চীনের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ শ্যানডংয়ের তাই’য়ান শহরে জনতার ভীড়ের মধ্যে বেপরোয়া গতিতে একটি বাস ঢুকে পড়ায় ৫ জন শিক্ষার্থীসহ নিহত হয়েছেন অন্তত ১১ জন এবং আহত হয়েছেন আরও অনেকে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
চীনের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ শ্যানডংয়ের তাই’য়ান শহরে জনতার ভীড়ের মধ্যে বেপরোয়া গতিতে একটি বাস ঢুকে পড়ায় ৫ জন শিক্ষার্থীসহ নিহত হয়েছেন অন্তত ১১ জন এবং আহত হয়েছেন আরও অনেকে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার সকালে ঘটেছে এই ঘটনা। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চীনের স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সকালে স্কুলের ফটকের কাছে দাঁড়িয়েছিল বেশ কয়েকজন শিক্ষার্থী ও তাদের অভিভাবক। এ সময় একটি বাস বেপরোয়া গতিতে সেই ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান কয়েকজন।
তাই’য়ান পুলিশের এক কর্মকর্তা চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমকে বলেছেন, বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় ঘটেছে এই দুর্ঘটনা। ওই চালককে ইতমধ্যে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে।
গত ১ সেপ্টেম্বর থেকে চীনের স্কুলগুলোতে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে। তার আগে ছিল দীর্ঘ ছুটি। সেই ছুটি কাটিয়ে শিশুরা স্কুলে ফেরার দু’দিনের মধ্যে ঘটল এই দুর্ঘটন।
দেশটিতে অবশ্য সড়ক দূর্ঘটনা বিরল কোনো ব্যাপার নয়। গত জুলাই মাসে চাংশা শহরে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় নিহত হয়েছিলেন অন্তত আট জন পথচারী।
সূত্র : বিবিসি
এসএমডব্লিউ