আগামীকাল ভুটানের থিম্পুতে শুরু হচ্ছে বাংলাদেশ-ভুটান দুই ম্যাচের প্রীতি সিরিজ। বাংলাদেশের ছাত্র-জনতার বিপ্লবের বিষয়টি দক্ষিণ এশিয়ায় অত্যন্ত আলোচিত। আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ভুটানের কোচের কণ্ঠে উঠে এসেছে বাংলাদেশের বিপ্লবের প্রসঙ্গ।
আগামীকাল ভুটানের থিম্পুতে শুরু হচ্ছে বাংলাদেশ-ভুটান দুই ম্যাচের প্রীতি সিরিজ। বাংলাদেশের ছাত্র-জনতার বিপ্লবের বিষয়টি দক্ষিণ এশিয়ায় অত্যন্ত আলোচিত। আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ভুটানের কোচের কণ্ঠে উঠে এসেছে বাংলাদেশের বিপ্লবের প্রসঙ্গ।
ভুটান কোচ নাকামুরা বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতেও বিপ্লব হয়েছে, এটাও তাদের অনুপ্রাণিত করবে। তারা শক্তিশালী দল… কিন্তু এটা আমাদের ঘরের মাঠ। আমি ছেলেদের বলব বাংলাদেশকে ভয় না পেতে।’ বাংলাদেশ সম্পর্কে ভালোই জানা-শোনা ভুটান কোচের। গত জুলাই-অগাস্টের গণআন্দোলন সম্পর্কেও যেমন জানেন তেমনি কিছু দিন আগে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেটাও জানা তার।
সাম্প্রতিক সময়ে নানা কারণে উজ্জীবিত থাকবে বাংলাদেশ। ভুটানের কোচ বাংলাদেশের উদ্দীপনা ভেঙে দিতে আত্নবিশ্বাসী, ’আমাদের দলটা তরুণ, এই ম্যাচগুলোতে তারা আত্মবিশ্বাস শানিয়ে নেবে। এটা আমাদের ঘরের মাঠ। আমাদের এই সুযোগটা নিতে হবে।’
থিম্পুর চ্যাংলিমিথাং স্টেডিয়ামে বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকাল ৬টায় প্রথম প্রীতি ম্যাচে মুখোমুখি হবে দুই দল। আগামী রবিবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ গড়াবে একই স্টেডিয়ামে। পরিসংখ্যানের পাতায় ভুটানের বিপক্ষে একচ্ছত্র আধিপত্য বাংলাদেশের। তবে স্বাগতিক অধিনায়ক নিমা সংবাদ সম্মেলনে বলেছেন, ‘২০১৬ সালে আমরা বাংলাদেশকে হারিয়েছিলাম। আবারও তাদের হারাতে চাই। পরের বছর আমাদের এএফসি এশিয়ান কাপের বাছাই রয়েছে। এই ধরনের প্রীতি ম্যাচ আমাদের দলকে উজ্জ্বীবিত করবে।’
এজেড/এইচজেএস