ভালোবাসা নিয়ে কিছু কথা, সত্যিকারের ভালোবাসা নিয়ে কিছু কথা
বর্তমান সময়ে প্রেম করে ছ্যাঁকা খাচ্ছেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না, আপনারা যদি ব্যর্থ প্রেমের গল্প থাকে তাহলে এই স্ট্যাটাসগুলো আপনি ক্যাপশনে দিয়ে পোস্ট করুন ফেসবুক অথবা সোশ্যাল মিডিয়াতে আপনার গার্লফ্রেন্ড আপনার কাছে ফিরে আসতেও পারে।
সত্যিকারের ভালোবাসা নিয়ে কিছু কথা-
১)যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায়, তখন সেই ভালোবাসা সুখের চেয়ে দুঃখ বেশি দেয়।
২) সেই তো বেশি কষ্ট দেয়, যে সব সময় বলতো তুমি কষ্ট পেলে আমার পৃথিবীটা অন্ধকার হয়ে যায়।
৩) কাউকে কষ্ট দিলে তোমাকেও কষ্ট পেতে হবে, সেটা আজ হক অথবা কাল।
৪) কাউকে বিশ্বাস করার আগে ভেবে নেওয়া উচিত সে বিশ্বাসের যোগ্য কিনা।
৫) ভালোবাসা মানে একে অপরের প্রতি আকর্ষণ না , ভালোবাসা মানে একে অপরকে সম্মান করা।
৬) কেউ কারো জন্য মরে না, সবাই ঠিকই বেঁচে যায় শুধু মরে যায় ভালোবাসা, আর কিছু স্বপ্ন।
৭) ভালোবাসা এমন একটা সম্পর্ক যেটা গড়তে দুইজনেরই প্রয়োজন হয় ,কিন্তু ভাঙতে একজনার ই।
৮) বিপদে পড়েছিলাম আল্লাহ ছাড়া আর কাউকে পাশে পাই নি।
৯) মানুষের অতীত পরিবর্তন করা যায় না, কিন্তু ভবিষ্যৎ সুন্দর করে সাজানো যায়।
১০) ভালোবাসা যা দেয় তার চেয়ে বেশী কেড়ে নেয়।
১১) সব সম্পর্কের শেষ কথাটি হয় ভালো থেকো।
১২) চেহারা দেখে পছন্দ করা হল ভালোলাগা, আর মন দেখে পছন্দ করা হলো ভালোবাসা।
১৩) ভালোবাসা বেঁচে থাকে পরস্পরের বিশ্বাস এর মাধ্যমে।
১৩) ছেড়ে যেও না বলা মানুষগুলোই এক সময় নিজেরাই ছেড়ে চলে যায়।
১৪) যত বড় হচ্ছি আনন্দগুলো ততই দূরে হারিয়ে যাচ্ছে।
১৬) পৃথিবীতে কঠিন বলতে যদি কিছু থেকে থাকে সেটা হল মানুষ চেনা।
১৭) চোখে জল এনে দেয়ার জন্য মানুষ পেয়েছি, কিন্তু জল মুছে দেওয়ার জন্য কাউকে পেলাম না।
১৮) প্রতিটা মানুষই চায় তার ভেঙে যাওয়া সম্পর্ক টাকে ভুলে থাকতে , কিন্তু শত চেষ্টার পরেও তা সম্ভব হয় না।
১৯) নিজের কষ্ট নিজের মনের মধ্যেই রাখো ,সবার কাছে বলতে নেই কষ্টের ভাষা সবাই বোঝে না, তাই তো অনেকে উপহাস করে কষ্টকে দ্বিগুন করে দেয়।
২০) কাউকে নিজের থেকে বেশি ভালবাসতে যেও না ,পরিমাণে শুধু কষ্টই পাবে, না পারবে সেই কষ্ট সহ্য করতে, না পারবে মরে যেতে।
২১) পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটাকে ভাঙতে কোন পাথর বা হাতুড়ি এর প্রয়োজন হয় না, শুধুমাত্র মুখের কয়েকটি অবহেলিত কথাই যথেষ্ট।
