HSC Bangla 1st Paper (MCQ & Written) Question Solution 2023 [All Board]

HSC Bangla 1st Paper Question Solution 2023 is released today on our website. Today 17th August, the Bengali 1st paper exam starts at 10 am and will continue till 1 PM and the Bengali 2nd paper exam starts on 20th August. Now we are going to show you MCQ and written complete question solutions for today’s exam of all centers. So you need to read the entire post carefully and extract your solution copy.

HSC Bangla Questions and Answers 2023

The full form of An HSC exam is a Higher secondary certificate. In the present context, it is an important part of one’s life. There is no one who has not yet taken advantage of the Bangla Subject. No HSC student can progress in today’s society without knowing HSC exam information. What we see in our society is that students can thrive if they are talented. In this year’s HSC MCQ Exam 2023, there will be no comprehensive questions like in previous years.

HSC Bangla 1st Paper MCQ Question Solution 2023 All Board

After 10 years of schooling at the primary and secondary levels, students (16+) who pass the Secondary School Certificate (SSC) examination have the option to specialize in their respective areas or join a college for two years of higher secondary education. Enrolled in a technical or polytechnic institute. After two years of higher secondary education, one has to sit for another public examination called the Higher Secondary Certificate Examination conducted by the Board of Education to qualify for higher education.

Religious and English medium stream students also sit their respective public examinations, Alim and “A” level, to qualify for further education conducted by Madrasa Education Board and the University of London/Cambridge respectively. The HSC exam starts in April every year in Bangladesh. The HSC exam routine is released 2 months before the exam.

পরীক্ষা শেষে, প্রশ্ন সংগ্রহ করে, সমাধানের পরে সকল সমাধান এখানে দেওয়া হবে। ততক্ষণ অপেক্ষা করুন এবং একটু পরে পেজটি আবার রিফ্রেশ করুন।

নৈবেত্তিক (MCQ)

১। পরিবারে অনুপমের আসল অভিভাবক কে?
(ক) মা
(খ) বাবা
(গ) মামা
(ঘ) বিনুদা

২। ‘ঘন বরষা’ শব্দটির মাধ্যমে কবিতায় মূলত কী বোঝানো হয়েছে?
(ক) তুমুল বর্ষা
(খ) খরস্রোতা নদী
(গ) বর্ষার দুর্যোগ
(ঘ) বর্ষা প্রকৃতি

নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও:

প্রেমিক আশিকুরের ভালবাসার টানে মালয়েশিয়া থেকে ছুটে এসেছেন অভিজাত বংশের কন্যা ফাতেমা বিনতে আব্দুর রহমান। তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের পর স্ত্রীকে বাড়িতে সসম্মানে নিয়ে গেছেন তিনি। এখন তারা আটপৌরে জীবন-যাপন করছেন।

৩। উদ্দীপকে ফাতেমা বিনতে আব্দুর রহমান কাকে প্রতিনিধিত্ব করে?
(ক) মৃত্যুঞ্জয়
(খ) কল্যাণী
(গ) আহ্লাদি
(ঘ) বিলাসী

৪। উদ্দীপকে ‘বিলাসী’ গল্পের কোন সমাজ বাস্তবতা প্রতিফলিত হয়েছে?
(ক) বর্ণবৈষম্য
(খ) রক্ষণশীলতা
(গ) জাতিভেদ
(ঘ) কুসংস্কার

৫ । ‘বিদ্রোহী’ কবিতা কোন কাব্যগ্ৰন্থ থেকে সংকলিত হয়েছে?
(ক) সাম্যবাদী
(খ) বিষের বাঁশি
(গ) দোলনচাঁপা
(ঘ) অগ্নিবীণা

৬। “মুষ্টিবদ্ধ উদ্ধত বাহু আর ঝলসানো দৃষ্টিতে বিপ্লব অনিবার্য” উক্ত বাক্যের বিষয়বস্তু তোমার পঠিত কোন কবিতার সঙ্গে সঙ্গতিপূর্ণ?
(ক) বিদ্রোহী
(খ) সুচেতনা
(গ) প্রতিদান
(ঘ) আঠারো বছর বয়স

