0

জীবে প্রেম করার মধ্য দিয়ে কিভাবে ঈশ্বরের সেবা করা যায় তা তােমার অথবা তােমার পারিবারিক জীবনের জীব সেবার কোনাে অভিজ্ঞতা বর্ণনার মাধ্যমে উপস্থাপন কর। Class 6 Hindu Dhormo 1st Week Assignment Answer. ক্লাস ৬ এর হিন্দু ধর্মের ১ম সপ্তাহের এসাইনমেন্ট সমাধান। Hinduism prothom Soptaher Assignment Er Uttor ba Somadhan.1st Hindu Dhormo Assignment Solve 2021.

জীবে প্রেম করার মধ্য দিয়ে যেভাবে ঈশ্বরের সেবা করা যায়

ষষ্ঠ শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা প্রথম সপ্তাহের ১ম এসাইনমেন্ট ২০২১ এর প্রশ্ন জীবে প্রেম করার মধ্য দিয়ে কিভাবে ঈশ্বরের সেবা করা যায় তা তােমার অথবা তােমার পারিবারিক জীবনের জীব সেবার কোনাে অভিজ্ঞতা বর্ণনার মাধ্যমে উপস্থাপন কর। নিচে এই প্রশ্নের উত্তরটি দেওয়া হলো:

জীব ঈশ্বরের এক মহান সৃষ্টি l প্রতিটি জীবের মধ্যে বিরাজমান l জীবের সেবা করার মাধ্যমে ঈশ্বরের সেবা করা যায় l সেজন্যই স্বামী বিবেকানন্দ যথার্থই বলেছেন,

“জীবে সেবা করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর “

[ArticleAds]

ঈশ্বর এক ও অদ্বিতীয়l ঈশ্বরের স্বরূপ নানাভাবে প্রকাশিত হয় l তিনি নিরাকার l তিনি কৃপাময় l তিনি নিরাকার ভাবে প্রতিটি জীবের মধ্যে সবসময় বিরাজমান l কিন্তু তখন তার স্বরূপ আমরা দেখতে পারি না l

তাই আমরা যদি তাঁর সৃষ্ট জীবের সেবা করতে পারি তাহলে সেই সেবা ঈশ্বরের প্রতি করা হয় l আমরা জীবের সেবা করে তথা, বিশ্বজগতে প্রতিটি জীবের সেবা করে ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারি আর এই সেবার মাধ্যমে বিশ্ব জগতের প্রতিটি জীবের কল্যাণ সাধন হবে l এবং সমগ্র পৃথিবী সুখে শান্তিতে ভরে উঠবে l

আমার পারিবারিক জীবনে জীবসেবার অভিজ্ঞতা নিচে উপস্থাপন করা হলো:

আমরা আমাদের পরিবারের বাবা-মা, ভাই-বোন, সহ অন্যান্য সদস্যদের নিয়ে বসবাস করি l আমাদের পরিবারে বয়স্করা থাকেন l তারা বার্ধক্যজনিত কারণে অসহায় হয়ে পড়েন l সেক্ষেত্রে আমরা যদি তাদের সাথে ভালো আচরণ করে তাদের সেবা-যত্ন করি, তাহলে ঈশ্বর আমাদের প্রতি খুশি হবেন l যেহেতু আমরা জানি ঈশ্বর নিরাকার ভাবে প্রতিটি জীবের মধ্যে বিরাজমান l তাদের সেবা করলে ঈশ্বরের সেবা করা হয় এতে দাঁড়াও সন্তুষ্ট হয় এভাবে তাদের সেবা করার মাধ্যমে ঈশ্বরের সন্তুষ্টি আদায় করতে পারি l তাদের প্রতি ভালোবাসা প্রকাশের মাধ্যমে পরিবার সুখ শান্তিতে ভরে ওঠে l এতে ঈশ্বর আমাদের প্রতি সন্তুষ্ট হবেন এবং জীবনটা সুন্দর হয়ে উঠবে l পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে বন্ধন বৃদ্ধি পাবে এবং আমরা ঈশ্বরের সেবা করার জন্য তাদের সেবা করবো l এভাবেই তাদের সেবা করলে জীবন আনন্দময় হয়ে উঠবে এবং আমরা ভবিষ্যতে নানা দুঃখ দুর্দশা থেকে মুক্তি পাবো l

Class 6 Hinduism 1st Assignment Answer

Hinduism All Assignment Answer

Class 6 Assignments