HSC Bangla 1st Paper Question Solution 2022

HSC Bangla 1st paper exam question solution 2022, HSC Bangla 1st MCQ question solution, HSC Bangla 1st  paer question solution for all board, HSC Exam Question Solution.

HSC Bangla First part examination was held today according to HSC Routine . Students want to search the question solution of mcq & written. We are trying to solving the question. You can get all HSC exams question paper solutions. So remember our website.

SSC Result 2022 | HSC Result 2022 | JSC Result 2022 | PSC Result 2022

HSC Bangla 2nd Paper Question Solution

English 1st Paper Question Solution

Exam: Bangla 1st Part

Exam Mark: 100

MCQ Mark: 30

Written Mark: 70

Time: 3 Hours

আপনার শিক্ষা বোর্ডের প্রশ্নের সমাধান পেতে আপনার প্রশ্নটা আমাদের কাছে পাঠাতে পারেন। যদি আপনার কাছে উত্তর থাকে তাহলে আমাদের কাছে পাঠাতে পারেন। উত্তর দিতে পারলে আমাদের পক্ষ থেকে আপনার জন্য গিফট থাকবে। প্রশ্ন এবং উত্তর পাঠানোর লিঙ্ক- https://m.me/asifafy

সকল বোর্ডের সমাধান করার সাথেসাথে এখানে আপডেট করে দেওয়া হবে। পোস্টটি শেয়ার করুন।

HSC Bangla 1st Paper Exam MCQ Question Solution For Dhaka Board

০১| নেপোলিয়ন কোন দ্বীপে মৃত্যুবরণ করেন?
উত্তর–(ক) সেন্ট হেলেনা দীপে

০২| তিনি কোনো মতেই কারো কাছে ঠকিবেন না….তিনি বলতে “অপরিচিতা” গল্পে কাকে বুঝানো হয়েছে?
উত্তর–(ক) মামাকে

০৩| এক সময় কারা অসভ্য বর্বর ছিল?
উত্তর–(খ) ভারতবাসী

০৪| আহব্বান গল্পের বর্ণনাকারীর জন্য বুড়ির চাটাই বোনার কারণ কী?
উত্তর–(গ) বর্ণনাকারীর প্রতি বুড়ির সন্তানস্নেহ

০৫| মাসি-পিসি গল্পে মাসি ও পিসি একদেহ একমন হয়ে যাওয়ার কারণ কী?
উত্তর–(ঘ)
I)দুজনেই বিধবা, ii)আহ্লাদিকে দেখা-শোনা,iii)নিজেদের বেঁচে থাকার সংগ্রাম।

০৬| গোপন ও নীরব সাধনা কার মধ্যে অভিব্যক্ত?
উত্তর–(ক) বৃক্ষের মধ্যেই

০৭| আমার পথ”প্রবন্ধে নজরুলের মতে পরাবলম্বন আমাদের কী করে তুলছে?
উত্তর–(খ) I) নিষ্কৃয় iii) দাস

০৮| বায়ান্নর দিনগুলো রচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাকে তাঁর সহকর্মীদের খবর দিতে বললেন?
উত্তর–(ক) চায়ের দোকানের মালিককে।
সবাইকে খবর দিতে বললে হতো মহিউদ্দীন।

০৯| “ল্যুভ” জাদুঘরটি কোথায় অবস্থিত?
উত্তর–(ক) ফ্রান্সে

১০| রেইনকোর্ট গল্পে “রেইনকোর্ট”কিসের প্রতীক?
উত্তর–(গ) ii) দেশ প্রেমের, iii) মুক্তিযুদ্ধের

[LinkAds]

১১| গোয়ালার সুন্দরী কন্যা রাবেয়ার স্বামীর অস্বচ্ছলতার কারণে অত্যন্ত অন্তুষ্ট—উদ্দীপকে রাবেয়ার সাথে সাদৃশ্য কোন চরিত্রে?
উত্তর–(খ) মাদাম লোইসেল

১২| “মহাজাগতিক কিউরেটর” গল্পটিতে লেখক চেয়েছেন—
উত্তর–(ক) পরিবেশ ও পৃথিবী সম্পর্কে মানুষের সচেতনতা

১৩| হায় তাত! উচিত কি তব এ কাজ? মেঘনাদের এই উক্তিটির মধ্য দিয়ে বিভীষণের কোন কাজটি পছন্দ হয়নি?
উত্তর–(ক) লক্ষ্মণকে যজ্ঞাগারে প্রবেশে সাহায্য করা।

১৪| ঐকতান কবিতার প্রথম চরণ কোনটি?
উত্তর–(ঘ) বিপুলা এ পৃথিবী কতটুকু জানি।

উদ্দীপকটি পড়ে ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও—-
জগৎ জুড়িয়া এক জাতি আছে
সে জাতির নাম মানুষ জাতি
একই পৃথিবীর স্তনে লালিত
একই রবি-শশী মোদের সাথি।
১৫|উদ্দীপকের সাথে নিচের কোন চরণটির মিল আছে?
উত্তর–(খ) ii) মানুষের চেয়ে বড় কিছু নাই
নহে কিছু মহীয়ান।
১৬| উদ্দীপকে “সাম্যবাদী”কবিতায় কোন ভাবটি স্পষ্ট হয়ে উঠেছে?
উত্তর–(ক) মানুষে মানুষে সমতা

১৭| “এই পৃথিবীতে এক স্থান আছে” কবিতায় সন্ধ্যার বাতাসে কী উড়ে যায়?
উত্তর–(গ) সুদর্শন

১৮| হে কবি,নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়”এ চরণটিতে নীরব কেন বলতে কবির কেমন অবস্থা বুঝায়?
উত্তর–(গ) কাব্য বা গান রচনায় সক্রিয় না হওয়া।
শুধু “নীরব” হলে ক হতো।

