পরিচ্ছন্নতার পর এবার আফতাবনগরে দেশীয় প্রজাতির বৃক্ষরোপণ

‌‘দেশীয় প্রজাতির গাছ লাগান, জীবন বাঁচান’ স্লোগানকে সামনে রেখে ক্লিন ঢাকা-গ্রিন ঢাকা বাস্তবায়নে কাজ করছে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন। এর আগে তারা পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করেন।

শুক্রবার (৯ আগস্ট) সবুজ আন্দোলন হাতিরঝিল থানা ছাত্র পরিষদের উদ্যোগে আফতাব নগরে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

সবুজ আন্দোলনের চেয়ারম্যান বাপ্পি সরদার বলেন, গতকাল দেশে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। তাদের কাছে সাধারণ জনগণের প্রত্যাশা অনেক বেশি একই সঙ্গে পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে ক্ষতিগ্রস্ত রাষ্ট্র হিসেবে উন্নত রাষ্ট্রের কাছে জলবায়ু তহবিল আদায়ের জন্য জোরালো ভূমিকা পালন করবেন।

তিনি বলেন, ঢাকা শহরে বৃক্ষরোপণ করার জন্য পর্যাপ্ত জায়গা না থাকায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা কঠিন। সবুজ ঢাকা গড়তে শিক্ষার্থীসহ সাধারণ জনগণকে এগিয়ে আসতে হবে।

হাতিরঝিল থানা ছাত্র পরিষদের সমন্বয়কারী নেয়ামত উল্লাহ সিরাজীর সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমাজসেবক মোরসালিন বাবু, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের আইটি কর্মকর্তা মো. সোহেল রানা, সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক মো. রবিউল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মির্জা মোহাম্মদ তানভীর হোসেন, আহসান কবির প্রমুখ।

এএসএস/এসকেডি

Visit Source Page