ভারতে ঘুষ হিসেবে ‘৫ কেজি আলু’ চাইলেন পুলিশ কর্মকর্তা

ভারতের উত্তর প্রদেশের কান্নুজে ঘুষ হিসেবে ৫ কেজি আলু চেয়েছেন এক পুলিশ কর্মকর্তা। তবে তদন্তে উঠে এসেছে আলুকে ঘুষের প্রতীকি শব্দ হিসেবে ব্যবহার করেছেন তিনি।

ভারতের উত্তর প্রদেশের কান্নুজে ঘুষ হিসেবে ৫ কেজি আলু চেয়েছেন এক পুলিশ কর্মকর্তা। তবে তদন্তে উঠে এসেছে আলুকে ঘুষের প্রতীকি শব্দ হিসেবে ব্যবহার করেছেন তিনি।

রাম ক্রিপাল সিং নামের এই এসআইয়ের একটি অডিও রেকর্ড ফাঁস হয়। এরপরই বিষয়টি প্রকাশ্যে আসে। তিনি একটি মামলা নিষ্পত্তি করার জন্য এক কৃষকের কাছে ঘুষ চান।

ভাইরাল হওয়া অডিওতে শোনা যাচ্ছে এসআই ক্রিপাল সিং কৃষককে বলছেন তাকে ৫ কেজি আলু দিতে হবে। তখন কৃষক জানান তার এই সামর্থ নেই। এর বদলে তিনি ২ কেজি আলু দিতে পারবেন। কৃষকের জবাব শুনে ক্ষেপে যান পুলিশের এই কর্মকর্তা। কথার এক পর্যায়ে ওই কৃষক তিন কেজি আলু দিতে রাজি হন।

ঘুষ চাওয়ার অভিযোগ উঠা এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত ছাড়াও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কান্নুজের পুলিশ।

সূত্র: এনডিটিভি

এমটিআই

Visit Source Page