পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ হওয়া দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ হওয়া দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে পদ্মা নদীর চরখানপুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে স্বজনরা।
উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন- রাজশাহীর পবা উপজেলার চর মাজারদিয়াড় গ্রামের এনামুল হকের ছেলে রাজু (২২), খলিলের ছেলে মোহাম্মদ আলী (৩৮)। তারা সবাই একই এলাকার বাসিন্দা।
নিখোঁজ সবুজের বোনের স্বামী মেজারুল ইসলাম বলেন, আমরা ঘটনার পর থেকে নদীতে নৌকা নিয়ে টহল দিচ্ছি। সকালে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালিয়ে চলে গেছে। তারা পাইনি। রাত সাড়ে ১০টার দিকে রাজু ও মোহাম্মদ আলীর মরদেহ ভেসে উঠে। পরে আমরা তার মরদেহ বাড়িতে পাঠিয়ে দিয়েছি।
এ বিষয়ে রাজশাহী সদর ফায়ার সার্ভিসের অপারেটর আবদুর রাকিব বলেন, আমরাও শুনেছি। দুই জনের মরদেহ উদ্ধার হয়েছে। বিস্তারিত জানা নেই।
শাহিনুল আশিক/এমজে