৭। ‘আমার পথ’ প্রবন্ধে প্রাবন্ধিক কীভাবে নিজেকে নিজের কর্ণধার করে তুলেছেন?
(ক) জ্ঞান অর্জনের মাধ্যমে
(খ) স্পষ্ট মত প্রকাশের মাধ্যমে
(গ) আত্মসত্য অর্জনের মাধ্যমে
(ঘ) অবিনয় প্রকাশের মাধ্যমে

৮। ‘প্রতিদান’ কবিতায় উল্লিখিত রজনী কেমন ছিল?
(ক) সীগল
(খ) জ্যোৎস্নাশোভিত
(গ) মেঘাচ্ছন্ন
(ঘ) অন্ধকারাচ্ছন্ন

৯। প্রাবন্ধিক কাজী নজরুল ইসলামের মতে ভয় তাদের মধ্যে-
i. যারা শত্রুকে ভয় পায়
ii. যাদের ভেতরে ভয় আছে।
iii. যারা আপন সত্যকে চিনতে ব্যর্থ

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ১০ ও ১১নং প্রশ্নের উত্তর দাও:

স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত
বংশী করে নিয়া স্বরে অপরে মোহিত।

১০। উদ্দীপকের বিষয়বস্তু তোমার পঠিত কোন রচনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
(ক) অপরিচিতা
(খ) মানব কল্যাণ
(গ) আমার পথ
(ঘ) মাসি-পিসি

১১। উদ্দীপক ও উক্ত রচনায় যে দিকটি ফুটে উঠেছে
i. মানব সেবার দিকটি
ii. মনুষ্যত্ববোধের দিকটি
iii. মানুষের বৈষয়িক ভাবনার দিকটি

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii
(গ) ii ও iii
(খ) i ও iii
(ঘ) i, ii ও ill

১২। ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কার প্রতি কবির তীব্র বিমুখতা?
(ক) বসন্তের
(খ) শীতের
(গ) নিজের
(ঘ) ভক্তের

১৩। “দক্ষিণ দুয়ার গেছে খুলি?” চরণটিতে কী বোঝানো হয়েছে?
(ক) দখিনা বাতাস
(খ) কবির উদাসীনতা
(গ) বসন্তের আগমন
(ঘ) কবির অভিমান

১৪। মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?
(ক) ১৮০৮
(খ) ১৮৩৮
(গ) ১৯০৮
(ঘ) ১৯৩৮

১৫। “এ বয়স জেনো ভীরু কাপুরুষ নয়” পঙক্তিতে কত বছর বয়সের কথা বলা হয়েছে?
(ক) ১৬ বছর
(খ) ১৭ বছর
(গ) ১৮ বছর
(ঘ) ১৯ বছর

১৬। মাসি-পিসি গড়ে ” বজ্জাত হোক, খুনে হোক, জামাইতো” বাকাটিতে প্রকাশ পেয়েছে-
(ক) কুসংস্কার
(খ) প্রথানুগত্য
(গ) জামাইপ্রীতি
(ঘ) জামাইডীতি

১৭। “এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়” উপর্যুক্ত উদ্দীপকের সাথে নিচের কোন চরণের ভার সাদৃশ্যপূর্ণ?
(ক) এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়
(খ) এ বয়স জানে রক্তদানের পুণ্য
(গ) এ বয়স তবু নতুন কিছু তো করে
(ঘ) এ দেশের বুকে আঠারো আসুক নেমে

১৮। “আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর”- এই চরণে কবি কী বুঝিয়েছেন?
(ক) পরোপকার
(খ) আত্মগ্লানি
(গ) সর্বংসহা মনোভাব
(ঘ) কৃতজ্ঞতাবোধ

১৯। “ক্ষুদিরাম ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসকদের উচ্ছেদ করতে দীর্ঘদিন সংগ্রাম করেছেন”—উক্ত বাক্যে ক্ষুদিরামের সঙ্গে ‘বায়ান্নর দিনগুলো’ রচনার কার মিল রয়েছে?
(ক) তাজউদ্দীন আহমে
(খ) নুরুল আমিন
(গ) মহিউদ্দীন আহমেদ
(ঘ) শেখ মুজিবুর রহমান