১৯| বাংলাদেশের মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ মানুষ শহিদ হয়েছেন এবং সম্ভ্রম হারিয়েছেন অসংখ্য মা-বোন।উদ্দীপকটির বক্তব্যে সাথে “সেই অস্ত্র” কবিতায় বর্ণিত কবিতায় কোনটি সাদৃশ্যপূর্ণ?
উত্তর–(ক) I)লক্ষ লক্ষ মানুষের পঙ্গু-বিকৃত হওয়া

২০| “আমাদের তরুণরাই দেশ ও জাতির চালিকাশক্তি হয়ে দাঁড়াক।” এ প্রত্যাশার প্রতিফলন “আঠারো বছর বয়স” কবিতার কোন চরণটিতে ঘটেছে?
উত্তর–(ঘ) এ দেশের বুকে আঠারো আসুক নেমে।

[LinkAds]

২১| “ফেব্রুয়ারি ৬৯” কবিতায় কৃষ্ণচূড়া ফুলকে কবির কাছে কেমন মনে হয়েছে?
উত্তর–(ঘ) শহিদের ঝলকিত রক্তের বুদ্বুদ

২২| তাঁর পীঠে রক্তজবার মতো ক্ষতো ছিল” এ চরণটিতে কার পীঠের ক্ষতটিকে নির্দেশ করে?
উত্তর–(ক) কবির পূর্ব-পুরুষদের

২৩| নূরলদীনের কথা মনে পড়ে যায়” কবিতায় বর্ণনা করা হয়েছে
উত্তর–(ক) একজন সংগ্রামী মানুষের জীবন

২৪| “আমাকে সেই অস্ত্র ফিরিয়ে দাও” এখানে কবি কোন অস্ত্রের কথা বলেছেন?
উত্তর–(ক) ভালোবাসা

২৫| ইস্ট-ইন্ডিয়া কোম্পানির কাশিমবাজার কুঠির প্রধান কে?
উত্তর–(খ) উইলিয়াম ওয়াটসন

২৬| জামিল সাহেব “রায়হানকে” রাস্তা থেকে কুড়িয়ে এনে লালন-পালন করেন। নিজের সন্তানের মতোই ভালোবাসতেন।কিন্তু জামিল সাহেব মারা যাওয়ার পর কুড়িয়ে পাওয়া ছেলে রায়হান সম্পত্তির লোভে জামিল সাহেবের ছেলেকে হত্যা করে?
উত্তর–(ক) মোহাম্মদি বেগ

২৭| “আমার নালিশ আজ আমার নিজের বিরুদ্ধে”সিরাজের এই উক্তির কারণ কী?
উত্তর–(গ) প্রজা সাধারণের নিরাপত্তার বিধান করতে না পারা।

২৮| মহব্বতনগরে আগমনের পূর্বে মজিদ কোথায় ছিল?
উত্তর–(খ) গারো পাহাড়ে
মজিদের বাড়ি নোয়াখালীতে

২৯| ভেতরে ক্রোধের আগুন জ্বলছে বাইরে যত ঠাণ্ডা থাকুক না কেন?
উত্তর–(গ) মজিদের

৩০| “জনগণে যারা জোঁকসম শোষে, মহাজন তারে কয়”….উদ্দীপকে “লালসালু”উপন্যাসে মহাজনদের বৈশিষ্ট্য কী?
উত্তর–(ক) I) শোষক,ii)স্বার্থপর

–সমাধান রমজান স্যার।

HSC Bangla 1st Paper Exam MCQ Question Solution For Chittagong Board

[LinkAds]

১. মিরজাফর ১৭৫৭ সালের কত তারিখে বাংলার মসনদে বসেন? উত্তর: ২৯ জুন
২. ‘নূরলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতায় “জাগো বাহে, কোনঠে সবায়?”-কথাটির তাৎপর্য কী? উত্তর: জনতা কে বিক্ষুব্ধ ও সাহসী করে তোলা
নিচের উদ্দীপকটি পড় এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও:-
ধূর্ত তুহিন সাধারণ মানুষের অশিক্ষা ও ধর্মভীতিকে কাজে লাগিয়ে এলাকাবাসীদের নিয়ন্ত্রন করে এবং তাবিজ বিক্রি ও পানি পড়া দিয়ে অর্থ উপার্যন করে। তার স্ত্রী সহজ সরল শোভা স্বামীর প্রতি বিশ্বাস, আস্থা ও নির্ভরতায় অন্ধ।

৩. উদ্দীপকের শোভা ‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? উত্তর: রহিমা

৪. উদ্দীপকের তুহিন ও ‘লালসালু’ উপন্যাসের মজিদ উভয়েরই অর্থোপার্যননের কৌশল-
i. প্রতারণা
ii. প্রভাব বিস্তার
iii. ব্যাকুলতা
নিচের কোনটি সঠিক? উত্তর: প্রতারণা, প্রভাব বিস্তার

৫. ‘সেই অস্ত্র’ কবিতার গঠনতন্ত্র বিশেষত্ব কী? উত্তর: সহজ গতিময়তা

নিচের উদ্দীপকটি পড় এবং ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও:-
স্বামীর ধনৈশ্বর্যে মুগ্ধ নিরক্ষর ও সুন্দরী সালমা নিয়ত নতুন স্বপ্নের জাল বোনে। স্বামীর কাছে তার বায়নার শেষ নেই। এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী মানসিকভাবে পঙ্গুত্ববরণ করলে শিশুসন্তানসহ সালমা দিশেহারা হয়ে যায়।

