা যা পাওয়া যায়না:
শান্তি ;
বিশ্বস্ত এবং শুভাকাঙ্ক্ষী বন্ধু অথবা চরিত্রশীল সজীবনসঙ্গী ;
জীবনসঙ্গীর ভালবাসা ;
আন্তরিকতা ;
বিশ্বস্ত সহকারী(কর্মী) ;
Mubasshir Ahmed এর মতে টাকা দিয়ে যা যা পাওয়া যায়না:
মা বাবার ভালোবাসা টাকাতে পাবেন না । মনে করেন আপনার যখন জন্ম হয়েছিলো আপনার বাবা মা আপনাকে যেভাব বড় করেছেন এর বিনিময়ে আপনি কি তখন তাদের পে করা লাগছে ? না লাগে নাই । এই একটা জিনিষ ছাড়া সবই টাকা দিয়ে কিনতে পারবেন।
Ismail Hossain এর মতে টাকা দিয়ে যা যা পাওয়া যায়না:
আমাকে সুযোগ করে দেবার জন্য ধন্যবান। টাকায় পাওয়া যায় না এমন কিছু অবশ্যই আছে। থাকবে না কেন ? যা মহা মূল্যবান ,সেগুলাই তো পাবেন না। সংক্ষিপ্ত করে বলছি, দেখুনতো আমি ভুল কিনা –
টাকা দিয়ে জীবন (প্রাণ) কিনতে পারবেন না। এই মহামারীই যার জ্বলন্ত প্রমান।
চরিত্র , মেধা , জ্ঞান এর মতো অদৃশ্যমান বিষয়গুলো কিনতে পারবেন না।
মা , স্ত্রী , সন্তানাদি ,বন্ধুবান্ধবদের ভালোবাসা কিনতে পারবেন না।
দায়িত্ব , কর্ত্তব্য , মানবিক গুণাবলী কিনতে পারবেন না।
জীবন মরণের সময় রক্ত বা পানির মূল্য টাকায় বা অন্য উপায়ে পরিশোধ করতে পারবেন না।
মায়ের এক ফোঁটা দুধের ঋণ অর্থ দিয়ে পরিশোধ করতে পারবেন না। নিজের চামড়া দিয়ে জুতা বানালেও না।
আপনার পরিবারের প্রতি পিতার শরীরের ঘামের মূল্য টাকায় বা অন্য উপায়ে দিতে পারবেন না।
মূল কথা হলো, টাকা দিয়ে আপনি অনেককিছু করতে পারলেও, মহা মূল্যবান বিষয় যা হারালে যা না থাকলে অস্তিত্বই থাকে না এমন কিছু টাকা দিয়ে পাবেন না। ধন্যবাদ।
অনেক কিছু আছে জা আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না।যেমন:- আল্লাহ প্রাপ্ত হেদায়াত, সুখ, একজন দ্বিনদার স্বামী/স্ত্রী, সন্তান, হায়াত…
জয়রাম এর মতে টাকা দিয়ে যা যা পাওয়া যায়না:
করোনা ভাইরাসের ভ্যাকসিন, আপনি টাকা দিলেও পাবেন না। আপনার নাম্বার এলে তবেই পাবেন।
সূর্যের আলো, রাতের বেলায় অথবা মেঘলা দিনে সূর্যের আলো চেয়ে দেখুন তো। টাকা দিয়েও পাবেন না। আপনাকে সকাল পর্যন্ত অথবা আকাশ পরিষ্কার হওয়ার অপেক্ষা করতেই হবে।
সময়, একবার চলে গেলে আর ফিরে পাওয়া যায় না। টাকা দিলেও পাবেন না।
পূর্ণিমার চাঁদ, নির্দিষ্ট দিনেই আপনি পূর্ণিমার চাঁদ উপভোগ করতে পারবেন। সারা জীবনের অর্থ ব্যয় করলেও পূর্ণিমার চাঁদ টাকার বিনিময় পাবেন না।
ভালো মনের মানুষ, আপনি টাকার বিনিময় ভালো দেখতে মানুষ পেয়ে যাবেন। কিন্তু ভালো মনের মানুষ পাবেন না।
ভোরবেলায় ঘাসের উপর শিশির বিন্দু, এটি একটি অনন্যসাধারণ অভিজ্ঞতা। সম্ভব হলে একদিন ভোরে ঘাসের উপরে শিশিরবিন্দুর অনুভূতি নিয়ে দেখুন। টাকা এর কাছে তুচ্ছ।
মায়ের হাতের রান্নার স্বাদ, আপনি বড় রেস্টুরেন্টে টাকার বিনিময় সুস্বাদু খাবার পেয়ে যাবেন, কিন্তু মায়ের হাতের স্বাদ পাবেন কি?
প্রেমের অনুভূতি, এটাতো ঈশ্বরের সৃষ্টি। কি করে আপনি টাকা দিয়ে কিনবেন!!!
মরুভূমিতে জল, অসম্ভব
সাদমান সাকীব এর মতে টাকা দিয়ে যা যা পাওয়া যায়না:
শান্তি ;
বিশ্বস্ত এবং শুভাকাঙ্ক্ষী বন্ধু অথবা চরিত্রশীল সজীবনসঙ্গী ;
জীবনসঙ্গীর ভালবাসা ;
আন্তরিকতা ;
বিশ্বস্ত সহকারী(কর্মী) ;
Mubasshir Ahmed এর মতে টাকা দিয়ে যা যা পাওয়া যায়না:
মা বাবার ভালোবাসা টাকাতে পাবেন না । মনে করেন আপনার যখন জন্ম হয়েছিলো আপনার বাবা মা আপনাকে যেভাব বড় করেছেন এর বিনিময়ে আপনি কি তখন তাদের পে করা লাগছে ? না লাগে নাই । এই একটা জিনিষ ছাড়া সবই টাকা দিয়ে কিনতে পারবেন।
Ismail Hossain এর মতে টাকা দিয়ে যা যা পাওয়া যায়না:
আমাকে সুযোগ করে দেবার জন্য ধন্যবান। টাকায় পাওয়া যায় না এমন কিছু অবশ্যই আছে। থাকবে না কেন ? যা মহা মূল্যবান ,সেগুলাই তো পাবেন না। সংক্ষিপ্ত করে বলছি, দেখুনতো আমি ভুল কিনা –
টাকা দিয়ে জীবন (প্রাণ) কিনতে পারবেন না। এই মহামারীই যার জ্বলন্ত প্রমান।
চরিত্র , মেধা , জ্ঞান এর মতো অদৃশ্যমান বিষয়গুলো কিনতে পারবেন না।
মা , স্ত্রী , সন্তানাদি ,বন্ধুবান্ধবদের ভালোবাসা কিনতে পারবেন না।
দায়িত্ব , কর্ত্তব্য , মানবিক গুণাবলী কিনতে পারবেন না।
জীবন মরণের সময় রক্ত বা পানির মূল্য টাকায় বা অন্য উপায়ে পরিশোধ করতে পারবেন না।
মায়ের এক ফোঁটা দুধের ঋণ অর্থ দিয়ে পরিশোধ করতে পারবেন না। নিজের চামড়া দিয়ে জুতা বানালেও না।
আপনার পরিবারের প্রতি পিতার শরীরের ঘামের মূল্য টাকায় বা অন্য উপায়ে দিতে পারবেন না।
মূল কথা হলো, টাকা দিয়ে আপনি অনেককিছু করতে পারলেও, মহা মূল্যবান বিষয় যা হারালে যা না থাকলে অস্তিত্বই থাকে না এমন কিছু টাকা দিয়ে পাবেন না। ধন্যবাদ।