২০। কবির দৃষ্টিতে আমাদের চেতনার রং কী?
(ক) রক্তাক্ত রাজপথ
(খ) শহিদের রক্তের বুদ্বুদ্
(গ) একুশের কৃষ্ণচূড়া
(ঘ) রক্তাক্ত মিছিল

নিচের উদ্দীপকটি পড়ে ২১ ও ২২নং প্রশ্নের উত্তর দাও:

“অলভ্য জয়ের লোভে, জ্বালায় শহর, গ্রামে গ্রামে প্রাচীন সংহতি ভেঙে ভগ্নস্তূপে দূরের উল্লুক—”

২১। উদ্দীপকে ‘রেইনকোট’ গল্পের কোন বিষয়টি সাদৃশ্যমান?
(ক) নির্যাতন
(খ) ধ্বংসাত্মক কার্যক্রম
(গ) রাজনৈতিক কৌশল
(ঘ) মুক্তিযুদ্ধ

22। উক্ত বিষয়ে যা ফুটে উঠেছে—
i. সভ্যতার ঐতিহ্যভাঙা
ii. অপ্রতিরোধ্য হামলা
iii. মানুষকে বাস্তুহারা করা

নিচের কোনটি সঠিক?
(ক) i ও i
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii 3 iii

২৩। কবির মতে কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কী?
(ক) গান
(খ) স্লোগান
(গ) কবিতা
(ঘ) গদ্য

২৪। “একটি উজ্জ্বল জানালার কথা বলছি”—এখানে উজ্জ্বল জানালা কীসের প্রতীক?
(ক) স্বাধীনতার সূর্য
(খ) জ্ঞানের পূর্ণ বিকাশ
(গ) চিন্তার স্বাধীনতা
(ঘ) মুক্তজীবনের প্রত্যাশা

২৫। সজিদের মহাত নগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?
(ক) অবধারিত
(খ) নাটকীয়
(গ) কাব্যিক
(ঘ) স্বাভাবিক

নিচের উদ্দীপকটি পড়ে ২৬ ও ২৭নং প্রশ্নের উত্তর দাও:

জালালের দুই বউয়ের মধ্যে মিমি ছোট। বয়স অল্প হওয়ার কারণে সংসার সম্পর্কে তার কোনো ধারণা নেই। হেসে- খেলে দিন কাটে তার। সুযোগ পেলেই সমবয়সী মেয়েদের সাথে গল্প-গুজবে মেতে ওঠে সে।

২৬। উদ্দীপকের মিমি ‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্রের অনুরূপ?
(ক) রহিমা
(খ) আমেনা
(গ) তানুবিবি
(ঘ) জমিলা

২৭। মিমির সাথে উক্ত চরিত্রের সাদৃশ্য পাওয়া যায়—
i. বয়সে
ii. মানসিকতায়
iii. বাল্যবিবাহে

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

২৮। ‘ফরাসি অধিকৃত’ বলতে কী বুঝানো হয়েছে?
(ক) অধিকার করে নিয়েছে
(খ) আধিপত্য বিস্তার করেছে
(গ) লুটপাট শুরু করেছে
(ঘ) বাণিজ্য কেন্দ্র গড়ে তুলেছে

২৯। “স্বার্থপর ক্লডিয়াস রানির সাথে হাত মিলিয়ে রাজা হ্যামলেটকে হত্যা করে।”—উক্ত বাক্যে রাজা হ্যামলেটের সঙ্গে ‘সিরাজউদ্দৌলা’ নাটকে কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে?
(ক) সিরাজউদ্দৌলা
(খ) মোহনলাল
(গ) আলিবর্দি খা
(ঘ) মির মর্দান