৬. উদ্দীপকে সালমার সঙ্গে ‘নেকলেস’ গল্পের মাতিলদার বৈসাদৃশ্যপূর্ণ দিক কোনটি? উত্তর: সচ্ছলতা

৭. ‘নেকলেস’ গল্পের কোন বৈশিষ্ট্য উদ্দীপকে প্রতিবিম্বিত? উত্তর: ঘটনার আকস্মিকতা

৮. ‘লোক-লোকান্তর‘ কবিতার মূলভাব কী? উত্তর: সৃষ্টির অবশ্যম্ভাবী বিজয়

৯. ‘রেইনকোট’ গল্পে ভীতু নুরুল হুদার সাহসী হয়ে ওঠার মূল কারণ- উত্তর: সঞ্চারিত উষ্ণতা ও দেশপ্রেম

১০. রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহন করেন? উত্তর: ১৮৬১

[LinkAds] ১১.‘চাষার দুক্ষু’ প্রবন্ধে রেশমি রুমালের জন্মভূমি অনুসন্ধান করতে গিয়ে লর্ড কারমাইকেল কোন স্থান খুঁজে পেলেন? উত্তর: মুর্শিদাবাদ

১২.‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় ‘ভালোবাসা দিলে মা মরে যাং’-চরণটির তাৎপর্য কী? উত্তর: দেশের জন্য সন্তানের মায়াত্যাগ

নিচের উদ্দীপকটি পড় এবং ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও:-
বাজারে ভালো দাম না পাওয়ায় রহিম আর তাঁত বোনে না। তার মেধাবী ছেলেটি লেখাপড়ার ফাঁকে ফাঁকে পত্রিকা বিক্রি করে আর রাতে খেটে খাওয়া দারিদ্রের ইতিবৃত্ত রচনা করে।
১৩. উদ্দীপকের রহিম তাঁতির ছেলের সঙ্গে ‘ঐকতান’ কবিতার কার সাদৃশ্য বিরাজমান? উত্তর: যে আছে মাটির কাছাকাছি

১৪. উদ্দীপকে ‘ঐকতান’ কবিতার বৈশিষ্ট্য কীভাবে প্রতিফলিত? উত্তর: সর্বপ্রান্তস্পর্শী সমস্বর

১৫. “বাংলাদেশ যে আপনার কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করে”-উক্তিটি দ্বারা ‘বায়ান্নর দিনগুলো’ রচনায় কী বোঝানো হয়েছে? উত্তর: মুক্তিকামী মানুষের জন্য বঙ্গবন্ধুর সফল নেতৃত্ব

নিচের উদ্দীপকটি পড় এবং ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও:-
শামসুজ্জামানের বাবা অনাথ হাবিবকে লালন পালন করেন। শামসুজ্জামানের সঙ্গে তার চাচা

মোতালেবের বিরোধ বাঁধলে অর্থের লোভে মোতালেবের নির্দেশে হাবিব শামসুজ্জামানকে

হত্যা করে।
১৬. উদ্দীপকের হাবিবের মধ্যে ‘সিরাজউদ্দৌলা’ নাটকের কোন চরিত্রের সাদৃশ্য মেলে? উত্তর: মোহাম্মদী বেগ

১৭. সাদৃশ্যের কারণ হল, উভয়েই-
i. কৃতঘ্ন
ii. ক্ষমতালোভী
iii. অর্থলোভী
নিচের কোনটি সঠিক? উত্তর: কৃতঘ্ন, অর্থলোভী

১৮. ‘লালসালু’ উপন্যাসে “ভাং-গাঁজা খাওয়া রসকসশূন্য হাড়গিলে চেহারা”- কার? উত্তর: কম্পাউন্ডারের

১৯. ‘মহাজাগতিক কিউরেটর’ গল্পে পিঁপড়াকে পৃথিবীর শ্যেষ্ঠ প্রজাতি হিসেবে শনাক্ত

করার কারণ কী? উত্তর: সুবিবেচক পিঁপড়া মানুষের মত স্বেচ্ছা ধ্বংসকারী নয়

২০. ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতায় সৌমিত্রি কে? উত্তর: লক্ষ্মণ

২১. ‘আহ্বান’ গল্পে “ওখানা পুরনো হয়ে ভেঙ্গে যাচ্ছে”- কী? উত্তর: চাটাই

২২. “এ দেশের বুকে আঠারো আসুক নেমে”- ‘আঠারো বছর বয়স’ কবিতার চরনটিতে

কবির কোন মানসিকতা প্রকাশিত?
i. প্রথাবদ্ধ জীবনের
ii. উদ্দীপনা ও সাহসিকতার
iii. চলার দুর্বার গতির
নিচের কোনটি সঠিক উত্তর? উত্তর: উদ্দীপনা ও সাহসিকতার ভাব,চলার দুর্বার গতি

নিচের উদ্দীপকটি পড় এবং ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাও:-
সুজনের ছোট ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে খাবার চুরি করতে গিয়ে এক ভিক্ষুক মার খায়। পেটের দায়েই চুরি করেছে এ কখা বুঝতে পেরে আর চুরি না করার শর্তে সুজন তাকে ছেড়ে দেয়।

২৩. উদ্দীপকের সুজনের সঙ্গে ‘বিড়াল’ রচনার কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? উত্তর: কমলাকান্ত

২৪. উদ্দীপকে ‘বিড়াল’ রচনার যে ভাবের প্রকাশ ঘটেছে তা হল-
i. ক্ষুধিতের প্রতি সমবেদনা
ii. অপরাধীকে সংশোধনের চেষ্টা
iii. অপরাধের নগন্যতা
নিচের কোনটি সঠিক? উত্তর: ক্ষুধিতের প্রতি সমবেদনা, অপরাধী কে সংশোধন এর চেষ্টা

