Dhaka University D Unit Question Solve 2018 (ঘ ইউনিট)

Dhaka University D Unit Question Solve 2018 Admission Test, D Unit Question Solution, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের প্রশ্নপত্র সমাধান ২০১৮, Dhaka University Gha Unit Question Answer 2018, DU D Unit Exam Paper Solve

Dhaka University Admission Test 2018-19 D / Gha Unit Question Solve

Today the examination of the University of Dhaka University was held. We have collected the question papers of D / Gha unit and collected solutions also. ঢাকা বিশ্ববিদ্যাল ঘ ইউনিট প্রশ্নপত্র সমাধান। If there is a mistake, please correct it through comments. We will try to solve the question paper in the next examination. So stay with us. Remember our site URL [ newresultbd.com ] . Dhaka University Admission Test 2018-19 D Unit Question Solution Below.

[LinkAds]

DU A Unit Question Solve

DU B Unit Question Solve

DU C Unit Question Solution

DU (Fine Arts) Question Solution

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সর্বাধিক সাধারন জ্ঞান প্রশ্ন কমন পেতে সাধারন জ্ঞান ক্যাপসুলগুলো দেখতে পারেন।

সাম্প্রতিক ক্যাপসুল ১

সাম্প্রতিক ক্যাপসুল ২

সাম্প্রতিক ক্যাপসুল ৩

Dhaka University D Unit Question Solve

Exam: D (Gha) Unit

Date: 12 October 2018

Time: 10.00 AM

Total MCQ: 100

Total MCQ Marks: 120.

Negative Mark For One MCQ: -0.25.

 সকল প্রশ্নের সমাধান দেওয়া হয়েছে। এই পোষ্টটি ফেসবুকে শেয়ার করুন। নিচে শেয়ারের অপশান দেয়া আছে।

আজকের পরীক্ষার প্রশ্ন বা সমাধান যদি আপনার কাছে থাকে তাহলে আমাদের ম্যাসেজ বা ম্যাসেন্জারের মাধ্যমে পাঠান – https://facebook.com/Asif.Afy

DU D Unit Bangla Question Solution

[Adsense]
  1. ‘‌‌‌‌‌সুদৃষ্টি’ শব্দের প্রতিম উচ্চারণ কোনটি? শুদৃশটি
  2. ড. মুহাম্মদ শহীদুল্লাহ্-র মতে বাংলা ভাষা কোন প্রাকৃত রূপ থেকে এসেছে? গৌড়ী
  3. বাংলা ভাষার স্বরবর্ণ ও স্বরধ্বনির অনুপাত কত? ১১ : ৯
  4. ‘শুনিয়া > শুনে’ কোন ধরনের ধ্বনি-পরিবর্তন? সমীভবন
  5. ‘এ’ ধ্বনির বিবৃত উচ্চারণ পাওয়া যায় কোন শব্দে? হেন
  6. ‘সাম্যবাদী’ কবিতায় উল্লিখিত বাশির কিশোর কে? কৃষ্ণ
  7. নিচের কোন বাক্যটি শুদ্ধ? আপনি সবান্ধব আমন্ত্রিত
  8. ‘ওরকম বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ অনেক-অনেক ভালো।’ – কোন রচনার অন্তর্গত? আমার পথ 
  9. ‘Artisan’ শব্দের বাংলা পরিভাষা- কারিগর
  10. দুটি শব্দের কিছু অংশ বাদ দিয়ে এবং কর্তিত অংশ দুটি একত্র করে কোনো শব্দ তৈরি হলে তাকে বলা হয় – জোড়কলম শব্দ
  11. নিচের কোন বিশেষণ-বিশেষ্য জোড় শুদ্ধ নয়? তৃপ্ত-তৃপ্তা
  12. ‘জীবনে জীবনে যোগ’ করার কথা আছে কোন রচনায়? ঐকতান
  13. কল্যাণীকে গল্পকথক কোন ফুলের সঙ্গে তুলনা করেছেন? রজনীগন্ধা
  14. আধুনিক বানান-বিধি অনুসারে নিচের কোন বানানটি অশুদ্ধ? উনসত্তর
  15. কোন ধ্বনির উপরে চনদ্রবিন্দু বসলে উচ্চারণ সানুনাসিক হয়? ব্যঞ্জনধ্বনি
  16. নিচের কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত? একত্রিত
  17. গমন করতে পারে যে – জঙ্গম
  18. ভোরের মেঘে উদীয়মান সূর্য কোন ফলের রঙের মতো রঙিন হয়? নাটা
  19. ‘নেকলেস’ গল্পে বন্দুক কিনতে মসিয়ে কত ফ্রা সঞ্চয় করেছিল? চারশ ফ্রা
  20. ‘অলখের পাথার বাহিয়া’ – এ চরণের ‘পাথার’ – এর সমর্থক কোনটি? অর্ণব
  21. ‘অত্যাচার’ শব্দে ‘অতি’ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অ্যাতিশয্য
  22. ‘কাজটি শেষ করার জন্য সে আদায়-কাচকলায় খেয়ে নেমেছে।’ – বাক্যটি কী হারিয়েছে? যোগ্যতা
  23. কোন শব্দগুচ্ছ সমার্থক? ছায়, আভাস, প্রতিকায়, আদল
  24. ‘বিড়াল’ রচনায় উল্লিখিত ওয়েলিংটন কে? বীরযোদ্ধা
  25. ‘উদ্ধত’ শব্দের সন্ধিবিচ্ছেদ করলে পাই- উৎ + হত

