HSC Vocational Physics Assignment Answer

HSC Vocational Physics Assignment Answer, HSC Voc Assignment Answer For Physics / Podartho Biggan, xi, xii class final exam assignment, Class 11, 12 assignment, Assignment 2nd upload solution, HSC Vocational Solution 2021.

HSC Voc Physics Assignment Solution


কোভিড -১৯ পরিস্থিতিতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ডের অধীন এইচএসসি (ভােকেশনাল)শিক্ষাক্রমের একাদশ শ্রেণির বাের্ড ফাইনাল পরীক্ষা-২০২০ এর ফলাফল এ্যাসাইনমেন্টের।

মাধ্যমে প্রক্রিয়াকরণের জন্য নির্ধারিত কাজ ও মূল্যায়ন নির্দেশনা :

শিক্ষাক্রম : এইচএসসি (ভােকেশনাল)

বিষয়/স্পেশালাইজেশন/ট্রেডের নাম : পদার্থ বিজ্ঞান-১ (৮১৪১২)

তত্ত্বীয় চুড়ান্ত মূল্যায়নের পূর্ণ নম্বর : 45+45= 90

ব্যবহারিক চূড়ান্ত মূল্যায়ন এর পূর্ণ নাম্বার : 13

এইচএসসি ভোকেশনাল পদার্থবিজ্ঞান 1 অ্যাসাইনমেন্ট অধ্যায় সমূহঃ

পূর্বনির্ধারিত ঘোষণা মোতাবেক পদার্থ বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্ট 27-01-21 তারিখে প্রদান করা হয়েছে।

এইচএসসি ভোকেশনাল পদার্থবিজ্ঞান 1 এর জন্য সাধারণ তত্ত্বীয় মূল্যায়ন এর জন্য রয়েছে 45 +45=90 এবং ব্যবহারিক মূল্যায়নের জন্য রয়েছে 13 নম্বর। পদার্থবিজ্ঞান একের অ্যাসাইনমেন্ট এর জন্য ব্যবহারিক সহ মোট সাতটি অধ্যায় নির্ধারণ করা হয়েছে. তত্ত্বীয় প্রশ্নের জন্য মোট কয়টি এবং ব্যবহারিক প্রশ্নের জন্য একটি অধ্যায় নির্ধারণ করা হয়েছে. এইচএসসি ভোকেশনাল পদার্থবিজ্ঞান 1 অ্যাসাইনমেন্ট এর জন্য নির্ধারিত অধ্যায়গুলো প্রদান করা হলো।

এইচএসসি ভোকেশনাল পদার্থবিজ্ঞান 1 এর অ্যাসাইনমেন্ট

এইচএসসি ভোকেশনাল পদার্থবিজ্ঞান 1 এর এসাইনমেন্ট এর জন্য ব্যবহারিক সহ মোট সাতটি প্রশ্নের উত্তর প্রদান করতে হবে। তত্ত্বীয় প্রশ্নের ক্ষেত্রে প্রতিটি প্রশ্নের মাঝে তিনটি করে ছোট প্রশ্ন রয়েছে. এভাবে এই এসাইনমেন্ট এ মোট 18 টি তত্ত্বীয় প্রশ্নের উত্তর প্রদান করতে হবে। এবং একটি ব্যবহারে প্রশ্নের উত্তর প্রদান করতে হবে।

এইচএসসি ভোকেশনাল পদার্থবিজ্ঞান 1 অ্যাসাইনমেন্ট এর মূল্যায়ন নির্দেশনা:

পদার্থবিজ্ঞান এইচএসসি ভোকেশনাল এসাইনমেন্ট এর প্রতিটি প্রশ্নের উত্তর প্রদান করার জন্য নির্দেশনা রয়েছে। শিক্ষকরা কিভাবে কিসের ভিত্তিতে প্রশ্নের উত্তর মূল্যায়ন করবেন তা প্রশ্নের সাথে উল্লেখ করে দেওয়া রয়েছে। প্রশ্নের উত্তর প্রদান করার পূর্বে এ নির্দেশনা টি ভালোভাবে পড়ে নিতে হবে। নির্দেশনাগুলো ভালোভাবে পড়ে নিয়ে প্রশ্নের উত্তর প্রদান করলে ফলাফল ভাল পাওয়ার সম্ভাবনা রয়েছে. সুতরাং নির্দেশনা অনুসরণ করে এইচএসসি ভোকেশনাল পদার্থবিজ্ঞান এক অ্যাসাইনমেন্টের সমাধান বা আনসার প্রদান করতে হবে.

অধ্যায় ও বিষয়বস্তুর শিরােনাম

অধ্যায়-১: ভৌত ভােকেশনাল জগৎ ও পরিমাপ

অধ্যায়-২: ভেক্টর

অধ্যায়-৩: গতিবিদ্যা

 

এ্যাসাইনমেন্ট/নির্ধারিত কাজ

১. রুলার স্কেল ও স্লাইড ক্যালিপার্সের মধ্যে কোনটি সুক্ষ্ম পরিমাপের জন্য আদর্শ ব্যাখ্যা কর।

নির্দেশনা:

ক) কোনটি দিয়ে শুক্ষ্ম পরিমাপ করা যাবে এবং কেন?

খ) উভয়ের চিত্র অংকন করে এদের তুলনা করবে।

গ) এদের কাজের ধারা ব্যাখ্যা করবে।

২. A (5, 2,-3) এবং B (15, a, -9) ত্রিমাত্রিক স্থানাংক ব্যবস্থায় দুটি বিন্দু। a এর মান কত হলে। A ও B পরস্পর সমান্তরাল হবে?