৩০। ‘সিরাজউদ্দৌলা’ নাটকে অঙ্কসংখ্যা কত?
(ক) এক
(খ) দুই
(গ) তিন
(ঘ) চার

সৃজনশীল প্রশ্ন

ক বিভাগ – গদ্য

১। নিবেদিতা তার স্বামী প্লাবনসহ বইয়ের দোকানে এসে অবাক হলেন। ফোনে নিবেদিতা বই বিক্রেতাকে বইয়ের নাম, সংখ্যা, প্রকাশনী, কমিশন এবং সরবরাহের তারিখ প্রভৃতি বিষয়ে বিস্তারিত সব বলে দিয়েছিলেন। কিন্তু দোকানদার প্রতিশ্রুতি অনুযায়ী বই সরবরাহের ন্যূনতম প্রস্তুতিও নেননি। এক পর্যায়ে দোকানদার প্রতিশ্রুতির কথা অস্বীকার করলে নিবেদিতা মোবাইল থেকে প্রমাণ উপস্থাপন করলেন। প্লাবনের অনুরোধে নিবেদিতা দোকানদারের সাথে আর তর্কে জড়ালেন না।

(ক) হরিশ কোথায় কাজ করে?

(খ) “সেজন্য কিছু ভাবিবেন না এখন উঠুন।”—উক্তিটিতে বক্তার মনোভাব ব্যাখ্যা কর।

(গ) উদ্দীপকের প্লাবন ও ‘অপরিচিতা’ গল্পের অনুপমের মধ্যে সাযুজ্য নির্ণয় কর।

(ঘ) “উদ্দীপকটি ‘অপরিচিতা’ গল্পের মূলভাবকে ধারণ করতে ব্যর্থ হয়েছে।”- মন্তব্যটির পক্ষে তোমার যুক্তি তুলে ধর।

২। গ্রিক দার্শনিক সক্রেটিস নিজেকে চেনার কথা বলেছিলেন; বলেছিলেন সত্য প্রকাশের কথা-যত কঠিনই হোক সে সত্য। সক্রেটিস ও তাঁর অনুসারীরা সত্য প্রকাশে যে অসঙ্কোচ দৃঢ়তা দেখিয়ে ছিলেন, প্রথাগত সমাজ ও রাষ্ট্রের চোখে তা চিহ্নিত হয়েছিলো ঔদ্ধত্য ও বিশৃঙ্খলার নিয়ামক হিসেবে। পরিণামে তাঁদের উপর নেমে এসেছিলো রাজদণ্ড। প্রবল পরাক্রমশালী রাজার ভয়ে না পালিয়ে যে অল্পসংখ্যক অনুসারী শেষ পর্যন্ত সক্রেটিসের অনুগামী হলেন, তাঁরাই ছিলেন প্রকৃত সত্যনিষ্ঠ। আর তাঁরা যেহেতু আত্মপ্রবঞ্চক ছিলেন না; তাই জেনেশুনেই বেছে নিয়েছিলেন রাজার দেয়া ‘সত্য বলার শাস্তি’। শান্তিদাতা রাজাদের নাম-নিশানা মুছে গেলেও সক্রেটিসকে মহাকাল দিয়েছে ‘মহাজ্ঞানী’ অভিধা।

(ক) নিজের সত্যকেই নিজের কর্ণধার মনে জানলে নিজের শক্তির ওপর কী আসে?

(খ) ‘একেই বলে সবচেয়ে বড় দাসত্ব। -ব্যাখা কর।

(গ) উদ্দীপকের প্রকাশিত ‘সত্য’ ‘আমার পথ’ প্রবন্ধে কীভাবে প্রতিফলিত হয়েছে?

(ঘ) “উদ্দীপকের যে মূলভাব, তারই বিস্তৃত পরিণতি ‘আমার পথ—এ পরিলক্ষিত। “মন্তব্যের সত্যাসত্য বিচার কর।

৩। কোভিড-১৯ এর সময়ে ‘পদ্মরাগ’ নামক সামাজিক সংগঠনটি ছিন্নমূল মানুষদের এক বেলা খাওয়ানোর ব্যবস্থা করেছিল। প্রতিদিন শত শত মানুষকে খাবার নিয়েও প্রতিষ্ঠানটি তৃপ্ত হতে পারেনি। ইদানিং সংগঠনটির সদস্যদের নতুন উপলব্ধি হয়েছে যে, তাঁরা প্রতি মাসে একজন করে ছিন্নমূল মানুষকে আর্থিক সহায়তায় প্রতিষ্ঠিত করে পরাবলম্বন থেকে মুক্তি দিবেন।

(ক) ‘মানব কল্যাণ’ প্রবন্ধটি কত সালে রচিত?