DU D Unit English Question Solution

[Adsense]
  1. She is down and out now. What does the phrase ‘down and out’ mean? Ans: destitute 
  2. A ‘cardiologist’ is a doctor who treats ___. Ans: heart patients
  3. It ___ raining since the morning. Ans: has been
  4. The synonym of ‘courteous’ is: Ans: polite
  5. I wish I ___ those words. But now it’s too late. Ans: never said
  6. In the poem. the poet has ___ a sunset. Ans: described
  7. The clinic is ___ the police station. Ans: opposite to
  8. The words of his resignation letter ___ he was unhappy. Ans: implied
  9. Which word is correctly spelt? Ans: Accommodation
  10. Before finalizing our picnic, we need to ___ the venue. Ans: discuss
  11. Which word is not used as a verb? Ans: Loose
  12. We need to have ICT ___ to become a competitive economy. Ans: skills
  13. The lawyer told his client that ___. Ans: they had little chance of winning the case
  14. Did you watch the cricket game ___ TV last night? Ans: on
  15. The ___ words of the mother comforted the child. Ans: sweet
  16. I ___ to a foreign country. Ans: have never been
  17. The antonym of ‘huge’ is: Ans: tiny
  18. The shops here are open ___ 9 am to 7 pm. Ans: from
  19. There is no doubt ___ we will win. Ans: that
  20. I haven’t seen her ___ the last few years. Ans: in
  21. Reading acts like a workout for the mind. What does ‘workout’ mean? Ans: physical training
  22. What does the word ‘unwind’ mean? Ans: to relax
  23. The word ‘boredom’ means: Ans: monotony
  24. What is the relationship between reading and memory? Ans: Reading enhances memory
  25. Choose the most appropriate title for the passage. Ans: Benefits of Reading

DU D Unit GK Question Solution

বাংলাদেশ বিষয়াবলি

[Adsense]
  1. বাংলাদেশের ১২তম সিটি কর্পোরেশন কোনটি? উত্তরঃ ময়মনসিংহ
  2. ‘এই জানোয়ারদের হত্যা করতে হবে’ শিরোনামে বিখ্যাত পোষ্টারটি কোন শিল্পী এঁকেছিলেন? উত্তরঃ কামরুল হাসান
  3. বাংলাপিডিয়ার প্রকাশক কোন প্রতিষ্ঠান? উত্তরঃ বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
  4. মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচিত্র “এ স্টেট ইজ বর্ন” – এর পরিচালক কে ? উত্তরঃ জহির রায়হান
  5. বারডেম হাসপাতালের প্রতিষ্ঠাতা কে ? উত্তরঃ মোহাম্মদ ইব্রাহিম
  6. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন কবে অনুষ্ঠিত হয়েছিল? উত্তরঃ ১৯২৩ সালে
  7. নিম্নের কোন সংস্থা ‘মঙ্গল শোভাযাত্রা’ কে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে? উত্তরঃ ইউনেস্কো
  8. বাংলাদেশের প্রথম উন্টারনেট সার্চ ইঞ্জিন কোনটি? উত্তরঃ পিপীলিকা
  9. নিচের কোন মার্কিন সংগীত শিল্পী কনসার্ট ফর বাংলাদেশ এ উপস্থিত ছিলেন না? উত্তরঃ
  10. “কারাগারের রোজনামচা” গ্রন্থটির লেখক কে? উত্তরঃ শেখ মুজিবুর রহমান
  11. নিচের কোনটি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক? উত্তরঃ বাংলাদেশ ব্যাংক
  12. শেষ মুঘল সম্রাট কে ছিলেন? উত্তরঃ বাহাদুর শাহ জাফর
  13. বাংলাদেশ ভারত ছিটমহল চুক্তি কত সালে কার্যকর হয়? উত্তরঃ ২০১৫
  14. ঢাকা বিশ্ববিদ্যালয়ের “কালো দিবস” কোনটি? উত্তরঃ ২৩ শে অগাস্ট
  15. বাংলাদেশের সবচেয়ে বড় বিল কোনটি? উত্তরঃ চলন বিল
  16. “মোদের গরব মোদের আশা আশ, আ’মরি বাংলা ভাষা” -গানটির রচয়িতা কে? উত্তরঃ অতুল প্রসাদ সেন
  17. “সেপ্টেম্বর অন যশোর রোড” কবিতাটির রচয়ীতা কে? উত্তরঃ অ্যালেন গিন্সবার্গ
  18. বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন? উত্তরঃ শাহ আব্দুল হামিদ
  19. মানব উন্নয়ন সূচক ২০১৮ অনুযায়ী বাংলাদেশের অবস্থান কত? উত্তরঃ ১৩৫ (সম্ভবত)
  20. বড়পুকুরিয়া কয়লা খনি কোথায় অবস্থিত?  উত্তরঃ দিনাজপুর
  21. বাংলাদেশের বর্তমান এটর্নি জেনারেল কে?  উত্তরঃ মাহবুবে আলম
  22. কোন নদী বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে অবস্থিত?  উত্তরঃ নাফ
  23.  বাংলা একাডেমি কত সালে হীরক জয়ন্তী উদযাপন করেছিল?  উত্তরঃ ২০১৫
  24.  কত সালে বঙ্গভঙ্গ রদ করা হয়?  উত্তরঃ ১৯১১
  25.  উত্তরা গণভবন কোথায় অবস্থিত?  উত্তরঃ নাটোর