২২) কাউকে অবহেলা করলে কতটা কষ্ট হয়, সেটা তুমি সেদিন বুঝবে যখন তোমার কেউ অবহেলা করবে।
২৩) তুমি বলেছিলে পৃথিবীর সবকিছু বদলে গেলেও তুমি কখনো বদলাবে না, সেই কথা বোকার মত বিশ্বাস করেছিলাম আমি, আজ পৃথিবী ঠিকই আছে শুধু বদলে গেছো তুমি।
২৪) তোমাকে ভালোবেসে আমি হেরে যাইনি, সত্তিকারের ভালোবাসায় যে কষ্ট আছে তার প্রমাণ পেয়েছি, তোমাকে ঠিক ততটাই ভালোবেসেছি যতটা ভালবাসলে এই জীবনে আর নতুন করে কাউকে ভালোবাসার আগ্রহ জন্মাবে না।
২৫) একটা কালো মেয়ে আরেকটা খালি পকেট এর ছেলে বাস্তবতা কি জিনিস সেটা বোঝো। খালি পকেট দেখেও বেকার ছেলেটার পাশে যে মেয়েটা থাকে সাফল্যের পর সেই মেয়েটাই একমাত্র স্ত্রী হওয়ার যোগ্য।
২৬) অপেক্ষা তারাই করতে জানে যারা কাউকে মন থেকে ভালোবাসে , তুমি তাকেই ভালোবাসো যে হাজার সমস্যার মাঝেও তোমার হাতটা শক্ত করে ধরে রাখে।
২৭) টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে, যারা নিজের থেকে অন্যের কথা বেশি ভাবে।
২৮) জীবনে তিনজন মানুষকে ক্ষমা করতে নেই, ভালো না বেসে যে ভালোবাসার অভিনয় করে, বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে, যে তোমার বিশ্বাস নিয়ে খেলা করে।
২৯) সময়ের সাথে সাথে রাগ অভিমান কমে যায় কিন্তু কারও দেওয়া আঘাতের দাগ গুলো ঠিকই রয়ে যায়।
৩০) জীবনে যে একবার ঠকেছে,, তার পক্ষে দ্বিতীয় বার আর কাউকে বিশ্বাস করা খুব কঠিন।
৩১) শখের বশে কেউ রাত জাগে না, আসলে বুকের ভেতর পুষে রাখা কষ্ট মানুষকে ঘুমাতে দেয় না।
৩২) যাকে ভেবে তুমি প্রতিদিন ভিতরে ভিতরে শেষ হতে থাকবে, একদিন সেই বলবে কে বলেছিল আমার জন্য নিজেকে শেষ করতে?
৩৩) কাউকে সহজে আপন করা যায় না ,আবার কেউ আপন হয়ে গেলে জোর করেও তাকে পর করা যায়না।
৩৪) পরিবারের চাপে বা পরিবারের ভয় কোনোদিন ভালোবাসার মানুষটিকে ছেড়ে যাবেনা, কারন পরিবার আজ নয়তো কাল ঠিকই মানবে , মনে রেখো পরিবারের জন্য যে তোমাকে ছেড়ে দেয় সে কখনোই তোমাকে ভালোবাসে নি। বিশ্বাস করতে কষ্ট হলেও কথাটা সত্য।
৩৫) যে তোমার জন্য পৃথিবীতে এসেছে তাকে পাওয়ার জন্য তোমাকে কষ্ট করতে হবে না, শুধু অপেক্ষা করো সময় ঠিক একদিন তোমাদের দুজনকে মিলিয়ে দেবে।
এই ছিল আমাদের আজকের আয়োজন পোস্টটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন আপনার বন্ধুর কাছে, দেখা হবে পরবর্তী কোনো পোস্টে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিজের খেয়াল রাখুন ধন্যবাদ।