২৫. ‘সাম্যবানী’ কবিতায় ‘দেউল’ শব্দের অর্থ কী? উত্তর: মন্দির

নিচের উদ্দীপকটি পড় এবং ২৬ ও ২৭ নং প্রশ্নের উত্তর দাও:-
জীবনের সবক্ষেত্রে সফল আকাশ কিন্তু তার সাফল্য তার মাকে আলোড়িত করে না। মায়ের সমস্ত অন্তর জুড়ে অকালে হারিয়ে যাওয়া আবির।

২৬. উদ্দীপকের আবির ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কীসের প্রতিনিধিত্ব করে? উত্তর: শীতের

২৭. উদ্দীপকের আবির ‘তাহারেই পড়ে মনে’ কবিতা উভয় ক্ষেত্রেই প্রকাশিত-
i. প্রিয়জন হারানোর বেদনা
ii. ব্যক্তিজীবনের রিক্ততা
iii. সাফল্যের প্রতি উদাসীনতা
নিচের কোনটি সঠিক? উত্তর: প্রিয়জন হারানোর বেদনা, ব্যক্তিজীবনের রিক্ততা

২৮. ‘জাতিতাত্বিক জাদুঘর’ বাংলাদেশের কোথায় অবস্থিত? উত্তর: চট্টগ্রাম

২৯. ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধে কোন বৃদ্ধি মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করেছে? উত্তর: আত্মিক

৩০. ‘এই পৃথিবীতে এক স্থান আছে’ কবিতার রূপসী শঙ্খমালার শাড়ির রং কী? উত্তর:হলুদ

HSC Bangla 1st Paper Exam MCQ Question Solution For Jessore Board

১. কনফুসিয়াস কোথাকার দার্শনিক? উত্তর: চীন

২. ‘নুরলদীনের সারাজীবন’ কবিতাং নূরলদীন হলো-
i. ঐতিহাসিক চরিত্র
ii. প্রতিবাদী চরিত্র
iii. চেতনাদীপ্ত চরিত্র
নিচের কোনটি সঠিক? উত্তর: ঐতিহাসিক চরিত্র, প্রতিবাদী চরিত্র, চেতনাদীপ্ত চরিত্র

নিচের উদ্দীপকটি পড় এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও:-
স্কুল শিক্ষক আবির জ্ঞান চর্চার মাধ্যমে নিজেকে যেমন সমৃদ্ধ করেছেন, তেমনি আলোকিত করেছেন শিক্ষার্থীদের।

৩. উদ্দীপকের আবিরের জ্ঞানচর্চার মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করার সাথে ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধের কোন বিষয়ের মিল রয়েছে? উত্তর: বৃক্ষের ফুলে-ফলে পরিপূর্ণ হওয়া

৪. উদ্দীপকের ভাবের প্রতিফলন ঘটেছে ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধের কোন ভূমিকায়? উত্তরঃ পরোপকারিতায়

৫. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় ‘অর্ঘা বিরচন’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর: ঋতু রাজ বসন্তকে বরণ

নিচের উদ্দীপকটি পড় এবং ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও:-
মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনা শাসক, রাজনীতিবিদ ও কতিপয় বিপথগামী দোসররা জনসাধারণের ওপর নিষ্ঠুর নির্যাতন চালায় ও জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি করে। এদেশের আপামর জনতা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে।

৬. উদ্দীপকের প্রথম বাক্য ‘নবাব সিরাজউদ্দৌলা’ নাটকের কোন কোন চরিত্রের কর্মকান্ডকে ধারণ করে? উত্তর: উমিচাঁদ-জগৎশেঠ

৭. উদ্দীপকের শেষ বাক্যের বিষয়বস্তু ‘নবাব সিরাজউদ্দৌলা’ নাটকের নিচের কোন বাক্যে প্রতিফলিত হয়েছে? উত্তর: হাজার হাজার মানুষ একযোগে রুখে দাঁড়াতে পারলে কৌশলের প্রয়োজন হবে না।

৮. দওলত আমার কাছে ‘ভগবানের দাদামশায়ের চেয়েও বড়।’ কার কাছে? উত্তর: উমিচাঁদ

৯. ‘বায়ান্নর দিনগুলো’ রচনায় ১৯৫২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোন জীবনের কথা বিবৃত হয়েছে? উত্তর: জেল জীবন

নিচের উদ্দীপকটি পড় এবং ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাও:-
পাথালিয়া একটি আদর্শ গ্রাম। এখানে বিভিন্ন ধর্মের লোকদের মধ্যে রয়েছে সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বোধ। ধনী এসে পরো সাহায্য সহযোগিতা করে তারা সাধ্যমত।

১০. উদ্দীপকে ‘আহ্বান’ গল্পের কোন দিকটি ফুটে উঠেছে? উত্তর: উদার মানবিক সম্পর্ক

১১. ‘রেইনকোট’ গল্পে ভতিু প্রকৃতির নুরুল হুদা মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট গায়ে দিলে তার মধ্যে সঞ্চারিত হয়-
i. উষ্ণতা
ii. সাহস
iii. দেশপ্রেম
নিচের কোনটি সঠিক? উত্তর: উষ্ণতা, সাহস, দেশপ্রেম

১২. ‘মহাজাগতিক কিউরেটর’ রচনায় কিউরেটর সৌরজগতের তৃতীয় গ্রহ থেকে কোন প্রাণী তুলে নেয়? উত্তর: পিঁপড়া

১৩. নিচের চরণটি তোমার পাঠ্য কোন কবিতার প্রথম চরণ? ‘পদ্মা তোর যৌবন চাই’- উত্তর: রক্তে আমার অনাদি অস্থি

