নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নবগঠিত অন্তবর্তীকালীন সরকারকে স্বাগত ও অভিনন্দন জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাদা দল।
নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নবগঠিত অন্তবর্তীকালীন সরকারকে স্বাগত ও অভিনন্দন জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাদা দল।
শনিবার (১০ আগস্ট) জবি সাদা দলের সভাপতি অধ্যাপক ড. মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন এক যৌথ বিবৃতিতে এ অভিনন্দন জানান।
বিবৃতিতে বলা হয়, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে মধ্যবর্তী সরকার গঠনকে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাদা দল সমর্থক শিক্ষকরা স্বাগত, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। ছাত্র-শিক্ষক ও জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন এবং তার দেশ ছেড়ে পলায়নের ফলে দেশ যে সরকারবিহীন হয়ে পড়েছিল মধ্যবর্তী সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে তা পূরণ হওয়ায় আমরা আনন্দিত।
শিক্ষক নেতারা বলেন, বলার অপেক্ষা রাখে না যে, বাংলাদেশ এখন একটি চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। এ সময়ে দায়িত্বভার গ্রহণকারী সরকারের সামনে নানা চ্যালেঞ্জ আছে। বিগত পনেরো বছরে স্বৈরাচারী সরকার আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলেছে। কেবল ভোটের অধিকার নয়, মানুষের বাক স্বাধীনতাও কেড়ে নিয়েছে। সীমাহীন লুটপাট ও দুর্নীতির মাধ্যমে দেশের অর্থনৈতিক অবস্থাকে চরম সংকটে ফেলে দিয়েছে। নগ্ন দলীয়করণের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানসহ দেশের সকল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। বার বার কারিকুলাম পরিবর্তন এবং নানা-পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে দেশের শিক্ষাব্যবস্থায় চরম নৈরাজ্য সৃষ্টি করেছে।
এ অবস্থায় নতুন সরকার প্রাধান্য নির্ধারণের মাধ্যমে যথাযথ পরিকল্পনা নিয়ে এসব সমস্যা মোকাবিলায় পদক্ষেপ নেবেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস। বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি।
এরইসাথে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে নেওয়া এদেশের মানুষের পরম কাঙ্ক্ষিত একটি বিষয়। যতদ্রুত সম্ভব একটি গণতান্ত্রিক সরকার গঠনের লক্ষ্যে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থার দাবি জানান তারা।
এমএল/পিএইচ