• Skip to main content
  • Skip to primary sidebar
  • Home
  • Admission
  • Result
  • Routine
  • Current Affairs
  • Exam Preparation
  • Job Circular
  • Question & Answer
    • Ask a question

NewResultBD.Com

All Exam Results, Routine, Suggestions, Questions & Answers, Job Circular

You are here: Home / Festival / ভেলেন্টাইন ডে মেসেজ / এসএমএস

ভেলেন্টাইন ডে মেসেজ / এসএমএস

February 12, 2021 by Asif Leave a Comment

ভ্যালেন্টাইন ডে এর মেসেজ / এসএমএস সাধারণত প্রেমিক-প্রেমিকাদের উদ্দেশ্য করে লেখা হয়। এ ধরনের উক্তি বা বাণী ভ্যালেন্টাইন ডে তে বিনিময় করে। সে কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভ্যালেন্টাইন ডে এর মেসেজ / এসএমএস বেশি দেখা যায়।  কেননা বর্তমানে সোশ্যাল মিডিয়া শুভেচ্ছা বিনিময়ের সহজ মাধ্যম। নিম্নে কয়েকটি ভ্যালেন্টাইন ডে এর মেসেজ / এসএমএস দেওয়া হল।

ভেলেন্টাইন ডে মেসেজ / এসএমএস

ভেলেন্টাইন ডে মেসেজ ও এসএমএস, ভালোবাসা দিবস মেসেজ, মোবাইল এসএমএস, ভালোবাসার মানুষেকে ১৪ই ফেব্রুয়ারীতে শুভোচ্ছা জানাতে চান? তাহলে আপনার জন্য নিচে অনেকগুলো ভেলেন্টাইন ডে মেসেজ দেওয়া রইলো।

টিপ টিপ বৃষ্টি পড়ে, তোমার কথা মনে পড়ে। এ মন না রয় ঘরে, জানি না তুমি আসবে কবে! এ প্রান শুধু তোমায় ডাকে, আমায় ভালবাসবে বলে! ফুল হাতে থাকবো দাঁড়িয়ে, বলবো আমি তোমায় পেয়ে। সাত সমুদ্র পাড়ি দিয়ে পেয়েছি তোমায় খুঁজে…

তোমায় ভালোবাসা ছিলো আমার জীবনের দ্বিতীয় শ্রেষ্ঠ কাজ , আর প্রথমটি ছিলো তোমায় খুজে বের করা।
ভালোবাসি তোমায় এবং সর্বদা বাসবো, আজ বললাম ও সারা জীবন বলবো।
হ্যাপি ভ্যালেন্টাইন ডে…

1024x538

আমি তোমাকে চাই কল্পনাতে নয় বাস্তবে,
আমি তোমাকে চাই ছলনাতে নয় ভালোবাসায়,
আমি তোমাকে চাই তোমার মত করে নয়, আমার মত করে,
আমি তোমাকে চাই খনিকের জন্য নয় চিরদিনের জন্য।
হ্যাপি ভ্যালেন্টাইন ডে

তুমি আমার সৃষ্টিসীমার বাইরে হতে পার,
কিন্তূ আমার হৃদয় থেকে দূরে নয়॥
তুমি আমার নাগালের বাইরে যেতে পার,
কিন্তূ আমার মন থেকে নয়॥
আমি তোমার কাছে কিছু না হতে পারি!
But তুমি আমার জীবনের সবকিছু॥

মন যদি আকাশ হতো, তুমি হতে চাঁদ,
ভালবেসে যেতাম শুধু হাতে রেখে হাত..
সুখ যদি হৃদয় হতো, তুমি হতে হাসি,
হৃদয়ের দুয়ার খুলে দিয়ে বলতাম তোমায় ভালবাসি..!!.

.চোখে আছে কাজল কানে আছে দুল,
ঠোট যেন রক্তে রাঙা ফুল,
চোখ একটু ছোট মুখে মিষ্টি হাসি,
এমন একজন মেয়েকে সত্যি আমি ভালোবাসি।

ভালবেসে এই মন, তোকে চায় সারাক্ষন।
আছিস তুই মনের মাঝে, পাশে থাকিস সকাল সাঝেঁ।
কি করে তোকে ভুলবে এই মন, তুই যে আমার জীবন।।

হতে পার তুমি মন থেকে দুরে তথাপি, রয়েছো মোর নয়ন পুরে॥
হয়তো তুমি নেই এই হৃদয়ে, তবুও রয়েছো পরশের-ই ভিতরে।
কারণ, ভালবাসি শুধুই তোমারে॥

একদিন দুজনে হাঁটব আবার উড়বে তোমার চুল, একদিন শূন্য বাতাস ছুয়ে যাবে কৃষ্ণচুড়ার ফুল…
হ্যপি ভ্যালেন্টাইন ডে

আমি চাইনা তুমি আমাকে বার বার বলো আমি তোমাকে ভালোবাসি.
কিন্তু আমি চাচ্ছি তুমি আমার জন্য একটু অপেক্ষা করো, আমি বলছিনা তুমি আমাকে অনেক ভালোবাসবে
কিন্তু আমি বলছি তুমি আমাকে একটু সুযোগ দিও তোমাকে মন উজার করে ভালোবাসতে।

যদি বৃষ্টি হতাম…… তোমার দৃষ্টি ছুঁয়ে দিতাম। চোখে জমা বিষাদ টুকু এক নিমিষে ধুয়ে দিতাম।
মেঘলা বরণ অঙ্গ জুড়ে তুমি আমায় জড়িয়ে নিতে,কষ্ট আর পারতো না তোমায় অকারণে কষ্ট দিতে….