নির্দেশনা:

ক) A ও B এর অবস্থান ভেক্টর বের করবে।

খ) A ও B এর ভেক্টর গুনন বের করবে।

গ) গানিতিক পদ্ধতি অনুসরণ করে বিষয়টি সমাধান করবে।

৩. একটি রাইফেল থেকে গুলি ছােড়া হলাে । গুলিটি ১০ সেমিঃ পুরু একটি কাঠের ভেতরে ০.০৫ মিটার। যাওয়ার পর এর বেগ অর্ধেক হয়ে গেল। এটি আর কতদুর যাবে? গুলিটির বেগ ক্রমান্বয়ে কমে গিয়ে থেমে | গেল কেন?

নির্দেশনা:

ক) দুরত্ব গুলােকে এম.কে.এস পদ্ধতিতে সমন্বিত করবে।

খ) গতির সুত্র অনুসরন করে কাঙ্খিত দুরত্ব বের করবে।

গ) নিউটনের সুত্রের আলােকে বিষয়টি ব্যাখ্যা করবে।

মূল্যায়ন নির্দেশক :

১. নির্দেশনা অনুসরন

২. বিষয়বস্তুর সঠিকতা

৩. সঠিক সিদ্ধান্ত

4. নিজস্বতা/স্বকীয়তা/ সৃজনশীলতা

অধ্যায় ও বিষয়বস্তুর শিরােনাম

অধ্যায়-৬ : মহাকর্ষ ও অভিকর্ষ

অধ্যায়-৮ : পর্যাবৃত্ত গতি

অধ্যায়-৫: কাজ, শক্তি ও ক্ষমতা

এ্যাসাইনমেন্ট/নির্ধারিত কাজ

১। মুক্তিবেগ বলতে কী বােঝায়? গাণিতিক ভাবে দেখাও যে, যেকোন ভরের বস্তু নিক্ষেপের ক্ষেত্রে। মুক্তিবেগ একই থাকে।

নির্দেশনা:

ক) মুক্তিবেগের সংজ্ঞা লিখবে।

খ) মুক্তিবেগের রাশিমালা প্রতিপাদন করবে।

গ) রাশিমালা হতে দেখাতে হবে যে মুক্তিবেগ বস্তুর ভরের উপর নির্ভর করে না।

২। সরল দোলক অংকন করে এর বিভিন্ন অংশ চিহ্নিত কর এবং সরল দোলকের সাহায্যে কীভাবে ভূ-পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান নির্ণয় করা যায় তা ব্যাখ্যা কর। |

নির্দেশনা:

ক) সরল দোলক অংকন করবে।।

খ) সরল দোলক এর বিভিন্ন অংশ চিহ্নিত করবে।

গ) কার্যকরি দৈর্ঘ্য এবং দোলনকাল নির্ণয় করে ঐ স্থানের অভিকর্ষজ ত্বরণের মান নির্ণয় করবে।

৩। ৪, ৫০মি: উচ্চতা বিশিষ্ট একটি বিল্ডিংয়ের ছাদ থেকে ৫০০ গ্রাম ভরের একটি বস্তু স্থির অবস্থা থেকে বাঁধাহীন ভাবে নিচে পড়ল। এভাবে বস্তুটির ভর যদি ক্রমান্বয়ে দ্বিগুণ, তিনগুণ, চারগুণ এবং | পাঁচগুণ করা হয় তবে, গতিশক্তির যে পরিবর্তন হবে তা একটি লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন কর। |

নির্দেশনা:

ক) শক্তির সূত্র অনুসারে বস্তুটি ভূপৃষ্ঠ স্পর্শ করার পূর্বে গতিশক্তি বের করবে।

খ) ভিন্ন ভিন্ন বস্তুর ভরের ক্ষেত্রে গতিশক্তি বের করে লিপিবদ্ধ করবে।

গ) একটি ছক কাগছে বিভিন্ন ভরের জন্য প্রাপ্ত গতিশক্তির সম্পর্ক স্থাপন করবে।

মূল্যায়ন নির্দেশক :

১. নির্দেশনা অনুসরন

২. বিষয়বস্তুর সঠিকতা

৩. সঠিক সিদ্ধান্ত

4. নিজস্বতা-স্বকীয়তা-সৃজনশীলতা

অধ্যায় ও বিষয়বস্তুর শিরােনাম

অধ্যায়-৮ : পর্যাবৃত্ত গতি

এ্যাসাইনমেন্ট/নির্ধারিত কাজ [ব্যবহারিক]

১। একটি স্প্রিংক-কে দোলক হিসাবে ব্যবহার করে বিভিন্ন বস্তুর ভরের তুলনা কর ।

নির্দেশনা:

১) তাত্ত্বিক আলােচনা ( চিত্র-সহ) করবে।

২) যন্ত্রপাতি চিহ্নিতকরণ করবে।

৩) ব্যবহারিক প্রক্রিয়ার ধারাবাহিকতা বজায় রাখবে।

৪) তথ্য (DATA) সংগ্রহ ও উপাত্ত বিশ্লেষণ করবে।

৫) ফলাফল উপস্থাপন করবে।

৬) ফলাফল পর্যালােচনা ও যৌক্তিক ব্যাখ্যা করবে।

মূল্যায়ন নির্দেশক :

১. নির্দেশনা অনুসরন

২. বিষয়বস্তুর সঠিকতা

৩. সঠিক সিদ্ধান্ত

4. নিজস্বতা/স্বকীয়তা-সৃজনশীলতা

Leave a Comment