Chittagong University B Unit Question Solve (বি ইউনিট সমাধান)

Chittagong University B Unit Question Solve 2019 Admission Test, CU B Unit Question Solution, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের প্রশ্নপত্র সমাধান ২০১৯, CU B Exam Question Solution

Chittagong University admission test has started. This year total 4 units & 2 sub units exam will be completed on October 27 to 31. All units test of CU is held in two sifts except C unit. Today, on October 27, from 9.45am B unit shift 1 and 2.15 pm B shift 2 unit will be tested. We will try to solve the question of Chittagong University questions as well as Dhaka University & Rajshahi University.

Chittagong University Admission Test 2019-20 B Unit Question Solve

Today the admission examination of the University of Chittagong was held. We have collected the question papers of B unit group 1 & group 2 and collected solutions also. চট্টগ্রাম বিশ্ববিদ্যাল বি ইউনিট প্রশ্ন সমাধান। If there is a mistake, please correct it through comments. We will try to solve the question paper in the next examination. So stay with us. Remember our site URL [ newresultbd.com ] . Chittagong University Admission Test 2019-20 B Unit Question Solution Below.

[LinkAds]

Chittagong University B Unit Result

Chittagong University B Unit Exam

Exam: B Unit

Shift: B (Shift One) & B (Shift Two)

Date: 27 October 2019

CU B Unit Question Solution

পরীক্ষা শেষ হবার পরে আমরা প্রশ্ন সংগ্রহ করে তারপর সমাধান করে এখানে আপডেট করে দিব। এতে কম বেশি সময় লাগতে পারে। প্রশ্ন যেমনই খাকুক, আমরা বাংলা, ইংরেজী এবং সাধারণ জ্ঞান আলাদা ভাবে তুলে ধরবো। আপনি যদি পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে আপনার প্রশ্নটার ছবি তুলে আমাদের প্রশ্ন পেতে সহায়তা করুন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

কলা ও মানববিদ্যা অনুষদ

প্রথম বর্ষ বি.এ. অনার্স ভর্তি পরীক্ষা ২০১৯-২০২০

Unit-B

সেট-৩ (বাংলা প্রশ্ন সমাধান) 

  1. ‘শিশুটি খেলা করে।’- এই বাক্যে ‘খেলা’ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ? – কর্মে শূন্য 
  2. আমি পৃথিবীর কবি, …..’ অপূর্ণ এই পঙক্তির পরের অংশ কোনটি? – যেথা তার যত উঠে ধ্বনি
  3. “আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছােট ভাইটি।’- কোন রচনার অংশ? – অপরিচিতা 
  4. ‘আহ্বান’ ছােট গল্পে তিত্তিরাজ’ কী? – এক ধরনের গাছ
  5. গী দ্য মােপাসা কোন শতাব্দীতে জন্মগ্রহণ করেন? – উনবিংশ
  6. কোনটি সঠিক বানান? – অভূতপূর্ব 
  7. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? – বাবা-মা
  8. কোন বাগধারাটি সমার্থক নয়? – আদায় কাঁচকলায় 
  9. শামসুর রাহমানের গ্রন্থ নয় কোনটি? – বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা 
  10. 10, “তুমি এলে আমি যাবাে।’- বাক্যটি কোন শ্রেণির? – জটিল 
  11. ‘দওলত আমার কাছে ভগবানের দাদামশায়ের চেয়েও বড়।’- সিরাজউদ্দৌলা নাটকে উক্তি-কার? – উমিচাদ
  12. কবি দিলওয়ার- এর জন্মস্থান কোন জেলায়? – সিলেট 
  13. প্রত্যয়ের কাজ কী? – নতুন শব্দ গঠন 
  14. না বুঝে বােকার ভণ্ডামি করে পাঁচজনের শ্রদ্ধা আর প্রশংসা পাবার লোভ আমি কোনদিনই করবো না।”- উক্তিটি কার? – কাজী নজরুল ইসলাম 
  15. 15, ‘এইখানে এসে লুটাইয়া পড়ে সকল —-।’ ‘সাম্যবাদী কবিতার এই চরণের শূন্যস্থানে কোনটি রয়েছে? – রাজমুকুট 
  16. কবি সুকান্ত ভট্টাচার্য কোন পত্রিকার কিশাের সভার সদস্য ছিলেন? – দৈনিক স্বাধীনতা 
  17. Dynamic শব্দটির বাংলা পরিভাষা কোনটি? – গতিশীল 
  18. রচিয়া লহ না আজও গীতি’- এখানে না অর্থে ব্যবহৃত হয়েছে? – অনুরােধ 
  19. ‘কার্তুজ’ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? – ফরাসি 
  20. নিজ কর্মদোষে, হায়, মজাইলা/এ কণক লড়া রাজা, মজিলা আপনি!’- কার উক্তি? – বিভীষণ 
  21. সে যেন খাঁচায় ধরা পড়েছে ‘লালসালু’ উপন্যাসে কার সম্পর্কে এ কথা বলা হয়েছে? -জমিলা 
  22. “এই পৃথিবীতে এক স্থান আছে” কবিতাটি কোন কাব্যগ্রন্থে অন্তর্গত? – রূপসী বাংলা 
  23. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কোন ঋতুর আগমনের কথা বলা হয়েছে? – বসন্ত 
  24. বঙ্গবন্ধু জাদুঘর কোথায় অবস্থিত? – ধানমণ্ডি 
  25. ‘সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা’ কোন কবিতার চরণ? – আমি কিংবদন্তির কথা বলছি 
  26. ধর্ম কী? পরোপকারই ধর্ম।’- উক্তিটি কোন রচনা থেকে নেয়া হয়েছে? – বিড়াল
  27. নিচের কোনটি বেগম রোকেয়া সাখাওয়াত হােসেনের রচনা নয়? – মেঘমল্লার 
  28. মানিক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক নিবাস কোন জেলায়? – ঢাকা 
  29. বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাসকে কী বলে? – আসক্তি 
  30. শব্দের আগে বসে নতুন শব্দ গঠন করে কোনটি? – উপসর্গ 
  31. রেইনকোট গল্পের নুরুল হুদা কোন বিষয়ের লেকচারার ছিলেন? – কেমিস্ট্রি 
  32. ফরিদপুর জেল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কটি চিঠি লিখেছিলেন? – চারটি 
  33. কাদের বিরুদ্ধে নূৱলদীন জেগে ওঠার কথা বলেছেন? – ব্রিটিশ 
  34. মােতাহের হােসেন চৌধুরী কোনটিকে মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন? – নদীকে 
  35. কোন বাক্যটিতে অপপ্রয়ােগ ঘটেনি? – তিনি সন্ত্রাস দূরীকরণে কিছু পরামর্শ দেন

cu-b-unit-question-solve-1-1 cu-b-unit-question-solve-3-1 cu-b-unit-question-solve-2-1 cu-b-unit-question-solve-4CU-B-Unit-Shift-2-Bangla-Question-Solution-2019

CU-B-Unit-Shift-2-GK-Question-Solution-2019

   cu-b-unit-question-solve cu-b-unit-question-solve-2019

Leave a Comment