১৪. ‘কলমা জান মিঞা?’ প্রশ্নটি মজিদ কাকে উদ্দেশ্য করে করেছিল? উত্তর: দুদু মিঞা

১৫. জাতীয় জাদুঘর কোন পরিচয় বহন করে? উত্তর: জাতিসত্বা বা আন্তপরিচয়

১৬. ‘লালসালু’ উপন্যাসে মাজারটি দেখতে কেমন? উত্তর: মাছের পিঠের মত

১৭. ‘সেই অস্ত্র’ কবিতায় কবির কাঙ্খিত অস্ত্র উত্তোলিত হলে লক্ষ লক্ষ মানুষকে কী পঙ্গু ও বিকৃত করবে না? উত্তর: মূহুর্তের অগ্নাৎপাত

১৮. ‘আমার পথ’ প্রবন্ধে নিচের কোন বৈশিষ্ট্যটি বিদ্যমান? উত্তর: সত্যের পথ

১৯. ‘লালসালু’ উপন্যাসে কে হাঁটলে মাটিতে আওয়াজ হয়? উত্তর: রহিমা

২০. “এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি।” উদ্দীপকে ‘এই পৃথিবীতে এক স্থান আছে’ কবিতার কোন বিষয়ের উল্লেখ পাওয়া যায় না? উত্তর: স্বজাত্যবোধ

২১. ‘লোক লোকান্তর’ কবিতায় আহত কবির গান পূর্ণতা লাভ করে কীভাবে? উত্তর: প্রাকৃতিক সৌন্দর্য সুদর্শনে

নিচের উদ্দীপকটি পড় এবং ২২ ও ২৩ নং প্রশ্নের উত্তর দাও:-
“স্বদেশের উপকারে নাই যার মন
কে বলে মানুষ তারে, পশু সেই জন।”

২২. উদ্ধৃত কবিতাংশটি ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতার কোন চরিত্রকে ইঙ্গিত করে? উত্তর: বিভীষণ

২৩. একদিন কমলাকান্ত নেশায় বুঁদ হয়ে কোন যুদ্ধের কথা ভাবছিলেন? উত্তর: ওয়াটারলুর

নিচের উদ্দীপকটি পড় এবং ২৪ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাও:-
স্বাতী সুশিক্ষিত ও আত্মনির্ভরশীল নারী। বিয়ের পর শ্বশুর ও শাশুড়ি চাপে চাকরি ছাড়তে বাধ্য হয়। শ্বশুর শাশুড়ির ধারণা চাকরিজীবী বউ অহংকারী হয়। তারা সংসারের প্রতি দায়িত্বশীল নয়।

২৪. ‘অপরিচিতা’ গল্পের সঙ্গে উদ্দীপকের স্বাতীর বৈসাদৃশ্য কোথায়? উত্তর: আপোষহীনতায়

২৫. উদ্দীপকের শ্বশুর-শাশুড়ির মানসিকতার সাথে ‘অপরিচিতা’ গল্পের কোন উক্তিটির মিল রয়েছে? উত্তর: আমাদের ঘরে যে মেয়ে আসিবে সে মাথা হেট করিয়াই আসিবে

২৬. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে সভ্যতার যে নেতিবাচক দিকগুলো ফুটে উঠেছে? উত্তর: অনুকরণপ্রিয়তা ও বিলাসিতা

নিচের উদ্দীপকটি পড় এবং ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাও:-

জহির রায়হানের ‘হাজার বছর ধরে’ উপন্যাসের গ্রামীন যুবক আবুল বউ উপভোগ করে।

২৭. ‍উদ্দীপকের আবুলের সাথে `মাসিপিসি’ গল্পের কোন চরিত্রের মিল রয়েছে? উত্তর: জগু

২৮. `মাসিপিসি’ গল্পের উক্ত চরিত্রের সাথে উদ্দীপকের আবুলের সাদৃশ্য কোথায়? উত্তর: স্ত্রীর প্রতি নির্যাতনে

২৯. ‘ঐকতান’ কবিতায় কৃত্তিম পণ্য বলতে কবি কী বুঝিয়েছেন? উত্তর: অন্তরের যোগ নেই এমন

৩০.আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় যে কবির শুনতে জানেনা সে কী শুনবে? উত্তর: ঝড়ের আর্তনাদ

HSC Bangla 1st Paper Exam MCQ Question Solution For Rajshahi Board

১. ‘নুরালদীন একদিন কালো পূর্ণিমায় দিবে ডাক’ –  কেন? উত্তর: সংগ্রাম করতে

২. ‘ঔ দুঃখজনক দেনা শোধ করা প্রয়োজন।’ মাতিলদার এমন ভাবনা কিসের পরিচায়ক? উত্তর: ব্যক্তিত্ব

৩. কমলাকান্তের ভাবনায় কে আফিম ভিক্ষা করতে এসেছে? উত্তর: ওয়েলিংটন

৪. ‘আমার পথ’ প্রবন্ধ অনুসারে ভুলের মাধ্যমে সত্যকে পাওয়ার উপায় হলো- উত্তর: নিজের ভুল স্বীকার করে নেয়া

৫. ব্রিটেনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় কোন শতকে? উত্তর: সতেরো

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও:-

বর্তমান বিশ্বের অগ্রগতি নির্ভর করে কৃষকের তথা কৃষির অগ্রযাত্রার উপর।

৬. উদ্দীপকের  সঙ্গে ‘চাষার দুক্ষু’ প্রবন্ধ কিভাবে সাদৃশ্যপূর্ণ? উত্তর: কৃষিজীবীর গুরুত্ব অনুধাবনে

