পর্তুগাল বনাম উরুগুয়ে হেড টু হেড

ফুটবল বিশ্বকাপ মানেই সারা বিশ্বের ফুটবল ভক্তদের কাছে অনেক বড় একটি উন্মাদনা। বর্তমানে সারা বিশ্বের ফুটবল ভক্তরা কাতার বিশ্বকাপ ২০২২ এর জন্য অনেক আগ্রহ নিয়ে বসে আছে। আর অল্প কিছুদিন পর শুরু হতে যাচ্ছে কাতার বিশ্বকাপ ২০২২। সকল ভক্তরা তাদের পছন্দের দলের জন্য অনেক আসা নিয়ে বসে আছে। কাতার বিশ্বকাপকে সামনে রেখে নির্বাচিত সকল দলগুলো সার্বিকভাবে প্রস্তুতি গ্রহণ করছে। কারণ একটি ফুটবল দলের জন্য বিশ্বকাপ হলো সর্বোচ্চ অর্জন।  

  

কাতার বিশ্বকাপ ২০২২ এর গ্রুপ পর্বের ম্যাচগুলো ইতোমধ্যে সেট করা হয়েছে। গ্রুপ পর্বের ম্যাচে মাঠে নামতে যাচ্ছে পর্তুগাল বনাম উরুগুয়ে। গ্রুপ পর্বের এই ম্যাচটিকে ঘিরে ফুটবল ভক্তদের মধ্যে অনেক কৌতুহলের সৃষ্টি হয়ে। অনেকেই এই দুইটি দলের খেলা নিয়ে বিভিন্ন ধরণের চিন্তাভাবনা করছেন। তাই এই আর্টিকেলের পর্তুগাল বনাম উরুগুয়ে হেড টু হেড রেজাল্ট, শক্তিমত্তার দিক থেকে কে এগিয়ে এবং মুখোমুখি লড়াইয়ের ফলাফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। 

 

পর্তুগাল বনাম উরুগুয়ে হেড টু হেড    

কাতার বিশ্বকাপ ২০২২ এর গ্রুপ পর্বের ম্যাচে মাঠে নামতে যাচ্ছে পতুগাল বনাম উরুগুয়ে। এর আগে এই দুইটি দল অনেক কম মুখোমুখি হয়েছে। এই পর্যন্ত মোট ৩ বার পর্তুগাল বনাম উরুগুয়ে মাঠে মুখোমুখি হয়েছে । ৩ বারের মুখোমুখি লড়াইয়ে পর্তুগাল জয় পেয়েছে ১টি ম্যাচে। এর বিপরীতে উরুগুয়ে ১ টি তে জয় পেয়েছে এবং বাকি ১টি ম্যাচ ড্র হয়। পর্তুগাল বনাম উরুগুয়ে হেড টু হেড রেজাল্ট এর দিক থেকে দুইটি দলই সমান পজিশনে রয়েছে। নিচে এই দুইটি দলের মুখোমুখি লড়াইয়ের ফলাফল দেওয়া হলো। 

 

উরুগুয়ে বনাম পর্তুগাল মুখোমুখি     

পর্তুগাল সর্বোপ্রথম উরুগুয়ের বিপক্ষে মাঠে নামে ১৯৬৬ সালের ২৬ জুন। ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি এই ম্যাচটি পর্তুগাল ৩-০ গোলে জয়লাভ করে। এরপর আরো ২ বার পর্তুগাল বনাম উরুগুয়ে মুখোমুখি হয়। নিচে এই দুইটি দলের মুখোমুখি রেজাল্ট দেওয়া হলো। 

 

Date 

Match 

Win 

Score 

Competition

26 Jun 1966

Portugal VS Uruguay

Portugal

3-0

International Friendly

2 Jul 1972

Portugal VS Uruguay

Draw

1-1

Independence

30 Jun 2018

Portugal VS Uruguay

Uruguay

2-1

FIFA World Cup

 

শক্তিমত্তার দিক থেকে কে এগিয়ে   

লাতিন আমেরিকার অনেক শক্তিশালি একটি দল হলো উরুগুয়ে। লুইস সুয়ারেজ, এডিসন কাভানি এদের মতো বিশ্বসেরা প্লেয়ার রয়েছে এই দলটিতে। বর্তমানে এই দলটি অনেক ভালো ফুটবল খেলছে। সর্বশেষ ম্যাচে উরুগুয়ে মাঠে নামে কানাডার বিপক্ষে। উক্ত ম্যাচে উরুগুয়ে ২-০ গোলে জয় লাভ করে। এছাড়াও সাম্প্রতিক সময়ে এই দলটি আগের চেয়ে অনেক ভালো ফুটবল খেলছে। 

অন্যদিকে পর্তুগাল ইউরোপের অনেক শক্তিশালি একটি দল। এই দলটিও কোন দিকে থেকে কম যায় না। এছাড়াও এই দলটিতে রয়েছে বিশ্বসেরা ফুটবল লেজেন্ড ক্রিস্তিয়ানো রোনালদো। সাম্প্রতিক সময়ে এই দলটি অনেক ভালো ফুটবল খেলছে। তবে সর্বশেষ ম্যাচে পর্তুগাল স্পেনের বিপক্ষে মাঠে নেমে ১-০ গোলে পরাজিত হয়। পর্তুগাল বনাম বনাম উরুগুয়ে হেড টু হেড রেজাল্ট এর দিক থেকে সমান হলেও শক্তিমত্তার দিক থেকে এক নয়। বিভিন্ন ফুটবল বিদরা শক্তিমত্তার দিক থেকে পর্তুগালকে এগিয়ে রাখছে। তবে তারা পরিষ্কারভাবে কে জয় পাবে তা নিয়ে কিছু বলেনি। তাই শেষ পর্যন্ত আমাদের টিভির পর্দায় চোখ রাখতে হবে। 

 

উপসংহার 

কাতার বিশ্বকাপ ২০২২ এর গ্রুপ পর্বের ম্যাচে মাঠে নামতে যাচ্ছে পর্তুগাল বনাম ‍উরুগুয়ে। উক্ত ম্যাচটিকে ঘিরে ফুটবল ভক্তরা অনেক ধরণের চিন্তা করছে। তাই এই আর্টিকেলের মধ্যে পর্তুগাল বনাম উরুগুয়ে হেড টু হেড রেজাল্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এছাড়াও শক্তিমত্তার দিক থেকে কে এগিয়ে রয়েছে সেটাও উল্লেখ করা হয়েছে।