আন্তর্জাতিক বিষয়াবলি ‍

[Adsense]
  1. ব্রিকস এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তরঃ সাংহাই
  2. কোন দেশে সেনাবাহিনী নেই? উত্তরঃ কোস্টারিকা
  3. বিশ্বকাপ ফুটবল ২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠান কোথায় হয়েছিল? উত্তরঃ লুঝনিকি
  4. কবে প্রথম মিয়ানমার থেকে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের আগমন ঘটে? উত্তরঃ ১৯৭৮
  5. নিচের কোন দেশটি স্থলবেষ্টিত নয়? উত্তরঃ ইরান
  6. যুক্তরাষ্ট্রভিত্তিক ‘কু ক্লাক্স ক্লান’ মূলত একটি- উত্তরঃ বর্ণবাদী গোষ্ঠী
  7. লিকুদ পার্টি কোন দেশের রাজনৈতিক দল? উত্তরঃ ইসরাঈল
  8. মিয়ানমার সরকারে অং সান সুচি’র প্রশাসনিক পদবি কী? উত্তরঃ স্টেট কাউন্সিলর
  9. কোনটি আন্তরাষ্ট্রীয় সংস্থা নয়? উত্তরঃ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
  10. অ্যাডামস পিক কোথায় অবস্থিত? উত্তরঃ শ্রীলঙ্কা
  11. কোন দেশে “বাংলা” একটি দাপ্তরিক ভাষা? উত্তরঃ সিয়েরা লিওন
  12. কোন দেশটিতে কমলা বিপ্লব সংঘটিত হয়েছিল? উত্তরঃ ইউক্রেন
  13. জাতিসংঘের কোন সংস্থা থেকে যুক্তরাষ্ট্র নাম প্রত্যাহার করে? উত্তরঃ জাতিসংঘ মানবাধিকার পরিষদ
  14. কোন রাষ্ট্রটি জাতিসংঘের সদস্য নয়? উত্তরঃ ভ্যাটিকান সিটি
  15. আন্তর্জাতিক যুব দিবস কবে? উত্তরঃ আগষ্ট ১২
  16. বিমসটেক এর বর্তমান প্রধান মহাসচিবের নাম কী? উত্তরঃ এম. শহীদুল আলম
  17. ওয়াটারলুর যুদ্ধে কে পরাজিত হয়েছিল? উত্তরঃ নেপোলিয়ন
  18. ক্রিমিয়া পূর্বে কোন দলের অংশ ছিল? উত্তরঃ ইউক্রেন
  19. কোন দেশ আফ্রিকা মহাদেশের অন্তর্ভুক্ত নয়? উত্তরঃ ইয়েমেন
  20. কোন দেশটি সাবেক ব্রিটিশ উপনিবেশ না হয়েও কমনওয়েলথের সদস্য? উত্তরঃ মোজাম্বিক
  21. ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (আইসিসি)কোন ধরনের অপরাধের বিচার করে না? উত্তরঃ মানব পাচার 
  22. জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল কোন রাজনৈতিক দলের নেতা? উত্তরঃ ক্রিশ্চিয়ান ডেমোক্রাটিক ইউনিয়ন (সিডিইউ)
  23. সিঙ্গাপুরে অনুষ্ঠিত ডোনাল্ড ট্রাম্প ও কিম জন উন এর মধ্যকার শীর্ষ বৈঠকের মূল বিষয় কী ছিল? উত্তরঃ পারমাণবিক নিরস্ত্রীকরণ
  24. ভারত ও বাংলাদেশের মধ্যে প্রস্তাবিত পাইপ লাইনটি কোন কোন অঞ্চলকে সংযুক্ত করবে? উত্তরঃ শিলিগুড়ি ও পার্বতীপুর
  25. ‘দি কনসার্ট ফর বাংলাদেশ’  কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উত্তরঃ নিউ ইয়র্ক

এই পোষ্টটি ফেসবুকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।

সকল ইউনিটের প্রশ্নপত্র সমাধান পেতে এখানে ভিজিট করুন।

আমাদের সাথেই থাকুন। আমাদের গ্রুপে জইন করুন। New Result BD

Leave a Comment