৭. উক্ত সাদৃশ্যের ভিত্তিতে প্রবন্ধটির উল্লেখযোগ্য বিষয়-

i. কৃষি কাজের প্রতি গুরুত্বারোপ

ii. কৃষককে দায়িত্বশীল করন

iii. কৃষকের অবস্থার উন্নয়ন

নিচের কোনটি সঠিক?  উত্তর: কৃষককে দায়িত্বশীল করন, কৃষকের অবস্থার উন্নয়ন

৮. ‘মাজারটি তার শক্তির মূল‘ বলতে কি বুঝানো হয়েছে? উত্তর: আনুগত্য

৯. ‘সম্মানের চিরনির্বাসন’ কথাটির গভীরে কোন বিষয় নিহিত? উত্তর: আত্মদহন

১০.‘ ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় কোন ফুলের উল্লেখ আছে? উত্তর: কৃষ্ণচূড়া

১১.‘ দৈনিক পাকিস্তান’ পত্রিকাটি পরবর্তীকালে কি নামে প্রকাশিত হয়? উত্তর: দৈনিক বাংলা

নিচের উদ্দীপকটি পড়ো এবং ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাও:-

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশীয় দোসরদের সহায়তায় আমাদের দেশে ব্যাপক নির্যাতন চালায়। অসংখ্য মানুষের ঘরবাড়ি পুড়িয়ে দেয়। মা-বোনদের সন্মান হানি করে এবং ব্যাপক গণহত্যা চালায়।

১২. হানাদার বাহিনীর অত্যাচার ‘সিরাজউদ্দৌলা’ নাটকের কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ? উত্তর: কুঠির সাহেবদের নির্যাতন

১৩. এরূপ সাদৃশ্যের অন্তর্নিহিত কারণ-

i. কুঠিয়াল ইংরেজ কর্তৃক নিরীহ প্রজাদের উপর অত্যাচার

ii. লবণ বিক্রি তার বাড়িঘর জ্বালিয়ে দেয়া

iii. নবাবের অর্থ আত্মসাৎ করা

নিচের কোনটি সঠিক? উত্তর: কুঠিয়াল ইংরেজ কর্তৃক নিরীহ প্রজাদের উপর অত্যাচার, লবণ বিক্রি তার বাড়িঘর জ্বালিয়ে দেয়া, নবাবের অর্থ আত্মসাৎ করা

১৪.‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতাংশটুকু ‘মেঘনাদবধ‘ কাব্যের কোন স্বর্ঘ হতে সংকলিত? উত্তর: ৬ষ্ঠ

নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও:-

জগৎ জুড়িয়া আছে এক জাতি

সে জাতির নাম মানুষ জাতি।

১৫.  উদ্দীপকের সাথে ‘সাম্যবাদী’ কবিতার সাদৃশ্য কোথায়?  উত্তর: সাম্যবাদী চেতনা এ

১৬. উদ্দীপকের সাদৃশ্যপূর্ণ ভাবটি নিচের কোন চরণের সঙ্গে সম্পর্কযুক্ত?  উত্তর: পেটে-পিঠে, কাঁধে-মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও

১৭. আসর জমাতে অদ্বিতীয় কে? উত্তর:  হরিশ

১৮. স্বল্পপ্রাণ, স্থলবুদ্ধি ও জবরদস্তিপ্রিয় মানুষে কোনটি পরিপূর্ণ?  উত্তর: সংসার

নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও:-

বর্ণবাদী নেতা নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার জনগণের জন্য আমৃত্যু লড়াই করেছেন। দীর্ঘ 27 বছর কারাবরণ করেও শোষক-স্বৈরশাসকের সঙ্গে আপোষ করেননি।

১৯.উদ্দীপকটি তোমার পঠিত কোন রচনার সাথে মিল রয়েছে?  উত্তর: বায়ান্নর দিনগুলো

২০. নেলসন ম্যান্ডেলা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্র দুটি কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ?

i. কারাভোগে

ii. প্রতিবাদে

iii. দেশপ্রেমে

নিচের কোনটি সঠিক?  উত্তর: কারাভোগে, প্রতিবাদে, দেশপ্রেমে

নিচের উদ্দীপকটি পড়ে ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও:-

সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘আমিই সে’ ছোট উপন্যাসটিতে বিধৃত হয়েছে মানব সভ্যতার আদিম ইতিহাস আর সভ্যতার অগ্রগতি। কিভাবে আদিম মানুষ সভ্য মানুষে পরিণত হয়েছে, তারই প্রকাশ ঘটেছে উপন্যাসটিতে।

২১. উদ্দীপকের সাথে ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার সাদৃশ্য রয়েছে-

i. ঐতিহ্য চেতনায়

ii. মুক্তির চেতনায়

iii. সংগ্রামী চেতনায়

কোনটি সঠিক?  উত্তর: ঐতিহ্য চেতনায়, মুক্তির চেতনায়

২২. উদ্দীপক ও ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়- উত্তর: সংগ্রামশীলতায়

২৩. কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম কোন জেলায়?  উত্তর: গোপালগঞ্জ

২৪. সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি?  উত্তর: প্যারিস

২৫. অতি সন্তর্পনে ধানের ফাঁকে ফাঁকে তারা নৌকা চালাই,  কেন? উত্তর: চেউ বা শব্দ হওয়ার ভয়ে

২৬. সবাই মিলে সত্যিই আমরা বাংলাকে বিক্রি করে দিচ্ছিনা তো? – উক্তিটি কার?  উত্তর: মীরজাফর

২৭. ‘মাসি-পিসি’ গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?  উত্তর: পূর্বাশা

নিচের উদ্দীপকটি পড়ে ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও:-

মানুষ মানুষের জন্য

জীবন জীবনের জন্য

একটু সহানুভূতি কি

মানুষ পেতে পারে না?

