দেশে একদিনে (শুক্রবার সকাল আটটা থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০৪ জন। চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ জনে। এর মধ্যে সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত এলাকায় মারা গেছেন ৪৭ জন।
দেশে একদিনে (শুক্রবার সকাল আটটা থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০৪ জন। চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ জনে। এর মধ্যে সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত এলাকায় মারা গেছেন ৪৭ জন।
শনিবার (১০ আগস্ট) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২০৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকার ১২৯ জন রয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ আগস্ট পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট সাত হাজার ৭৬৭ জন। যাদের মধ্যে ৫৯ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৯ শতাংশ নারী।
জেডএস