(খ) ‘সত্যিকার মানব-কল্যাণ মহৎ চিন্তা-ভাবনারই ফসল। এ বাক্যের মর্মার্থ লেখ ।

(গ) উদ্দীপকের পদ্মরাগ সংগঠনটির কোভিডকালীন কার্যক্রম আমাদের কোন গতানুগতিক রীতির প্রতিফলন? ‘মানব-কল্যাণ’ প্রবন্ধ অনুসারে ব্যাখ্যা কর।

(ঘ) পদ্মরাগ সংগঠনটির সদস্যদের নতুন উপলব্ধির মাঝে কি ‘মানব কল্যাণ’ প্রবন্ধের মূলবক্তব্য নিহিত রয়েছে? তোমার যুক্তি দাও।

৪। “বাজারে মিলিটারি ঢোকার পর থেকেই কলিমদ্দি দফাদারের ওপর বোর্ড অফিস খোলার ভার পড়েছে। অপেক্ষাকৃত কমবয়স্ক চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান মিলিটারির ভয়ে পারতপক্ষে এদিকে আসেন না। মেম্বারগণও আত্মগোপন করেছেন। কিন্তু বোর্ড অফিস নিয়মিত খোলা রাখার হুকুম জারি আছে। কলিমদ্দি এ কাজ করার জন্য বাজারে আসে। খান সেনারা ওকেই ওদের অভিযানে সঙ্গী করে নেয়। সে সরকারি লোক, নিয়মিত নামাজ পড়ে এবং যা হুকুম তা পালন করে। সুতরাং সন্দেহের কারণ নেই” তাই এ সুযোগকে কাজে লাগিয়ে পাক ক্যাম্পের খবর মুক্তি বাহিনীর নিকট সরবরাহ করাসহ পাক হানাদারদের বিপথে চালিত করতে পারে কলিমন্দি।

(ক) ‘রেইনকোর্ট’ গল্পে আসমা কে?

(খ) ওই ঘরে আজকাল সহজে কেউ ঘেঁষে না। কেন?

(গ) ‘রেইনকোর্ট’ গল্পে বর্ণিত কলেজের পরিস্থিতির সাথে উদ্দীপকের বোর্ড অফিসের পরিস্থিতির তুলনা কর।

(ঘ) “উদ্দীপকের কলিমদ্দি ও ‘রেইনকোর্ট’ গল্পের নূরুল হুদার মতো সাধারণ ব্যক্তিরাই আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম চেতনা” । — মন্তব্যটি যাচাই কর।

খ বিভাগ – পদ্য

৫। নানা আমার বন্ধু বিদ্যানন্দ এ বিখ্যাত বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন। সমাজের অনেকেই বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগকে তখন ভালো চোখে দেখেননি; সহযোগিতাও করেননি। তবে তিনি দমে যাননি, তিলে তিলে গড়ে তোলেন এ বিদ্যালয়টি। কিন্তু সুনামের সবটুকু সম্মান তাঁর কপালে জুটলো না।
নাতি: তিনি কোথায়?
নানা: তিনি নেই। অথচ তাঁর কর্ম পথ পেয়েছে, তাঁরই অবর্তমানে আমাদের মাঝে। নাতি: কী নিষ্ঠুর পৃথিবীর নিয়ম!

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর কোন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা?

(খ) “কলে একা বসে আছি, নাহি ভরসা – কবির এমন অনুভূতির কারণ কী?

(গ) উদ্দীপকের বিদ্যানন্দ ‘সোনার তরী’ কবিতার কার সাথে, কীভাবে সম্পর্কিত?

