অজ্ঞাত স্থান থেকে নতুন সরকারকে অভিনন্দন আ.লীগ নেতা হানিফের

অজ্ঞাত স্থান থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

অজ্ঞাত স্থান থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

শুক্রবার (৯আগস্ট) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের নিজের নামের আইডি থেকে স্ট্যাটাস দিয়ে অভিনন্দন জানান তিনি। তবে, ফেসবুক আইডিটি সত্যিই তার কি না তা নিশ্চিত করা যায়নি। আইডিটিতে এক লাখ ৪৫ হাজার ফলোয়ার রয়েছে।

ফেসবুকে মাহবুবউল আলম হানিফ লেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অভিনন্দন রইল। দেশব্যাপী নারকীয় হত্যাকাণ্ড, বাড়ি-ঘরে লুটপাট এবং অগ্নিসংযোগ বন্ধ করার জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মার্চ টু ঢাকা কর্মসূচিতে রাজধানীতে কয়েক লাখ মানুষের ঢল নামলে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। 

এদিকে, আওয়ামী লীগ সরকারের পতনের পর মাহবুবউল আলম হানিফের কুষ্টিয়ার বাড়িতে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। সরকার পতনের পর থেকেই আত্মগোপনে রয়েছেন আওয়ামী লীগের এই কেন্দ্রীয় নেতা।

এমএসআই/কেএ

Visit Source Page