‘আমলা প্রথা’ ভেঙে ৩১ বছর চাকরি করা সাফিকুর হলেন বিমানের নতুন এমডি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. সাফিকুর রহমান। তিনি দীর্ঘ ৩১ বছর বিমানে চাকরি করে ২০১৭ সালে অবসরে যান।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. সাফিকুর রহমান। তিনি দীর্ঘ ৩১ বছর বিমানে চাকরি করে ২০১৭ সালে অবসরে যান।

বুধবার (৪ সেপ্টেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদ ড. সাফিকুরকে নিয়োগ দেয়। 

এই নিয়োগের আগে সর্বশেষ যে ৫ জন বিমানের এমডি ও সিইও হয়েছেন তারা কেউ বিমানের কর্মী ছিলেন না। বিভিন্ন মন্ত্রণালয় থেকে অতিরিক্ত সচিব পদমর্যাদার ব্যক্তিদের ডেপুটেশনে বিমানে পাঠানো হতো।

ড. সাফিকুর রহমান ১৯৮৬ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ট্রেইনি কমার্শিয়াল অফিসার হিসেবে ক্যারিয়ার শুরু করেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক জনসংযোগ বোসরা ইসলাম জানান, ড. সাফিকুর রহমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক প্রশাসন ও মানবসম্পদ, পরিচালক প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিকস সাপোর্ট এবং পরিচালক বিপণন ও বিক্রয় হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ট্যারিফ, মার্কেট রিসার্স, রিজার্ভেশন, কার্গো প্রভৃতি শাখায় কাজ করেছেন। 

এছাড়া তিনি বিমানের সিঙ্গাপুর, থাইল্যান্ড ও গ্রিস স্টেশনে কান্ট্রি ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পেশাগত জীবন শেষে তিনি ২০১৭ সালে অবসরে যান।

ড. মো সাফিকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এছাড়া তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ড থেকে মার্কেটিংয়ে এমবিএ এবং ২০১১ সালে সাউদার্ন ক্রস ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া থেকে ডক্টর অব বিজনেস এডমিনিস্ট্রেশন শেষ করেন। 

ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টার থেকে তিনি এভিয়েশন নিয়ে একাধিক ডিপ্লোমা ও ট্রেনিং করেছেন।        

২০১৯ সালের সেপ্টেম্বর থেকে ২০২৪ সাল পর্যন্ত বিমানের এমডি ও সিইওর দায়িত্ব পালন করেন মোকাব্বির হোসেন, ড. আবু সালেহ মোস্তফা কামাল, যাহিদ হোসেন, শফিউল আজিম ও জাহিদুল ইসলাম ভুঞা।

এবছরের ১৫ আগস্ট সর্বশেষ এমডি জাহিদুল ইসলাম ভূঞাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়।

এআর/এসএম

Visit Source Page