(ঘ) তাঁর কর্ম পথ পেয়েছে, তাঁরই অবর্তমানে আমাদের মাঝে —উদ্দীপকের এ উক্তির আলোকে ‘সোনার তরী’ কবিতার মূলভাব বিশ্লেষণ কর।

৬। পুনর্মিলন অনুষ্ঠানের প্রস্তাবনা, পরিকল্পনা, প্রযোজনা ও কর্মপন্থা নির্ধারণে পাঁচ মাস ধরে নিরলসভাবে কাজ করে আয়োজন প্রায় সম্পন্ন করে রেখেছে রতন। বন্ধুদের মিলনমেলা আয়োজন তার জন্য যেমন কষ্টসাধ্য কাজ ছিল, তেমনি এতে স্বপ্নপুরণের আনন্দও ছিল অফুরান। অনুষ্ঠান নিয়ে কোনো ভাবনা, ভনো বা উচ্ছ্বাস নেই আজ তার মনে। কারণ অনুষ্ঠানের আগেই তার মা পৃথিবী ছেড়ে চলে গেছেন। মা যেন দূর আকাশে মুখ রেখে বাতাসে ঘুরে বেড়াচ্ছেন।

(ক) ‘ফুটেছে কী আমের মুকুল’? উক্তিটি কার?

(খ) “যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই”। কীভাবে?

(গ) উদ্দীপকের রতনের সাথে ‘তাহারেই পড়ে মনে’ কবিতার কবির মিল কোথায়? যুক্তি দাও ।

(ঘ) “প্রিয়জনের বিয়োগব্যথা আমাদের আনন্দ আয়োজনের গতি ভিন্ন পথে ধাবিত করতে পারে।”—“তাহারেই পড়ে মনে’ কবিতা ও উদ্দীপকের আলোকে মন্তব্যটি বিশ্লেষণ কর।

৭। “ধ্বংস দেখে ভয় কেন তোর? — প্রলয় নূতন সৃজন-বেদন!
আসছে নবীন জীবন-হারা অ-সুন্দরে করতে ছেদন!
তাই সে এখন কেশে বেশে
প্রলয় বয়েও আসছে হেসে-
মধুর হেসে!
ভেঙে আবার গড়তে জানে সে চির-সুন্দর!”

(ক) ‘আঠারো বছর বয়স’ কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

(খ) আঠারো বছর বয়স দুর্যোগে হাল ঠিক রাখতে পারে না কেন?

(গ) উদ্দীপকে বর্ণিত ইতিবাচক দিকের সাথে ‘আঠার বছর বয়স” কবিতার মিল নির্ণয় কর।

(ঘ) “ভেঙে আবার গড়তে জানে সে চির-সুন্দর! এ চরণে কবি সুকান্ত ভট্টাচার্যের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে।” তুমি কী মনে কর? বিশ্লেষণ কর।

গ বিভাগ – উপন্যাস

৮। নাগর ফকিরের মৃত্যুর পর অনুসারীর সংখ্যা রাতারাতি বাড়তে লাগল। তার মৃত্যুর খবরে আশেপাশের অনেকেই হাজির না হলেও তার গায়েবি মাজার উঠার খবরে বিভিন্ন গ্রাম থেকে মানুষ এসে ভিড় জমাতে লাগল। সবার নজরানায় নাগর ফকিরের ছেলে সাগরের সুনাম ও সম্পদ বৃদ্ধি পেতে থাকল। গায়েবি মাজার উঠার প্রচারণা অনেকেই বিশ্বাস করলো না। তবে তারা এ বেদাতি কাজে বাধাও দিল না। এতে মাজারবিশ্বাসী মানুষের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে সাগরের প্রভাব ও পয়সা দুটোই বাড়তে লাগল।

(ক) মজিদ কোন ঋতুতে মহব্বতনগর গ্রামে প্রবেশ করল?

(খ) মাটিরে কষ্ট দেওন গুণাহ্-এ উক্তিটির প্রেক্ষাপট লেখ।

(গ) উদ্দীপকটি ‘লালসালু’ উপন্যাসের কোন ঘটনাকে মনে করিয়ে দেয়? বর্ণনা কর।

(ঘ) উদ্দীপকের গায়েবি মাজারের অনুসারীরা যেন মহকাতনগর গ্রামেরই বাসিন্দা।”-উদ্দীপক ও ‘লালসালু’ উপন্যাসের আলোকে ব্যাখ্যা কর।