২৮. উদ্দীপকে ‘সেই অস্ত্র’ কবিতার কোন দিকটি প্রকাশিত হয়েছে?  উত্তর: মানবতা

২৯. উক্ত ভাবকে ধারণ করতে প্রয়োজন-

i. উদারতা

ii. উদাসীনতা

iii. সংবেদনশীলতা

নিচের কোনটি সঠিক?  উত্তর: উদারতা, সংবেদনশীলতা

৩০.বুড়ি কেন বারবার গোপালের কাছে যেতে চান?  উত্তর: স্নেহ-ভালবাসার টানে

HSC Bangla 1st Paper Exam MCQ Question Solution For Rajshahi Board

HSC Bangla 1st Paper Exam MCQ Question Solution For Rajshahi Board

HSC Bangla 1st Paper Exam MCQ Question Solution For Comilla Board

১. `রক্তে আমার অনাদি অস্থি’ কবিতার অপূর্ণ পর্বের ছন্দ বিভাজন কত মাত্রার? উত্তর: ৩ মাত্রার

২ . ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে চাষাদের সর্বস্বহীন হওয়ার কারণ হিসেবে নিচের কোনটির কথা উল্লেখ করা হয়েছে- উত্তর:  সভ্য হয়ে যাওয়া

৩. ‘আহ্বান’ গল্পে বুড়িকে কে মা বলে সম্বোধন করে?  উত্তর: হাজরাব্যাটার বউ

৪. গাহি সাম্যের গান-  পংক্তিটিতে প্রত্যাশা করা হয়েছে-

i.  বৈষম্যহীন সমাজব্যবস্থা

ii.  অসাম্প্রদায়িক চেতনা

iii. অধিকার সচেতনতা

নিচের কোনটি সঠিক?  উত্তর: বৈষম্যহীন সমাজব্যবস্থা, অসাম্প্রদায়িক চেতনা

উদ্দীপকটি পড়ে ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাও:-

অজয় রায় তার ‘আদি বাঙালি : নৃতাত্ত্বিক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষণ’ বইয়ে বাঙালিজনের নৃতাত্ত্বিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিচয় চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন।

৫. উদ্দীপকটি ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় কোন বিষয়কে উপস্থাপন করে?  উত্তর: বাঙালির ঐতিহ্য

৬. উক্ত বিষয়ের প্রেক্ষিতে আমি কিংবদন্তির কথা বলছি কবিতা কে বলা যায়-

i. আত্ম পরিচয়ের কবিতা

ii. আত্মসমালোচনার কবিতা

iii. আত্ম চেতনার কবিতা

নিচের কোনটি সঠিক?  উত্তর: আত্ম পরিচয়ের কবিতা, আত্ম চেতনার কবিতা

৭. “পাখিরা নীড়ে ঘুমাবে।” – ‘সেই অস্ত্র’ কবিতার এই চরণ দ্বারা যে বিষয়টি প্রকাশিত তা হল- উত্তর: পৃথিবীতে আবারো শান্তি ফিরে আসবে

৮. “বাতাবি নেবুর ফুল ফুটেছে কি “ – ‘তাহারেই পড়ে মনে’ কবিতার এই চরণ দ্বারা প্রকাশিত হয়েছে- উত্তর:  কবির হাহাকার

৯. ‘এই পৃথিবীতে এক স্থান আছে’ কবিতায় কোন ঘাসের উল্লেখ পাওয়া যায়? উত্তর:  শ্যামা

১০. ‘ঐকতান’ কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর কোন শ্রেণীর কবিকে আহ্বান করেছেন- উত্তর: অখ্যাতজনের

উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও:-

“দূরে কিংবা কখনো খুবই কাছে

যাচ্ছে শোনা ফুটফাট গুলির আওয়াজ , ত্রাসে বুক কাঁপে, পারিনা শুধোতে কে কোথায় গেল মরে, দম বন্ধ করে চুপ করে পড়ে থাকি ঘরের কবরে।”

১১ . উদ্দীপকের সাথে ‘রেইনকোট’ গল্পের সাদৃশ্য হলো-

i. পঁচিশে মার্চের রাতের আক্রমণ

ii. মানুষদের ধরে ক্যাম্পে নিয়ে যাওয়া

iii. গুলির আওয়াজ শুনতে পাওয়া

নিচের কোনটি সঠিক?  উত্তর: পঁচিশে মার্চের রাতের আক্রমণ, গুলির আওয়াজ শুনতে পাওয়া

১২. উদ্দীপকের সাথে ‘রেইনকোট’ গল্পের যে প্রসঙ্গটি মিলে যায়-

i. মুক্তিযুদ্ধ চলাকালীন

ii.  নির্যাতিত বাঙালি

iii.  মুক্তিযুদ্ধে মানুষের আত্মত্যাগ

নিচের কোনটি সঠিক?  উত্তর: মুক্তিযুদ্ধ চলাকালীন, নির্যাতিত বাঙালি, মুক্তিযুদ্ধে মানুষের আত্মত্যাগ

১৩. ‘বিভীষণের প্রতি মেঘনাদ’ কবিতায় ‘রাবণ’ অনুজ বলতে কাকে বোঝানো হয়েছে?   উত্তর: বিভীষণকে

১৪. গী দ্য মোপাসঁ কত সালে মৃত্যুবরণ করেন?  উত্তর: ১৮৯৩

উদ্দীপকটি পড়ে ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও:-

“নদী কভু পান নাহি করে নিজ জল

তারুগণ নাহি খায় নিজ নিজ ফল

কাষ্ঠ দগ্ধ হয়ে করে পরে অন্ন দান

সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে।”

