Class 8 18th Week Assignment 2021

The 18th week assignment of Class 8 has been published on the website of the Department of Secondary and Higher Secondary. The weekly based assignments were published today due to the delay in the covid-19 situation in the country. The assignment solution for the 18th week of Class 8 is scheduled for 2021. The assignment will identify the teachers as the best, best or progress required after the assessment following the assessment instructions. Every student needs to be prepared by following the exact rules of the 18th week of the Class 8. And we will assist you in preparing this SMSST i.e. Class 8 assignment 2021 of 18th week. If you want to achieve good results, you can follow the instructions given by us.

Class 8 18th Week Assignment Solution 

Class 8 students, if you want to get the best in the 18th week, you can follow the answer sheet on our website. Class 8 assignments are published on our website. Our website has published the answer sheets of all the subjects of 18th week of Class 8. The subjects scheduled for the 18th week of Class 8 are Mathematics and Physical Education and Health. Here you will find answers to all the assignments published by the Department of Secondary and Higher Education for the Class 8 assignments. So the Class 8 education science will be with us for the clear and highest marks in the 18th week and will follow our answers and formulate the answers as per our own.

Class 8 18th Week Math Solution

Mathematics Assignment Assignment No. 4 for Class 8 students. In other words, three more math assignments have been prepared for the students in 2021 before the 4th assignment. Mathematics assignments have been published for sixth grade students for the 18th week. The math assignment is taken from the quadrilateral of the eighth chapter. This time the mathematical problem has to be solved in a geometric way. You need to answer a total of five questions in the light of a stimulus. Here we have to mention various features of geometry including drawing.

Class-8-18-week-Math
Class-8-18-week-Math

একটি চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্যর সমষ্টি 20 সেমি এবং কোনাে বাহুই 3 সেমি এর কম নয়।

নিচের চতুর্ভুজগুলাের আনুপাতিক চিত্র অঙ্কন কর এবং২টি করে বৈশিষ্ট্য লিখঃ

ক. বর্গ।

খ. রম্বস কিন্তু বর্গ নয়।

গ. আয়ত কিন্তু বর্গ নয়।

ঘ. সামান্তরিক কিন্তু আয়ত বা বর্গ নয়।

ঙ. ট্রাপিজিয়াম কিন্তু সামান্তরিক নয়।

শিখনফল/বিষয়বস্তু:

  • ৮.১ চতুর্ভুজ
  • ৮.2 চতুর্ভুজের প্রকারভেদ
  • ৮.৩ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য
  • ৮.৪ চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল
  • ৮.৫ ঘনবস্তু
  • ৮.৬ চতুর্ভুজ অঙ্কন

নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):

গণিত পাঠ্যবইয়ের ৮ম অধ্যায়ে আলােচিত বিভিন্ন প্রকার চতুর্ভুজের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা লাভ করে সমস্যা সমাধান করবে।

Get Class 8 18th Week Math Assignment Answer

Class 8 18th Week Physical Education and Health Solution

An assignment on physical education and health is published in the 18th week for Class 8 students. Serial No. 02 of the assignment. Taken from the second chapter: Scouting, Girls Guide and Bangladesh Red Crescent Society. And in light of the fact that there is a plant that has two girlfriends in shape, you have to write about first aid. There are some specific policies and guidelines to solve.

Class-8-18th-week-Physical-education-and-health
Class-8-18th-week-Physical-education-and-health

রিতা ও পুঁই দুই বান্ধবী। প্রতিদিনের মতাে তারা স্কুলের মাঠে খেলা করছিল। হঠাৎ রিতা পড়ে গিয়ে হাতে প্রচন্ড ব্যথা পায়। কিছুক্ষণ পরে দেখা যায় রিতার হাত ফুলে গিয়েছে এবং প্রচন্ড ব্যথা অনুভব করে। এমতাবস্থায় উঁই তার অন্যান্য বান্ধবীদের ডেকে এনে রিতা কে ডাক্তারের কাছে নেওয়ার পূর্বে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। এমন পরিস্থিতির সম্মুখীন হলে তুমি কী কী পদক্ষেপ গ্রহণ করবে সে সম্পর্কে তােমার পাঠ্য পুস্তকের আলােকে মতামত উপস্থাপন কর।

শিখনফল/বিষয়বস্তু:

১. হাইকিং ও প্রজেক্ট তৈরি।

২. নেতৃত্ব দান ও মানবসেবায় স্কাউটিং, গার্ল গাইড ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সােসাইটির গুরুত্ব।

৩. প্রাথমিক প্রতিবিধান।

৪. ব্যান্ডেজ বাঁধার পদ্ধতি।

৫. স্কাল ব্যান্ডজ (মাথার খুলি)

৬. জঅ ব্যান্ডেজ (চোয়াল)

৭. আর্ম সিলিং।

৮. কলার এন্ড কাপ সিলিং সি।

নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):

১. পাঠ্যপুস্তক থেকে ধারণা নেওয়া যেতেপারে।

২. পূর্ববর্তী বা পরবর্তী শ্রেণির পাঠ্যপুস্তক থেকেও ধারণা নেওয়া যেতে পারে।

৩. বিষয় শিক্ষকের পরামর্শ নেওয়া যেতে পারে।

৪. ইন্টারনেটের সাহায্য নেওয়া যেতে পারে।

Get Class 8 18th Week Physical Education and Health Assignment Answer

PDF Download

Leave a Comment