টলিউড অভিনেতা রণজয় বিষ্ণুর জীবনে ছিল একঝাঁক অভিনেত্রীর আনাগোনা। কয়েকজন নায়িকার সঙ্গেই প্রেম করেছেন তিনি। তবে তাদের কারো গলাতেই মালা দেননি।
টলিউড অভিনেতা রণজয় বিষ্ণুর জীবনে ছিল একঝাঁক অভিনেত্রীর আনাগোনা। কয়েকজন নায়িকার সঙ্গেই প্রেম করেছেন তিনি। তবে তাদের কারো গলাতেই মালা দেননি।
শুধু প্রেম নয়, কারো কারো সঙ্গে দীর্ঘদিন লিভ ইন সম্পর্কেও ছিলেন এই নায়ক। তাদেরই দুইজন অভিনেত্রী সোহিনী সরকার ও সায়ন্তনী গুহঠাকুরতার।
যদিও সম্প্রতিই বিয়ের পিঁড়িতে বসেছেন সোহিনী। এরই মধ্যে প্রাক্তন লিভ-ইন প্রেমিক রণজয় বিঞ্চুর বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় এই নায়িকা।
অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতার সঙ্গেও সম্পর্ক ছিল রণজয়ের। তিনিও এ অভিনেতাকে আইনি নোটিশ পাঠিয়েছেন বলে খবর প্রকাশ করেছে ভারতীয় একটি গণমাধ্যম।
এ প্রতিবেদনে জানানো হয়েছে, এক সপ্তাহ আগে এই দুই অভিনেত্রীর পাঠানো আইনি নোটিশ পেয়েছেন রণজয়। তারপর থেকে দুই পক্ষের আইনজীবী বিষয়টি দেখছেন। সম্ভবত, এখনো কোনো আদালতে মানহানি মামলা দায়ের হয়নি।
এ বিষয়ে রণজয় ভারতীয় একটি গণমাধ্যমে বলেন, ‘আমি এই বিষয় নিয়ে একটি কথাও বলব না।’
এক সময় সোহিনী ও সায়ন্তনীর সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন রণজয় বিঞ্চু। এ সম্পর্ক থেকে বেরিয়ে এসে গায়ক শোভন গাঙ্গুলিকে বিয়ে করেন সোহিনী। এরপর সোহিনী-সায়ন্তনীর ঘনিষ্ঠজনদের কাছে অতীত নিয়ে কুকথা বলেন রণজয়— এমন অভিযোগ দুই অভিনেত্রীর। এসব বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতেও কম চর্চা হয়নি।
এনএইচ