শীতের চাদর জড়িযে, কুয়াশার মাঝে দাড়িয়ে, হাত দুটো দাও বারিয়ে, শিশিরের শীতল স্পর্শে যদি, শিহরিত হয় মন” বুঝে নিও আমি আছি তোমার পাশে সারাক্ষন।

happy-valentines-day-bangla-1024x538

 

রেম হলো সরল অংকের মত। সরল অংকে যেমন যোগ, বিয়োগ, গুন, ভাগ ও বন্দনী থাকে। তেমনি প্রেমেও থাকে হাসি-ট্টাটা, মান-অভিমান, বিরহ-বিচ্ছেদ, অনাবিল সুখ আর না পাওয়ার সীমাহীন বেদনা।..

বন্ধু আমি চাইনা তোমার অসীম সুখের ভাগ, কিন্তু যখন থাকবে দুঃখে দিও আমায় ডাক, তোমার মুখে কান্না নয় দেখতে চাই হাসি, মনে রেখো বন্ধু তোমায় অনেক ভালোবাসি !

একটু ভালোবাসা দিবি? যে ভালোবাসায় থাকবে না কোন দুঃখ, থাকবে না, না পাওয়ার যন্ত্রনা, থাকবে না মায়া কাঁন্না, থাকবে শুধু সীমাহীন অনুভূতি, যেই অনুভূতি কে সাথী করে কাটিয়ে দিবো সারাটা জীবন।

কেউ কেউ লাভ করে, আবার কেউ করে ইনজয়। কেউ খাঁয় ছেকা, কেউ হয় একা। কেউ বলে জান, কেউ করে বিষপান। কারো মুখা হাসি, আবার কারো গলায় ফাঁসি, Love Is Not Fun, So সাবধান, আর এখনকার মেয়েরা হয় বেইমান।

আজ না খুব একা একা লাগছে। চোখের সামনে তুমি তবু যেন তোমাকে ছোয়া যায় না। কেন এমন হয় বলোতো ! ভালবাসা বুঝি শুধু কষ্ট দিতেই জানে ! তোমাকে ছাড়া যে আমার নিশ্বাস নিতেও কষ্ট হয় !

৭ ফেব্রুয়ারি= রোজ ডে। ৮ ফেব্রুয়ারি= প্রপোস ডে। ৯ ফেব্রুয়ারি= চকলেট ডে। ১০ ফেব্রুয়ারি= টেডি ডে। ১১ ফেব্রুয়ারি= প্রমিস ডে। ১২ ফেব্রুয়ারি=hug ডে। ১৩ ফেব্রুয়ারি= কিস ডে। ১৪ ফেব্রুয়ারি= হ্যাপি ভ্যালেন্টাইনস ডে।

“ভালোবাসা” শব্দটা হয় না কখনো পুরানো.. হয় না কখনো মলিন.. হয় না ধূসর কিংবা বর্নহীন.. যা শুধু রংধনুর রঙে রঙিন.. হোক না সেটা এপার কিংবা ওপারের.. তারপরেও ভালোবাসা তো শুধুই ভালোবাসা!

কাউকে দুর থেকে ভালবাসাই সব থেকে পবিত্র ভালোবাসা।

কেউ যদি অভিমানে তোমার সাথে কথা না বলে, বুঝে নিবে সে তোমায় আড়ালে মিস করে.. আর কেউ যদি না দেখে কাঁদে, বুঝে নিবে সে তোমায় ভীষণ ভালবাসে..!

Filed Under: Festival

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Primary Sidebar

Join Our Group

Latest Posts

  • BUET Admission Test Circular 2020-21 Buet.ac.bd
  • NTRCA Merit list Result 2021 Download – Subject & District Wise Merit List
  • BEPZA Job Circular 2021 – Bangladesh Export Processing Zones Authority Apply Now
  • Birth Certificate Check Method- Birth Registration Certificate
  • Birth Registration verification BD – Birth Registration Certificate
  • জন্ম নিবন্ধন যাচাই পদ্ধতি | কিভাবে অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করবেন?
  • Ramadan Calendar 2021 Bangladesh for Iftar & Sehri Time Table
  • CEVDSC Exam Result 2021 – Customs, Excise & VAT Commissionerate, Dhaka(South)
  • প্রত্যয়ন পত্র লেখার নিয়ম – কিভাবে লিখবো? – ওয়ার্ড / পিডিএফ ফাইল সহ
  • Class 8 Agriculture 3rd Week Assignment Answer

Hosting Partner

Boss Host BD

Copyright © 2021