0

উদ্দীপকের ‘Z’ অঞ্চলের বর্ণনা দাও। Class 9 Geography 6th Week Assignment Answer. নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বিষয়ের ষষ্ঠ সপ্তাহের এসাইনমেন্ট সমাধান। Vugol Somadhan & Uttor.

The ninth grade sixth week Google assignment questions have been given a stimulus. The stimulus is given the characteristics of three regions and their soils. Out of these, Z region has to be described. The soils of the Z region are characterized by transported soils. The description of the polymer regions of our country is given below.

উদ্দীপকের ‘Z’ অঞ্চলের বর্ণনা দাও।

নবম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের গুগোল অ্যাসাইনমেন্ট  প্রশ্ন একটি উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকে তিনটি অঞ্চল এবং সেগুলোর মাটির বৈশিষ্ট্য দেওয়া আছে। এগুলোর মধ্যে থেকে Z অঞ্চলের বর্ণনা দিতে হবে। Z অঞ্চলের মাটির বৈশিষ্ট্য হচ্ছে পরিবাহিত মাটি। আমাদের দেশের পলিমাটি অঞ্চল গুলোর বর্ণনা নিচে দেওয়া হল।

১| সৃজনশীল প্রশ্ন:

অঞ্চল মাটির বৈশিষ্ট্য
X শেল ও কর্দম দ্বারা গঠিত
Y ধূসর ও লাল বর্ণের মাটি
Z পলিবাহিত মাটি

(গ) উদ্দীপকের ‘Z’ অঞ্চলের বর্ণনা দাও।

উত্তরঃ

উদ্দীপকে ‘Z’ অঞ্চল অর্থাৎ পলিবাহিত মাটি দ্বারা গঠিত অঞ্চল। নদীর বদ্বীপ অঞ্চল, প্লাবন ভূমিতে পলিমাটি দেখা যায় নবীন পলিমাটি ‘খাদার’ ও অনুর্বর প্রাচীন পলিমাটি ‘ভাঙর’ নামে পরিচিত;

দেশের প্রায় ৮০ ভাগ অঞ্চল পলিমাটি দ্বারা গঠিত অঞ্চল। পলি মাটি হালকা এবং আর্দ্রতাযুক্ত উর্বর মৃত্তিকা।

পলি মাটি মাঝারি আকারের কণাসম্পন্ন এবং এই মাটি বেশ শুকনো হয় ও আর্দ্রতা ভালভাবে ধরে রাখতে পারে।

এই মাটির কণাগুলি সহজেই মিশে যেতে পারে এবং বৃষ্টির সাথে ধুয়ে যাওয়ার ঝুঁকি থাকে।

নদী বাহিত পলি থেকে এই মাটির সৃষ্টি হয়েছে । পলিমাটি খুব উর্বর হয় ।

এই মাটিতে পটাশ, ফসফেরিক অ্যাসিড, চুন ইত্যাদি থাকে । পলিমাটি উর্বর হওয়ার জন্য এই মাটিতে প্রায় সব রকমের ফসল চাষ হয় ।

বিশেষত নদীর পলিযুক্ত দোআঁশ মাটি পাট চাষের জন্য অধিক উপযোগী। এই মাটিতে ধান, গম, আখ, মিলেট প্রচুর পরিমাণে চাষ হয়।

Class 9 Geography 6th Week Assignment Answer