গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ ৯ কর্মকর্তার নিয়োগ বাতিল

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অ্যাড. মো. আজমত উল্লা খানসহ ৯ কর্মকর্তার নিয়োগ বাতিল করেছে সরকার।

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অ্যাড. মো. আজমত উল্লা খানসহ ৯ কর্মকর্তার নিয়োগ বাতিল করেছে সরকার।

বুধবার (৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের তিন সদস্যের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। তারা হলেন- আবুল কালাম আজাদ, মো. জামাল উদ্দিন ও শবনম সাবা।

৯ জনের তালিকায় আরও রয়েছেন- রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য ইঞ্জিনিয়ার সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান, আধুনিক খাদ্য সংরক্ষণাগার নির্মাণ প্রকল্পের পরিচালক মো. রেজাউল করিম শেখও।

বাকি দুজন হলেন- শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও অধ্যাপক (অ্যানেসথেসিওলজি) ডা. আবুল বাসার মো. মাকসুদুল আলম ও ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ও অধ্যাপক (অ্যানেসথেসিওলজি) ডা. মো. আবদুল কাদের।

এসএইচআর/এমজে

Visit Source Page