ইংল্যান্ড বনাম আমেরিকা (USA) হেড টু হেড

  • প্রতিটি বিশ্বকাপেই ইউরোপের টিমগুলোকে ঘিরে অনেক কৌতুহল দেখা যায় দর্শকদের মধ্যে। এর কারণ হেলো ইউরোপের সকল ফুটবল দলগুলো খুব ভালো ফুটবল খেলে থাকে। একটি দল অপর একটি দলের সাথে প্রাণপন লড়াই করে। আর কাতার বিশ্বকাপ ২০২২ এ ইউরোপের অনেক বড় বড় দল নির্বাচিত হয়েছে। তাই ফুটবল ভক্তরা অনেক আগ্রহ নিয়ে তাদের খেলা দেখার জন্য বসে আছে। 

ইতোমধ্যে গ্রুপ পর্বের সকল ম্যাচ সেট করা হয়েছে। গ্রুপ B তে রয়েছে ইংল্যান্ড, ইরান, আমেরিকা (USA) এবং ওয়েলস। গ্রুপ B এর এই টিমগুলো একে অপরের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে মাঠে নামবে। সারা বিশ্বের ফুটবল ভক্তরা এই ম্যাচগুলোর জন্য অনেক অপেক্ষা করে আছে। অনেকেই এই টিমগুলোর হেড টু হেড রেজাল্ট ও জানতে চেইছে। এই কারণে এই আর্টিকেলের মধ্যে আমরা ইংল্যান্ড বনাম আমেরিকা (USA) এর হেড টু হেড রেজাল্ট সম্পর্কে আলোচনা করব।

 

ইংল্যান্ড বনাম ইউএসএ (USA) হেড টু হেড   

ইউরোপের অনেক শক্তিশালি দল ইংল্যান্ড এবং আমেরিকা (USA)।  কাতার বিশ্বকাপ ২০২২ এর গ্রুপ পর্বের ম্যাচে মাঠে নামবে এই দুইটি দল। এর আগে এই দুইটি দল মোট ১১ বার মুখোমুখি লড়াই করেছে। ১১ বারের ‍মুখোমুখি লড়াইয়ে ইংল্যান্ড জয় পেয়েছে ৮ টি ম্যাচে। আমেরিকা (USA) জয় পেয়েছে ২টি তে এবং বাকি ১টি ম্যাচ ড্র হয়। হেড টু হেড রেজাল্ট অনুযায়ী ইংল্যান্ড অনেকটা এগিয়ে রয়েছে। 

 

আমেরিকা (USA) বনাম ইংল্যান্ড মুখোমুখি    

সর্বপ্রথম ইংল্যান্ড বনাম আমেরিকা মুখোমুখি হয় ১৯৫০ সালের ২৯ জুন। বিশ্বকাপের মঞ্চে উক্ত ম্যাচটি অনুষ্ঠিত হয়। এই ম্যাচে ইংল্যান্ড ১-০ গোলে হেরে যায়। এর পর আরো ১০ বার মুখোমুখি হয় এই দুইটি দল। নিচে ইংল্যান্ড বনাম আমেরিকার (USA) মুখোমুখি রেজাল্ট দেওয়া হলো। 

 

Date 

Match 

Win 

Score 

Competition

29 Jun 1950

England VS USA 

USA 

0-1

FIFA World Cup

8 Jun 1953

England VS USA 

England 

6-3

International Friendly

28 May 1959

England VS USA 

England

8-1

International Friendly

27 May 1964

England VS USA 

England

10-0

International Friendly

16 Jun 1985

England VS USA 

England

5-0

International Friendly

9 Jun 1993

England VS USA 

USA

0-2

US Cup

7 Sep 1994

England VS USA 

England

2-0

International Friendly

28 May 2005

England VS USA 

England

2-1

International Friendly

28 May 2008

England VS USA 

England

2-0

International Friendly

12 Jun 2010

England VS USA 

Draw

1-1

FIFA World Cup

15 Nov 2018

England VS USA 

England

3-0

International Friendly

 

শক্তিমত্তার দিক থেকে কে এগিয়ে   

আমেরিকা (USA) অনেক ভালো ফুটবল খেলে থাকে। সাম্প্রতিক সময়ে আমেরিকা (USA) আগের থেকে অনেক ভালো ফুটবল খেলছে। যে কোন দলের সাথে লড়াই করার মতো ক্ষমতা এই দলের রয়েছে। মাঠের মধ্যে এই দলটি অনেক ভয়ঙ্কর হয়ে উঠে। আমেরিকা (USA) সর্বশেষ ম্যাচ খেলে শক্তিশালি নাইজেরিয়ার বিপক্ষে। উক্ত ম্যাচে নাইজেরিয়াকে ২-1 গোলে হারিয়ে দেই আমেরিকা (USA)। 

 

অন্যদিকে ইংল্যান্ড ইউরোপের অনেক বড় একটি নাম। খুবই শক্তিশালি একটি দল হলো ইংল্যান্ড। সাম্প্রতিক সময়ে ইংল্যান্ড অত্যন্ত ভালো ফর্মে আছে। এবারের বিশ্বকাপে সকল দলের কাছে অনেক বড় একটি চ্যালেন্ড হতে পরে এই দলটি। ইংল্যান্ড বনাম আমেরিকার (USA) হেড টু হেড রেজাল্ট এ আমরা লক্ষ করেছি অনেক বড় ব্যাবধানে জয় পেয়েছে ইংল্যান্ড। ১০-০, ৮-১, ৫-০, ৬-৩ এইগুলো ফুটবল জেগতে অনেক বড় ধরণের জয় এর মধ্যে পড়ে। শক্তিমত্তার দিক থেকে ইংল্যান্ড অনেকটা এগিয়ে রেয়েছে। 

 

উপসংহার 

কাতার বিশ্বকাপ ২০২২ এর গ্রুপ পর্বের ম্যাচে গ্রুপ B তে থাকা ইংল্যান্ড এবং আমেরিকা (USA) মুখোমুখি হতে যাচ্ছে। উক্ত ম্যাচটিকে ঘিরে মাঠে ও মাঠের বাইরে অনেক আলোচনার সৃষ্টি হয়েছে। তবে বিভিন্ন ফুটবলবিদরা ইংল্যান্ডকে শক্তিমত্তার দিক থেকে অনেকটা এগিয়ে রাখছে। এই আর্টিকেলের মধ্যে ইংল্যান্ড বনাম আমেরিকা (USA) এর হেড টু হেড রেজাল্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাছাড়া ফুটবল এর মাঠে যে কোন সময় যে কোন কিছু ঘটে যেতে পারে। তাই শেষ পর্যন্ত টিভির পর্দায় চোখ রাখতে হবে।