৯। নারিশা গ্রামের একটা ভাঙ্গা রাস্তা মেরামতের জন্য জনপ্রতিনিধিদের নিকট ধর্না দিতে দিতে গ্রামের মানুষ ক্লান্ত হয়ে পড়েছে। গ্রামেরই ছেলে বুলবুল একদিন গ্রামের ছেলেদের নিয়ে খাল থেকে মাটি তুলে রাস্তা মেরামতের কাজ শুরু করে দিল। চেয়ারম্যান এসে ধমকের সুরে বুলবুলকে বললেন, “তুমি কার মাটি কার রাস্তায় ফেলছো? অনুমতি নিয়েছো? খালের পাড় ভেঙ্গে জমিজমা ঘরবাড়ি নষ্ট হবে না? এমন পাপের কাজে ছেলেদের জড়ালে কেন, ওদের মা-বাবার অনুমতি নিয়েছো? শিশুশ্রম নিষিদ্ধ জানো না? ভুল স্বীকার করে এ কাজে বিরত না হলে তোমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে এসেছো?”

(ক) ‘লালসালু’ উপন্যাসে কাকে ‘একরত্তি মাইয়া’ বলা হয়েছে?

(খ) ‘নাফরমানি করিও না। খোদার উপর তোয়ারুল রাখ।’ ব্যাখ্যা কর।

(গ) উদ্দীপকের সাথে ‘লালসালু’ উপন্যাসের তুল্য ঘটনার বর্ণনা দাও।

(ঘ) উদ্দীপকের বুলবুলের কার্যক্রম আইন বিরোধী নয়, কর্তৃত্ববাদীদের জন্য অশনি সংকেত। ”লালসালু’ উপন্যাসের আলোকে মন্তব্যটি বিশ্লেষণ কর।

ঘ বিভাগ – নাটক

১০। নিজ দেশ থেকে বিতাড়িত হয়ে চতুর ও উচ্চাভিলাষী চন্দ্রগুপ্ত গ্রিক শিবিরে আলেকজান্ডারের সাথে সাক্ষাৎ করে নন্দবংশের উৎখাতের জন্য তার সাহায্য কামনা করে। আলেকজান্ডার চন্দ্রগুপ্তের ধৃষ্টতায় রুষ্ট হয়ে তার প্রাণদণ্ড দিলেও সে পালিয়ে আত্মরক্ষা করে। পরে বিচক্ষণ কূটনীতিবিদ ও অর্থনীতিবিদ চাণক্যের পরামর্শে নন্দবংশ ধ্বংসপূর্বক সিংহাসনে আরোহণ করে চন্দ্রগুপ্ত।

(ক) পলাশি যুদ্ধে নবাব সিরাজউদ্দৌল্লার পক্ষে কত হাজার সৈন্য ছিল?

(খ) এ সময়ে এভাবে এখানে আসা খুবই বিপজ্জনক’ উক্তিটির কারণ ব্যাখ্যা কর।

(গ) উদ্দীপকের চন্দ্রগুপ্তের সাথে ‘সিরাজউদ্দৌলা’ নাটকের মিরজাফরের সাদৃশ্য বর্ণনা কর।

(ঘ) উদ্দীপকের চন্দ্রগুপ্তের মধ্যে মিরজাফরের উচ্চাকাঙ্খা থাকলেও রবার্ট ক্লাইভের ধূর্ততাই বেশি।’—মন্তব্যটি মূল্যায়ন কর।

১১। গোলকচন্দ্র বসু ও তাঁর রাইয়ত সাধুচরণের আলাপ-চারিতায় ফুটে ওঠে ইংরেজ কর্তক সাধারণ চাষীদের নীলচাষে বাধ্য করা; নীল চাষে অস্বীকৃতি জানালে জেল-জুলুম; নিরীহ বৌ-ঝির সম্ভ্রমহানি প্রভৃতি দৈনন্দিন কর্মকাণ্ডের অংশ প্রজাপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য গোলক বসুর পুত্র নবীনমাধব প্রতিবাদী হয়ে ওঠে এবং নীলকর সাহেবদের বিরুদ্ধে মামলা করে। একবার এক নীলকরকে বাগে পেয়েও চারিত্রিক ঔদার্যের কারণে সেই নীল করতে কঠিন শাস্তি না দিয়ে ছেড়ে দেয়। অথচ পরবর্তীতে সেই নীলকরদের লাঠিয়াল বাহিনীর নির্মম প্রহারে নবীনমাধব মৃত্যুবরণ করে।

(ক) সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচর কে?