১৫. উদ্দীপকটি ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধের কোন দিকটি ইঙ্গিত করে-  উত্তর:

১৬. উদ্দীপক ও ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধের বৈসাদৃশ্য হলো-

i. অপরের অনিষ্ট সাধনে

ii. সেবাদানে

iii. স্বার্থপরতায়

নিচের কোনটি সঠিক?  উত্তর: অপরের অনিষ্ট সাধনে, স্বার্থপরতায়

১৭. ভিক্টোরিয়া মেমোরিয়াল কোথায় অবস্থিত?  উত্তর: ঢাকায়

১৮. আহ্লাদি ও বুড়ো রহমানের কন্যা- তারা দুজনেই-  উত্তর: নির্যাতিতা

১৯. ‘লালসালু’ উপন্যাসে কে হাঁপানি রোগে আক্রান্ত?  উত্তর: মজিদ

উদ্দীপকটি পড়ে ২০ ও ২১ নং প্রশ্নের উত্তর দাও:-

ছনু মিয়া তার বড় পরিবারের ভরণ পোষণ করতে না পেরে মিথ্যার আশ্রয় নেয়। একদিন রাতে সে তার বাড়ির সামনে একটি সাইনবোর্ড টাঙ্গায়। সেখানে লেখা থাকে যে, সে স্বপ্নে অলৌকিক ক্ষমতা পেয়েছে এবং এর দ্বারা যাবতীয় সমস্যার সমাধান করা হয়।

২০. উদ্দীপকটি নিচের কোন রচনার সাথে অধিকতর সাদৃশ্যপূর্ণ-  উত্তর: লালসালু

২১. এই সাদৃশ্যের কারণ হলো-

i. মিথ্যার আশ্রয়

ii. ধর্ম ব্যবসা

iii. যাপিত জীবনের ভার সইতে না পারা

নিচের কোনটি সঠিক?  উত্তর: মিথ্যার আশ্রয়, ধর্ম ব্যবসা, যাপিত জীবনের ভার সইতে না পারা

২২. ‘সিরাজউদ্দৌলা’ নাটকের মূলত বিধৃত হয়েছে-  উত্তর: লোভ ও ক্ষমতার দ্বন্দ্ব

উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাও:-

মনসুর,  অপু, তাহের সহ মোট ১২ জন মিলে নিজেদের উন্নতির জন্য একটি সমিতি গঠন করে। সবাই প্রতি মাসে ৫০০ টাকা করে তাহেরের কাছে জমা রাখে। কিছুদিন পর তাহের সব টাকা নিয়ে পালিয়ে যায়।

২৩. উদ্দীপকের তাহের ‘সিরাজউদ্দৌলা‘ নাটকের কোন চরিত্রের প্রতিনিধি?  উত্তর: উমিচাঁদ

২৪. উদ্দীপকে ‘সিরাজউদ্দৌলা’ নাটকের কোন বিষয়টি ফুটে উঠেছে?  উত্তর: বিশ্বাসঘাতকতা

২৫. ‘একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং।’ এই চরণটির আগের চরণ হল-  উত্তর: শহীদের ঝলকিত রক্তের বুদ্বুদ, স্মৃতিগন্ধে ভরপুর।

২৬. ‘এ বয়স জানে রক্তদানের পুণ্য’ বলতে বোঝানো  হয়েছে- উত্তর: দেশের জন্য রক্ত দান

২৭. ‘বিড়াল’ রচনা অনুসারে কাদের দণ্ডবিধান সমাজের একান্ত কর্তব্য?  উত্তর: ধনীদের

২৮. শ্বশুরের সামনে অনুপমের মাথা হেঁট করে রাখার কারণ কি?  উত্তর: লজ্জায়

উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও:-

করিম সাহেব ছিলেন একজন খাঁটি মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধে তিনি এলাকার যুবকদের নিয়ে পাকসেনাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। যুদ্ধের শেষ দিকে তিনি পাকসেনাদের গুলিতে শহীদ হন। করিম সাহেবের মত আত্মত্যাগীদের জাতি আজও শ্রদ্ধাভরে স্মরণ করে।

২৯. উদ্দীপকের করিম সাহেবের সাথে ‘নুরুলদীনের কথা মনে পড়ে যায়’ কবিতার নুরুলদীনের কোন বৈশিষ্ট্যের মিল রয়েছে-  উত্তর: দেশপ্রেমিক

৩০. করিম সাহেব ও নুরুলদীনের কথা স্মরণ হয়-

i. নিপীড়নের সময়

ii. দেশের ক্রান্তিকালে

iii. বহিঃশত্রুর আক্রমণের সময়

নিচের কোনটি সঠিক?  উত্তর: নিপীড়নের সময়, দেশের ক্রান্তিকালে, বহিঃশত্রুর আক্রমণের সময়

HSC Bangla 1st Paper Exam MCQ Question Solution For Comilla Board

HSC Bangla 1st Paper Exam MCQ Question Solution For Comilla Board

HSC Bangla 1st Paper Exam MCQ Question Solution For Dinajpur Board

Question Paper Loading

Set C






























HSC bangla first paper question solution for all education board as Dhaka, Rajshahi, Comilla, Jessore, Chittagong, Barishal, Sylhet, Dinajpur and Madrasah board will be update here.

 

2 thoughts on “HSC Bangla 1st Paper Question Solution 2022”

  1. Vai apnr onk gola vhol hoise…1st er ta hobe 2nd matra…..9nmbr ta modhukopi gash hobe…r 27nmbr ta chorer…19 nmbr ta ow vhol

Leave a Comment