(খ) কত বড় শক্তি, তবু কত তুচ্ছ— উক্তিটি ব্যাখ্যা কর।

(গ) উদ্দীপকে নীলকরদের অত্যাচারের সঙ্গে ‘সিরাজউদ্দৌলা‘ নাটকের দ্বিতীয় অঙ্কে বর্ণিত ইংরেজদের অত্যাচারের তুলনা কর।

(ঘ) “ অবস্থানগত ভিন্নতা পরিলক্ষিত হলেও নবীনমাধব এবং সিরাজউদ্দৌলার জীবন একই সূত্রে গাঁথা।”— মতামতসহ তোমার অবস্থান তুলে ধর।

Dhaka Board HSC Bangla 1st Paper Question 2023

Dhaka Education Board is the oldest and largest education board in our country. So needless to say, Dhaka Board HSC candidates have to study harder to get good results in Bengali’s 1st paper. Here are some questions for Dhaka Board. Please download the questions and solve them carefully as these questions are set by qualified teachers from all over the country. It will help you to get 100% Common in Bengali’s 1st Paper. Also, you should check the previous year’s questions to get good marks on the exam.

Dhaka Board HSC Bangla 1st Paper Question 2023

Dhaka Board HSC Bangla 1st Paper Question 2023

Dhaka Board HSC Bangla 1st Paper Question 2023

Dhaka Board HSC Bangla 1st Paper Question 2023

Dhaka Board HSC Bangla 1st Paper Question 2023

Dhaka Board HSC Bangla 1st Paper Question 2023

HSC Bangla 1st Paper MCQ Solution 2023 Rajshahi Board

Hey friend, want to get HSC Bangla 1st paper MCQ solution for the HSC exam 2023? So here we have already shared all boards HSC Bangla 1st Paper MCQ Question Solution 2023 PDF and Image Version. If you are giving HSC exam in 2023, then you can download the MCQ solution from this page.

Chittagong Board HSC Bangla 1st Paper Suggestion 2023 

So, we have given a special Question Solution for HSC Exam 2023. This advice is suitable for all education boards in Bangladesh. We have created a PDF and image of this document. So you can download the pdf version & image of HSC Bangla 1st Paper Solution 2023.

HSC Bangla 1st Paper MCQ Solution 2023 Comilla Board

Today 1st April 2023 HSC Exam Start from Bangla 1st Paper. A total of 10 education boards participated in the HSC exam 2023. HSC Bangla’s 1st paper exam is already over. Now, most people will look for HSC Bangla First Paper MCQ Solution. So, only HSC MCQ exam question preparation is required for tonight. If you think you are good at everything, then you are welcome here. You can easily find what you need tonight after your exam. You are not on the list of good students without any preparation in the exam center.

HSC Bangla 1st paper Question Solve of Sylhet Board 2023

Students, hsc Bangla 1st paper question solution 2023 is shared below for your understanding. It provided the answer. You can download it from the below download option.

HSC Bangla 1st Paper Board Question Solution Jessore Board

HSC Bangla 1st Paper Board Question and Solution Jessore Board here. Download PDF of HSC Arts and science Subject Board Questions like History, Islamic Education, Philosophy, Agriculture etc. Each subject pdf record contains many years of MCQ questions and answers also this years question for all sheet.

Bengali 1st Paper MCQ Solution Dinajpur Board

Bangla First Paper Exam will be held on September 17th August from 11 am. At the beginning of the exam, The students are first given multiple-choice questions. But as it is not possible to take the exam on the full syllabus, the MCQ of the students has decreased a lot this year.

HSC Bangla 1st paper question solution 2023 madrasa board

HSC Exam 2023 Short Syllabus is being conducted this year for all the candidates appearing for the upcoming HSC Exam under Madrasa Education Board. You can collect the short syllabus of the exam from the official website of the Madrasa Education Board.

Conclusion

Those who have not yet collected HSC Exam Summary collect your HSC Bangla First Paper Exam Summary now without delay. As a result of which you can get good results in the exam. I hope you will do well in the exam without wasting your time.